এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ – SSC Exam Routine 2021: এসএসসি বা অনুরূপ পরীক্ষার রুটিন ২০২১ আশা করি ২০২১ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত হবে তাই আপনাকে রুটিনটি দেখার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ করবে। এই রুটিনটি যখন ঘোষণা করবে, তখন আমরা আমাদের ওয়েবসাইটেও রুটিন প্রচার করি। কারণ আমরা সর্বদা আমাদের ওয়েবসাইটে সমস্ত আপডেটের সংবাদ প্রকাশ করি।
এসএসসি রুটিন ২০২১ খুব শীঘ্রই শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে । সকল বোর্ডের এসএসসি রুটিন ও পরীক্ষার্থীদের জন্য অন্যান্য গুরুত্বপূর্ন তথ্য আলোচনা করা হল ।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২১
বিগত বছর অর্থাৎ ২০২০ সালের যেসকল শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তাদের সকলকে অটোপ্রমোশনের মাধ্যমে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে তবে এই বছর বাংলাদেশ শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষা নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছে।
কিন্তু অবশ্যই সরকার স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে কড়াকড়ি নির্দেশ জারি করেছে, এজন্য সকল স্বাস্থ্য সুরক্ষার নিয়ম-নীতি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিক্ষা বোর্ড নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে।
- পরীক্ষার নামঃ মাধ্যমিক পরীক্ষা / এস এস সি পরীক্ষা
- রুটিন প্রকাশের সময়ঃ ২৭ সেপ্টেম্বর ২০২১
- পরীক্ষার তারিখঃ ১৪ – ২৩ নভেম্বর ২০২১
- বাংলাদেশ শিক্ষা বোর্ড ওয়েবসাইটঃ www.educationboard.gov.bd
এসএসসি পরীক্ষার তারিখ ও সময়
২০২১ সালের এসএসসির প্রকাশিত রুটিন অনুযায়ী , প্রতিটি বিভাগে মোট তিনটি বিষয়ের উপর নভেম্বরের ১৪ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত পরীক্ষা গ্রহন করা হবে এবং পরীক্ষা সকাল ও বিকাল দুই শিফটে নেওয়া হবে । পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে ০১ ঘন্টা ৩০ মিনিট। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনাে বিরতি থাকবে না।
সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
- সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
- সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
- সকাল ১০.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
- দুপুর ০১.৩০ মি, অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
- দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
- দুপুর ০২.১৫ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ।
এস এস সি পরীক্ষার রুটিন ২০২১
বর্তমানে এসএসসি পরীক্ষা ২০২১ এর জন্য বাংলাদেশ শিক্ষা বোর্ড এখনো কোনো সময়সূচি প্রকাশ করেনি। কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের দাখিল পরীক্ষা ২০২১ এর নোটিশ প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। অতীত থেকে এই দুটি পরীক্ষা (এস এস সি এবং দাখিল) প্রতি বছর একই সময়ে হয়ে এসেছে । এবছরও সর্বশেষ এস এস সি পরীক্ষার রুটিন ২০২১ অনুসারে নভেম্বর মাসের মাঝামাঝি সময় অর্থাৎ ১৪-২৩ নভেম্বর এস এস সি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ (ssc-exam-routine-2021-update) নিচে দেয়া দেওয়া হলো। এসএসসি সমমান পরীক্ষা ২০২১ ,নভেম্বর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। সকল বোর্ড ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর, মাদ্রাসা বোর্ড এবং বাংলাদেশ টেকনিক্যাল শিক্ষা বোর্ড এসএসসি ও সমমানের পরীক্ষা একসাথে চলবে । এবারও প্রতিটি বোর্ডের প্রশ্নপত্রটি অভিন্ন হবে।
বিজ্ঞপ্তি দেখুনঃ
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী
যেহেতু দেশে করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে সেহেতু প্রত্যেক শিক্ষার্থীকে বিশেষ কিছু নির্দেশনাবী মেনে চলতে হবে । যেমন-
☐ কোভিড-১৯ অতিমারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
☐ পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
☐ পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করবে।
☐ ২০১৭-২০১৮,২০১৮-২০১৯,২০১৯-২০২০,২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
☐ পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রােল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত
দাখিল পরীক্ষার রুটিন ২০২১
যেহেততু সকল স্কুল এবং কলেজ এখন লকডাউনের পর খুলে দেওয়া হয়েছে, তাই এ সুযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা ২০২১ এর সময়সূচি ঘোষণা করে দিয়েছে। করোনা মহামারীর কারণে তারা সময়মতো পরীক্ষা নিতে পারেনি। ২৩শে সেপ্টেম্বর ২০২১ সালের বৃহস্পতিবার পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। নিম্নে দাখিল পরীক্ষার রুটিন সম্পর্কে কিছু সাম্প্রতিক তথ্য দেওয়া হলঃ
- সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে।
- মোট তিন দিনে এই পরীক্ষা হবে।
- দাখিল পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর ২০২১।
- প্রথম দিন ১৪ নভেম্বর কোরআন মাজিদ ও তাজভিদ এবং পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা হবে।
- দ্বিতীয় দিন ১৮ নভেম্বর হবে হাদিস শরিফের পরীক্ষা।
- শেষদিন ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মুজাব্বিদ গ্রুপ) এবং তাজভিদ (হিফজুল কোরআন গ্রুপ) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
SSC Exam Routine 2021
এস এস সি রুটিন ২০২১ | SSC Exam 2021 | এসএসসি পরীক্ষার রুটিন ২০২১ | ২০২১ সালের এসএসসি পরীক্ষার রুটিন | 2021 সালের ssc পরীক্ষার রুটিন | ssc পরীক্ষার রুটিন ২০২১ | ২০২১ সালের দাখিল পরীক্ষার রুটিন | কারিগরি শিক্ষা বোর্ড রুটিন | দাখিল রুটিন ২০২১ | SSC Exam Routine | দাখিল পরীক্ষার রুটিন ২০২১, ssc পরীক্ষার রুটিন ২০২১ সালের | ssc রুটিন 2021 | এসএসসি পরীক্ষা ২০২১ কবে হবে | ২০২১ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী | ২০২১ সালের এসএসসি পরীক্ষা কবে হবে | এসএসসি পরীক্ষা ২০২১ কি হবে | এস এস সি পরীক্ষা ২০২১ কবে হবে | এস এস সি পরীক্ষার রুটিন ২০২১