নার্সিং ভর্তি বিষয়ক কিছু সাধারন প্রশ্ন ও উত্তর

নার্সিং ভর্তি বিষয়ক কিছু সাধারন প্রশ্ন ও উত্তর

নার্সিং ভর্তি বিষয়ক কিছু সাধারন প্রশ্ন ও উত্তর নার্সিং ও মিডওয়াইফারি তে চান্স প্রাপ্তদের অভিন্দন। যারা চান্স পেয়েছেন তাদের মনে হাজারো প্রশ্ন ঘূর্ণিপাক খাচ্ছে। ইন্টারনেট ঘেটে উত্তর না পেয়ে। 

ফেজবুকের বিভিন্ন পেজে আপনার প্রশ্ন লিখে পাঠাচ্ছেন। কিন্ত কোন উত্তর আসছে না। তাই আজকে আমরা নিয়ে এসেছি এমন কিছু প্রশ্নের উত্তর যা কিনা আপনি মনে মনে খুজছেন। তাহলে আর দেরি কেন দেখে নেওয়া যাক প্রশ্ন ও উত্তরগুলো।

নার্সিং ভর্তি বিষয়ক

প্রশ্ন: আমার নার্সিংয়ে মেরিট লিস্টে নাম এসেছে, আমি কবে ভর্তি হতে পারব?

উত্তর: মেধা তালিকায় চান্স প্রাপ্তরা আগামী  ১৭/১২/১৮ ইং থেকে ৩১/১২/১৮ ইং তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম  সম্পন্ন করতে পারবেন ।

প্রশ্ন: ভর্তির সময় কি কি কাগজ পত্র সাথে আনতে হবে ?

এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র ও মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট)

৬ কপি সত্যায়িত ছবি (পাসপোর্ট সাইজ)
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র
মূল নাগরিক সনদপত্র

প্রত্যেকটি সনদপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট (মার্কশিট) এর চার কপি করে সত্যায়িত কপি।

প্রশ্ন: এসব ছাড়াও কি আরো কোন কাগজপত্র লাগবে ?

উত্তর: হ্যাঁ লাগবে , নাগরিক সনদপত্র, জন্মসনদপত্রের  চার কপি করে সত্যায়িত কপি।

সাথে অবশ্যই অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি রাখবেন । কারন কোন কোন প্রতিষ্ঠান চেয়ে বসতে পারে।

প্রশ্ন: ভর্তির হতে কত টাকা লাগতে পারে ?

উত্তর: সব প্রতিষ্ঠানের ভর্তি ফি সমান নয় । তবে সর্বোচ্চ ১৫ থেকে ১৬ হাজার টাকার মত লাগবে ।

কারণ কিছু প্রতিষ্ঠান ভর্তির সময় পুরো কোর্স ফি নিয়ে নেয় আবার কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় পরপর কোর্স ফি নেয় ।

প্রশ্ন: ভর্তির জন্য কোথায় এবং কিভাবে  স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে?

উত্তর:  যেদিন ভর্তি হতে আসবেন  সেদিনই  স্বাস্থ্য পরীক্ষা করানো হবে । 

স্বাস্থ্য পরীক্ষা করাতে কিছু সময় লাগে । তাই আগে থেকে যথেষ্ঠ সময় নিয়ে আসবেন ।

স্বাস্থ্য পরীক্ষা যেসব টেস্ট গুলো করানো হয় –

X-ray Chest P/A view

HBs (Ag)

Hb%

Blood grouping

Urine R/M/E

প্রশ্ন: যারা ২০১৮ সালে এইচএসসি পাস করেছে, তাদের কাছে তো এইচএসসির মূল সনদপত্র নাই তাহলে তারা কি করবে ?

উত্তর: আপনি আপনার সংশ্লিষ্ট বোর্ড থেকে সাময়িক সনদপত্র তুলতে পারবেন  এবং ভর্তির সময় তা দিয়ে কাজ চালাতে পারবেন ।

প্রশ্ন: যারা ওয়েটিং লিষ্ট এ আছে   তারা কি ভর্তি হতে পারবে?

উত্তর: যদি ভর্তি সম্পন্ন হওয়ার পরও আসন শূন্য থাকে তাহলে আনুমানিক ৫/৬ জানুয়ারির দিকে ওয়েটিং লিষ্ট  রেজাল্ট  প্রকাশ করা হবে ।

বাংলাদেশের নার্সিং ইনস্টিটিউট/ কলেজ ও মিডওয়াইফারি ইনস্টিটিউটের তালিকা নীচে ক্লিক করে ডাউনলোড করুন

 

Download PDF

 

নার্সিং ভর্তি তথ্য

নার্সিং ভর্তি বিষয়ক কিছু সাধারন প্রশ্ন ও উত্তর

বিগত সালের নার্সিং প্রশ্ন | নার্সিং প্রশ্ন সমাধান | নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2021 | নার্সিং ভর্তি গাইড pdf download | নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ | বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন pdf | নার্সিং ভর্তি পরীক্ষা ২০২০ ২১ | নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 | নার্সিং পড়ার যোগ্যতা

Check Also

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – NU Honours 3rd Year Result 2024: অ্যাকাডেমিক কাউন্সিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.