গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Village Police (Mahalladar) Job Circular

গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Village Police (Mahalladar) Job Circular 2023: স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৬ মে ২০১৫ তারিখের প্রজ্ঞাপন (এস. আর.ও নং ৮৯ আইন/২০১৫ এবং ০৩ জুলাই ২০১৭ খ্রি. তারিখের প্রজ্ঞাপন (এস.আর, ও নং-২৩২-আইন/২০১৭) মোতাবেক রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদসমূহের সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রামপুলিশ (মহল্লাদার) পদে সরাসরি লোক নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামগ্রামপুলিশ (মহল্লাদার)
ওয়েবসাইট

https://pirgacha.rangpur.gov.bd

পদ সংখ্যা০৭ টি
খালি পদ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা৮ম শ্রেণি
আবেদনের শেষ তারিখ০৭ ডিসেম্বর, ২০২৩
আবেদনের ঠিকানাআবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা, রংপুর বরাবরে আগামী ০৭/১২/২০২৩ খ্রি. তারিখে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে পৌছাইতে হবে।

আরো দেখুনঃ চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ ২০২৩

আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, ইউনিয়নের নাম, ওয়ার্ড নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, অনলাইন জন্ম সনদ নম্বর, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ধর্ম, জন্ম তারিখ, বয়স (০৭/১২/২০২৩ খ্রি. তারিখ অনুযায়ী) অভিজ্ঞতা (যদি থাকে), পোষ্য সংক্রান্ত (যদি থাকে) ইত্যাদি উল্লেখপূর্বক স্ব-হস্তে লিখিত আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা, রংপুর বরাবরে আগামী ০৭/১২/২০২৩ খ্রি. তারিখে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে পৌছাইতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Check Also

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DMLC Circular Job news 2025

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি DMLC Circular Job news 2025

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Department of Military Lands and Cantonments DMLC …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.