টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি, আপনি ইমেজ ফাইল হিসাবে নীচে দেওয়া টিএমএসএস চাকরি বিজ্ঞপ্তি মহাপরিচালক দেখতে হবে। এখানে বিভিন্ন আকর্ষণীয় পোস্ট পজিশন দেওয়া হয়।কিছু পদের জন্য কিছু অভিজ্ঞতারও দরকার। ফ্রেশার হ’ল কিছু অবস্থান প্রয়োগ করতে পারে তবে আপনি দেখতে পারেন ডাইনী আপনার জন্য উপযুক্ত যদি কোনও পদের সাথে আপনার একাডেমিক যোগ্যতা এবং অভিজ্ঞতার সাথে মিল থাকে তবে আমরা আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার পরামর্শ দিই।
TMSS NGO Job Circular 2021 : টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থার IIEM Grand Sector-এর আওতায় ঋণ কার্যক্রমসহ অন্যান্য কর্মসূচিতে পদে জনবল নিয়ােগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপুরণ সাপেক্ষে দরখান্ত আহ্বান করা যাচ্ছে।
tmss new job circular : অপারেশন মনিটরিং টীমু কর্মকর্তা (চুক্তিভিত্তিক)-১২ জন
শিক্ষাগত যােগ্যতা, দায়িত্ব অভিজ্ঞতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী/সমমান। শিক্ষাজীবনে সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেনী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রমে গুণগত ও পরিমাণগত মান বৃদ্ধির লক্ষ্যে গ্যাপ এ্যানালাইসপূর্বিক রিপাের্ট দাখিল করা, পিছিয়ে পড়া শাখা, অঞ্চল, জোন চিহ্নিত করা, মাঠের চাহিদা বিশ্লেষণপূর্বক নতুন Product Desigin, মনিটরিং ও ক্ষেত্রবিশেষে সরাসরি কার্যক্রম বাস্তুবায়ন এবং ব্যবস্থাপনার চাহিদা অনুসারে প্রতিবেদন দাখিল করা। উল্লিখিত দাত্বিসমূহের বাস্তব অভিজ্ঞতাসহ সুপ্রতিষ্ঠিত কোন মাইক্রোফাইন্যান্স পরিচালনাকারী প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ২০টি শাখা পরিচালনা করার ০৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর। বেতন ভাতা: ৪০.০০০-৫০,০০০/- টাকা (আলােচনা সাপেক্ষে) তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অধিক বেতন প্রদান করা হবে।
সহকারী পরিচালক (হিসাব)-SR-৭ম ক্তর-০৮ জন, কর্মস্থল- প্রধান কার্যালয়, ঢাকা।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রী। শিক্ষাজীবনে সকল পর্যায়ে ন্যনতম ২য় বিভাগ/শ্রেনী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। সফটওয়্যার/ম্যানুয়াল ঋণ কার্যক্রম ও হিসাব ব্যবস্থাপনা কাজে ন্যূনতম ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর। বেতন ভাতা: SR-TMSS এর ৭ম ্তর অনুসারে সর্বসাকুল্যে ৩৬,৬৩০/-, শিক্ষানবিশকালে ২৯,৭০০/- টাকা। এছাড়াও চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
TMSS Job Circular 2021 : হিসাব কর্মকর্তা-SR-১১তম ভর-২০ জন
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোক্তর/এমবিএ ডিগ্রী। শিক্ষাজীবনে সকল পর্যায়ে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেনী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। ঋণ কার্যক্রমের হিসাব রক্ষণাবেক্ষণ কাজ ০১ বছরের অভিজ্ঞতার পাশাপাশি এম.এস.ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ভাতা: SR-TMSS এর ১১তম ভর অনুযায়ী সর্বসাকুল্যে ১৬,৮৯৬/-, শিক্ষানবিশকালে ১৩,২০০/- টাকা। এছাড়াও চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
টিএমএসএস জব : খামার ব্যবস্থাপক-০৪ জন। কর্মস্থল: টিএমএসএস বহুমুখী কুষি ফার্ম, সাজাপুর, শাজাহানপুর, বগুড়া। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি/বিএ/সমমান। তবে স্নাতকোত্তর ডিগ্রীধারী ও খামার ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে গবাদী পশু পালনে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। খামারে সার্বক্ষণিক অবস্থান করে দায়িত্ব পালন করতে হবে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর। বেতন ভাতা: সর্বসাকুল্যে ১২,০০০/- টাকা।
টিএমএসএস এনজিও নিয়োগ : ফিল্ড সুপারভাইজার (মাইক্রোফাইন্যান্স)-SR-২১তম ভর-১৫৫০ জন
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/্নাতকোক্তর/সমমান। তবে স্নাতকোত্তর ডিগ্রীধারীদের এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে সরাসরি ঋণ বিতরণ ও আদায় কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল/মােটর সাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় কাজে সম্পৃক্ত থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ভাতা: SR-TMSS এর ২১তম ভ্র অনুযায়ী সর্বসাকুল্যে ২৩,৬৫২/- (ক্রেডিট এ্যালাউন্সসহ) এবং শিক্ষানবিশকালে ১৮,৬৩০/- টাকা।
প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞানসহ ইসলাম ধর্ম ও আদর্শের অনুসারী এবং অধূমপায়ী হতে হবে। ইসলামিক মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে মাঠ পর্যায়ে বাইসাইকেল/মােটর সাইকেল চালিয়ে বিনিয়ােগ বিতরণ ও আদায় কাজে সম্পূৃক্ত থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ভাতা: SR-TMSS ২১তম ভ্তর অনুযায়ী সর্বসাকুল্যে ২৩,৬৫২/- (ক্রেডিট এ্যালাউন্সসহ) এবং শিক্ষানবিশিকালে ১৮,৬৩০/- টাকা।
টিএমএসএস নিয়োগ: প্রশাসনিক কর্মকর্তা (SR-২১তম ভর)-০২ জন। কর্মস্থল: ড. এনামুল হক আর্ট এ্যান্ড কালচারাল একাডেমী , ঠেঙ্গামারা, বগুড়া। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক/সমমান। প্রার্থীর শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ থাকতে হবে। দাপ্তরিক কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। বেতন ভাতা: SR-TMSS ২১তম ভর অনুযায়ী সর্বসাকুল্যে ৮৪৪৮/-এবং শিক্ষানবিশকালে ৬,৬০০/- টাকা। এছাড়াও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন নিয়ম: আগ্রহী প্রার্থীগণকে ০১ ও ০২নং পদের জন্য TMSS এর ওয়েব সাইট tmss-bd.org-এর Career অপশন হতে “Job Application Form” ডাউনলােড পূর্বক যথাযথভাবে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়াও ০৩, ০৪, ০৫, ০৬ ও ০৭নং পদের জন্য সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি, মােবাইল নম্বর ও ই-মেইল এ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে।