সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SEHEO NGO Job Circular

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সোসিও ইকোনোমিক হেলথ্ এডুকেশন অর্গানাইজেশন SEHEO/সিও, ঝিনাইদহ। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদপ্রাপ্ত, সনদ নম্বর ০১৮২৬- ০১৬৬৮-০০৫৩২ জাতীয় পর্যায়ের একটি বেসরকারী স্বেচ্ছাসেবী মানব কল্যাণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠির উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে ঋণ কর্মসূচী অন্যতম। সংস্থার প্রধান কার্যালয় সহ কর্ম এলাকা সম্প্রসারণের জন্য ঋণ কর্মসূচীতে দীর্ঘসময় যুক্ত থেকে কাজ করার মানসিকতা সম্পন্ন যোগ্য ও পরিশ্রমী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহব্বান করা যাচ্ছে।

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামসিও এনজিও
ওয়েবসাইটhttps://seheobd.org
পদ সংখ্যা২০ টি
খালি পদ৮৩৭ জন 
শিক্ষাগত যোগ্যতাজেএসসি/স্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা৩০ বছর
আবেদন শেষ তারিখ১০ নভেম্বর ২০২২
আবেদনের মাধ্যমডাকযোগে

সিও এনজিও নিয়োগ ২০২২

পদের নামঃ সহকারি পরিচালক
পদ সংখ্যাঃ ০২ টি।

পদের নামঃ জেনারেল ম্যানেজার
পদ সংখ্যাঃ ০৬ টি।

পদের নামঃ আঞ্চলিক ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ১২ টি।

পদের নামঃ সিনিয়র শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৪০ টি।

পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৬৫ টি।

পদের নামঃ এবিএম
পদ সংখ্যাঃ ৩০ টি।

পদের নামঃ জেনারেল হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ০৪ টি।

পদের নামঃ আইটি অফিসার
পদ সংখ্যাঃ ০৩ টি।

পদের নামঃ অডিট ও মনিটরিং অফিসার
পদ সংখ্যাঃ ১৫ টি।

পদের নামঃ শাখা হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ১৫ টি।

পদের নামঃ সহকারি শাখা হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ৬৫ টি।

পদের নামঃ সিনিয়র ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ২৫০ টি।

পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ২৫০ টি।

পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ২০০ টি।

পদের নামঃ স্টোর কিপার
পদ সংখ্যাঃ ০২ টি।

পদের নামঃ ডকুমেন্টেশন অফিসার
পদ সংখ্যাঃ ০২ টি।

পদের নামঃ ড্রাইভার
পদ সংখ্যাঃ ০৩ টি।

পদের নামঃ বাবুর্চি
পদ সংখ্যাঃ ০৩ টি।

পদের নামঃ এমএলএসএস
পদ সংখ্যাঃ ০৫ টি।

পদের নামঃ আয়া
পদ সংখ্যাঃ ০৪ টি।

আবেদন পত্র আগামী ১০-১১-২০২২ইং তারিখের মধ্যে পরিচালক- মানবসম্পদ বিভাগ “সিও টাওয়ার” সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০ বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্র সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে।

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

SEHEO NGO Job Circular 2022

চাকুরীর সুবিধা সমুহঃ নিয়োগ প্রাপ্তগণদের পদমর্যাদা অনুযায়ী নির্ধারিত বেতন ছাড়াও ফুয়েল বিল, মোবাইল বিল ও আবাসিক সুবিধা প্রদান করা হবে। শিক্ষানবিশকাল সন্তোষজনক ভাবে শেষ হলে স্থায়ী করণ করা হবে। চাকুরী স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, পিএফ. গ্রাচুইটি, মৃত্যু বা দুর্ঘটনা ঝুঁকি, কর্মী কল্যাণের সুবিধা, ২টি উৎসব বোনাস, মোটর সাইকেল ও ল্যাপটপ ঋণ সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনকারীকে অভিজ্ঞতা সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্য সনদের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা ২ কপি রঙ্গীন পাসপোর্ট সাইজের ছবি, কর্মরত প্রতিষ্ঠানের নিয়োগ পত্র, যোগদান পত্র, পদোন্নতি পর, বদলীর আদেশ, ছাড়পত্র ও যদি বেতন সীটের ফটোকপি থাকে তাহলে সংযুক্ত করে ব্যবহৃত মোবাইল নম্বর সহ আবেদন করতে হবে।

ক্রমিক নম্বর ১ থেকে ৩ নম্বর পর্যন্ত ৩০০/-টাকা, ৪ থেকে ১ নম্বর পর্যন্ত ২০০/-টাকা, এবং ১০ থেকে ১৬ নম্বর পদে ১০০/-টাকা, সিও, সোনালী ব্যাংক লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর ২৪০৭০০১৩৭০৭৪ অথবা নিও, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঝিনাইদহ শাখা চলতি হিসাব নম্বর ২০৫০১৪৫০১০০০৫৭০১২ এ রেজিস্ট্রেশন ফি অন লাইনের মাধ্যমে জমা করতে হবে এবং অন লাইন জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে, অন্যথায় আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে। পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

সিও এনজিও নিয়োগ

আবেদন পত্র আগামী ১০/১১/২০২২ইং তারিখের মধ্যে পরিচালক- মানবসম্পদ বিভাগ “সিও টাওয়ার” সার্কিট হাউজ রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ-৭৩০০ বরাবর স্বহস্তে লিখিত আবেদন পত্র সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে। নিয়োগ সংক্রান্ত তথ্য দেখা যাবে www.seheobd.org, www.facebook.com/seheo, নিয়োগ পরীক্ষার জন্য যোগাযোগের মাধ্যম টেলিফোন ০২৪৭৭৭৪৭০২/02879789000, মোবাইল নম্বর ০১৯০৭-০৯৪০৫২/০১৯০৭-০৯৪০৫৩।

নিয়োগ পরীক্ষা ব্যতীত কোন নিয়োগ দেওয়া হবে না। সংস্থার প্রয়োজনে যে কোন জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার সুপারিশ গ্রহনযোগ্য হবেনা, চাকুরীর প্রলোভনে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিকাশ বা নগদে কোন প্রকার লেনদেন করবেন না, করলে সিও সংস্থা দ্বায়ী থাকবেনা।

সিও এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

 

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.