সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – Social Service Organization Job

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২  -Social Service Organization Job Circular 2022: নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ০৪ পদে ১৩৩ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সামাজিক সেবা সংগঠন এনজিও। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী ডাকযোগে মাধ্যমে আবেদন করতে হবে। ডাকযোগে আবেদন শেষ তারিখ ১০ জুলাই, ২০২২র্পযন্ত। সকল চাকরির খবর আপডেট পেতে ভিজিট করুন priojob.com

চাকরির ধরনএনজিও চাকরি
জেলা নামসকল জেলা
প্রতিষ্ঠানের দাতা নামসামাজিক সেবা সংগঠন
পদ সংখ্যা০৪ টি
খালি পদ১৩৩ জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক/স্নাতকোত্তর
আবেদন প্রক্রিয়ানির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো
আবেদনের শেষ তারিখ১০ জুলাই, ২০২২
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো নিয়োগ দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

সামাজিক সেবা সংগঠন নিয়োগ ২০২২

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সামাজিক সেবা সংগঠন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি সু-প্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা। সংস্থাটি পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত। সংস্থার “ক্ষুদ্রঋণ কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।

১। পদের নামঃ জোনাল ম্যানেজার, পদ সংখ্যা-০৩, বয়স-সর্বোচ্চ ৪৫ বছর, শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়), অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ ক. আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে ন্যূনতম ২০ টি শাখা পরিচা লনার ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। খ. প্রার্থীকে অবশ্যই এমএসওয়ার্ড ও এমএসএাে বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচী বিষয়ক সফটওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ. মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ৫০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৬০,০৯০ টাকা। মাসিক ভাতাঃ মোবাইল বিল ৫০০ টাকা, মোটর সাইকেল জ্বালানী বিল প্রতি কিঃমিঃ ২.৬৫ টাকা ।

Social Service Organization Job Circular 2022

২। পদের নামঃ এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা-১০, বয়স সর্বোচ্চ ৪২ বছর, শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়), অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ ক. আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে ন্যূনতম ০৫ টি শাখা পরিচা লনার ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। খ. প্রার্থীকে অবশ্যই এমএসওয়ার্ড ও এমএসএঙ্গে বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচী বিষয়ক সফ্টওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ. মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ৩৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৪,১০০ টাকা। মাসিক ভাতাঃ মোবাইল বিল ৪০০ টাকা, মোটর সাইকেল জ্বালানী বিল প্রতি কিঃমিঃ ২.৬৫ টাকা।

৩ । পদের নামঃ শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা-২০, বয়স সর্বোচ্চ ৩৮ বছর, শিক্ষাগত যোগ্যতঃ স্নাতকোত্তর পাশ (কোন তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়), অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ ক. আগ্রহী প্রার্থীকে পিকেএসএফ এর অর্থায়ণে পরিচালিত ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওতে সমপদে ০১ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। খ. প্রার্থীকে অবশ্যই এমএসওয়ার্ড ও এমএসএড্সে বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচী বিষয়ক সফ্টওয়্যার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ. মোটর সাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ২৯,১৬০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৫, ৭২১ টাকা। মাসিক ভাতাঃ মোবাইল বিল ৩০০ টাকা, মোটর সাহলে জ্বালানী বিল প্রতি কিঃমিঃ ২.৬৫ টাকা ।

৪। পদের নামঃ ফিল্ড অফিসার, পদ সংখ্যা-১০০, বয়স- সর্বোচ্চ ৩২ বছর, শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাশ (জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোগ্য নয়), বেতনঃ শিক্ষানবীশকালীন ০৩ (তিন) মাস ১৮,৫৭৬ টাকা এবং স্থায়ীকরণের পর ২২, ২২৬ টাকা। মাসিক ভাতাঃ মোবাইল বিল ২০০ টাকা, মোটর সাইকেল জ্বালানী বিল ৮০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাশ হলে মাসিক ৪০০ টাকা শিক্ষা ভাতা

সামাজিক সেবা সংগঠন নিয়োগ

অন্যান্য সুবিধাদিঃ ফ্রি আবাসন (২,৩ ও ৪ নং পদের জন্য), শহর ভাতা, সন্তানদের শিক্ষা ভাতা, প্রতি বছর জুন মাসের শেষে প্রাপ্যতার ভিত্তিতে সর্বোচ্চ ১০ দিনের বেতন সম-পরিমান অর্জিত ছুটির টাকা প্রদান, উৎসব ভাতা (৩ টি), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দক্ষতা অনুসারে ইনসেনটিভ ও পদোন্নতির ব্যবস্থা রয়েছে। তাছাড়া সংস্থায় যোগদানের ০১ (এক) মাস পর ১,২ ও ৩ নং পদের জন্য শর্ত সাপেক্ষে সুদ-মুক্ত মোটর সাইকেল ঋণ এবং ০৪ নং পদের জন্য সুদ-মুক্ত বাই-সাইকেল ঋণ সুবিধা রয়েছে ।

আগ্রহী প্রার্থীদের আগামী ১০/০৭/২০২২ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাংগাইল বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত (মোবাইল নম্বর সহ), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। উল্লেখ্য চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত প্রার্থীদের অবশ্যই যোগদানের সময় ১০,০০০ টাকা জামানত (ফেরত যোগ্য) প্রদান করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি

সামাজিক সেবা সংগঠন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Samajik Seba Shongothon Job Circular 2022 | সামাজিক সেবা সংগঠন নিয়োগ ২০২২ | Social Service Organization Job Circular | সামাজিক সেবা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Samajik Seba Shongothon Job Circular

 

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.