মৌমিতা কাহিনী

মৌমিতা কাহিনী

মৌমিতা কাহিনী ওরা আমায় এভাবে কেনো মা’র’ল মা??……… মা আমি তো যেমন ডিউটিতে যাই সেরকমই ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শে’ষ দিন!! আমি তো আমার জুনিয়র দের সাথে একসাথে কতো গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম, জানো মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা,ওটাই আজ খেয়েছিলাম, তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া ,
 
এটাই শেষ গল্প ….. ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম মা, সারাজীবনের মতো বিশ্রামে চলে যাবো, তখন ভোররাত আমি ওয়ার্ডে একা তখন, ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদর টা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু,,, সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে….. ছিঃ!!!
 
মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেক বার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম ” বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও!!” কিন্তু কেউ আমার চিৎকার, আমার আ’র্তনা’দ শুনতে পায়নি জানোতো মা, আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো….. খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা!!! আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো, আমি এটাও বললাম যে ” আমাকে ছেড়ে দাও,দয়া করে, ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলব না, আমাকে যেতে দাও…”
 
কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগটা দিলো না, দিলো না তোমার কোলে শেষ বারের মতো মাথা রাখতে দিতে, দিলো না শেষবার তোমার হাসি ভরা মুখ টা দেখার সুযোগ , দিলো না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড়ো ডাক্তার হওয়ার কাহানী কে সত্য করতে !!! আমার গ’লা টি’পে ধরে নিজেদের সর্ব শক্তি দিয়ে আমার গলা চে’পে ধরে জানো মা, আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবান ও চায়নি যে আমি হয়তো বেঁচে থাকি।
 
ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গ’লার হাড় ভে’ঙে যায়…ওরা আমায় ওভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিব’স্র ভাবে….. সকালে সবাই আসে ,কিন্তু একি!! আআআ মি কারোর সাথে কথা কেনো বলতে পারছিনা? তোমাকেও দেখতে পাচ্ছি, তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেনো পারছোনা মা, আমার ডাক?? ওওও মা, মা গো এইতো দেখো দেখোনা মা, ও মা এইতো আমি, তুমি কাঁদছো কেনো?? কি হয়েছে তোমার?? ও মা!!! দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁ’দছে, লা’শটার মুখ দেখতে পেয়ে আআআমি শিউরে উঠি..
 
একটা শরীর..
১৮/২০ জন পুরুষ!
১১৩ টা কা/ ম/ ড়ের দাগ!
১৫০ গ্রাম বী/ র্য পাওয়া গেছে তার শরীরে!
জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গ/লা চে/ পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র/ ক্ত বেরিয়ে আসে?
 
এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে/ পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।
চোখ দিয়ে র/ ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’
May be an image of 9 people, people smiling and text
 

Check Also

পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে পারে?

পাকিস্তান আজ বলছে “তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ।” এর চেয়ে সম্মানের আর কি হতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.