গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Village Police (Mahalladar) Job Circular 2023: স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৬ মে ২০১৫ তারিখের প্রজ্ঞাপন (এস. আর.ও নং ৮৯ আইন/২০১৫ এবং ০৩ জুলাই ২০১৭ খ্রি. তারিখের প্রজ্ঞাপন (এস.আর, ও নং-২৩২-আইন/২০১৭) মোতাবেক রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদসমূহের সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রামপুলিশ (মহল্লাদার) পদে সরাসরি লোক নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| জেলা নাম | উল্লেখিত জেলা |
| প্রতিষ্ঠানের দাতা নাম | গ্রামপুলিশ (মহল্লাদার) |
| ওয়েবসাইট | |
| পদ সংখ্যা | ০৭ টি |
| খালি পদ | ১৩ জন |
| শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেণি |
| আবেদনের শেষ তারিখ | ০৭ ডিসেম্বর, ২০২৩ |
| আবেদনের ঠিকানা | আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা, রংপুর বরাবরে আগামী ০৭/১২/২০২৩ খ্রি. তারিখে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে পৌছাইতে হবে। |
গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ ২০২৩

