পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | FPAB Job Circular

পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Family Planning Association of Bangladesh (FPAB) Job Circular 2023: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) -এর কুমিল্লা, যশোর, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, সিলেট ও টাঙ্গাইল শাখার জন্য “মেডিকেল অফিসার” পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলা নামউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামপরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ
ওয়েবসাইটhttp://www.fpab.org.bd
পদ সংখ্যা০৫টি
খালি পদঅসংখ্য
শিক্ষাগত যোগ্যতা৮ম/এইচএসসি/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ১৫ ডিসেম্বর, ২০২৩
আবেদন নিয়মআগ্রহী প্রার্থীরা bdjobs মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের মাধ্যমই-মেইল/ডাকযোগে

পরিবার পরিকল্পনা সমিতি নিয়োগ ২০২৩

যোগ্যাতাঃ এমবিবিএস ডিগ্রী এবং বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (প্রজনন ও যৌন স্বাস্থ্য/মাতুস্বাস্থ্য/স্ত্রীরোগ বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে) মাসিক বেতন: ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা (সর্বসাকল্যে)। এফপিএবি-এর চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বয়সঃ সর্বোচ্চ ৩৫ বৎসর। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য) আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত তথ্যাদিসহ আবেদনপত্র প্রেরণ করতে হবে।

১। প্রার্থীর নাম ২। স্বামী/পিতার নাম ৩। মাতার নাম ৪। বর্তমান ঠিকানা ৫। স্থায়ী ঠিকানা ৬। জন্ম তারিখ ৭। শিক্ষাগত যোগ্যতা ৮। প্রশিক্ষণ ৯। প্রজনন ও যৌন স্বাস্থ্য/প্রসূতি/স্ত্রীরোগ বিষয়ে কর্ম-অভিজ্ঞতা (যদি থাকে) ১০। অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে)। নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ও ২ কপি সত্যায়িত ছবি, টেলিফোন/মোবাইল/ই-মেইল নম্বরসহ, আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে আহবায়ক, তত্ত্বাবধায়ক বডি, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা hr@fpab.org.bd ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। ডাক বা কুরিয়ার যোগে প্রেরণের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইলের মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে Subject line-এ পদের নাম লিখতে হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

Family Planning Association of Bangladesh Job Circular 2023

নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ও ২ কপি সত্যায়িত ছবি, টেলিফোন/মোবাইল/ই-মেইল নম্বরসহ, আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে আহবায়ক, তত্ত্বাবধায়ক বডি, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা hr@fpab.org.bd ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। ডাক বা কুরিয়ার যোগে প্রেরণের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইলের মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে Subject line-এ পদের নাম লিখতে হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

  1. চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
  2. সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …