কর কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Tax Commissioner Office Job Circular 2022): কর অঞ্চল-খুলনা’র শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্তসাপেক্ষে খুলনা বিভাগের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের দাতা নামঃ কর কমিশনারের কার্যালয়
ওয়েবসাইটঃ https://taxeszone-khulna.com/
আবেদনের শুরু তারিখঃ ১৬ অষ্টোবর, ২০২২
আবেদনের শেষ তারিখঃ ১৪ নভেম্বর, ২০২২
আবেদনের মাধ্যমঃ টেলিটক/অনলাইনে
- জেলাঃ উল্লেখিত জেলা পদে পাশে
- পদ সংখ্যাঃ ০৪ টি।
- খালি পদঃ ২৩ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম/এইচএসসি/স্নাতক।
- আবেদনের ফ্রিঃ ২২৪ টাকা।