কায়কোবাদ

কায়কোবাদ

➡️কবি কায়কোবাদ এর প্রকৃতনাম – কাজেম আল কোরেশী।

➡️তিনি পুরান ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন।

➡️তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি।

➡️তিনি বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে প্রথম মহাকাব্যের রচয়িতা। তাঁর মহাকাব্যের নাম- মহাশ্মশান।

➡️ ‘মহাশ্মশান’ মহাকাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত।

➡️কবি কায়কোবাদ এর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থের নাম – বিরহ-বিলাপ (কবির মাত্র তের বছর বয়সে প্রকাশিত হয় গ্রন্থটি)।

➡️কবি কায়কোবাদ এর গীতিকাব্যের নাম: অশ্রুমালা।

📒তাঁর রচিত অন্যান্য উল্লেখযােগ্য কাব্যগ্রন্থসমূহঃ শিবমন্দির,
কুসুমকানন,
অমিয়ধারা।

📒কিছু প্রশ্ন 

➡️প্র : কবি কায়কোবাদের জন্ম কত সালে?
উ : : ১৮৫৭ সালে।

➡️প্র : তার জন্ম কোথায় হয়?
উ : আগলা। পূর্বপাড়া গ্রাম, নবাবগ্জ, ঢাকা।

➡️প্র : তিনি মূলত কি ছিলেন?
উ: কবি।

➡️প্র : কোন কোন কবির কাব্যপ্রভাব তার উপর বেশি ছিল?
উ : হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও নবীনচন্দ্র সেন।

➡️প্র : তাঁর কবিত্ব শক্তির বিকাশ ঘটে কোন কাব্য রচনা করে?
উ : মাত্র তের বছর বয়সে বিরহ-বিলাপ (১৮৭০) লিখে। এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

➡️প্র : তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ দুটো কি কি?
উ: গীতিকাব্য: অশ্রুমালা
(১৮৯৫),
মহাকাব্য: মহাশ্মশান (১৯০৫)।

➡️প্র: বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচয়িতা কে?
উ : কায়কোবাদ।

➡️প্র : বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা কে?
উ : কায়কোবাদ।

 ➡️প্র : কোন ঘটনা অবলম্বনে মহাশ্মশান’ কাব্য রচিত হয়?
উ : পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে।

➡️প্র: তাঁর অন্যান্য কাব্যগ্রন্থের নাম লেখ।
উ : “কুসুমকানন (১৮৭৩),
‘শিবমন্দির(১৯২১),
অমিয়ধারা (১৯২৩) প্রভৃতি

➡️প্র: নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক ১৯৩২-এ কোন উপাধিগুলাে তিনি পান?
উ : ‘কাব্যভূষণ’, ‘বিদ্যাভূষণ’ ও সাহিত্যেরত্ব।

➡️প্র : তিনি কলকাতায় অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম
সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতিত্ব করেন কত সালে?
উ : ১৯৩২ সালে ।

➡️প্র : তাঁর মৃত্যুতারিখ লেখ।
উ : ২১শে জুলাই, ১৯৫১।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …