সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- Socio Economic Banking Association Job Circular 2022: ০৫ টি পদে ৬৬০ জনকে নিয়োগ প্রকাশ করেছে সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে/ কুরিয়ার সার্ভিস/সরাসরি আবেদন করতে পারবে। সকল চাকরির খবর আপডেট পেতে ভিজিট করুন priojob.com।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন |
অফিসিয়াল ওয়েবসাইট | https://seba-bd.org |
পদ সংখ্যা | ০৫ টি |
খালি পদ | ৬৬০ জন |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতকোত্তর ডিগ্রী |
আবেদন পত্র প্রেরণ এর ঠিকানা | বরাবর পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ) সেবা সংস্থা, প্রধান কার্যালয় সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল। |
আবেদনের শেষ তারিখ | ১৫ মে, ২০২২ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে/ সরাসরি |
আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর
সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন নিয়োগ ২০২২
সোসিও ইকোনমিক ব্যাংকিং এসোসিয়েশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) MRA সনদ (সনদ নং-০১১৫১-০০১৪১-০০২৮৭) প্রাপ্ত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমানে ১২৭টি শাখাসহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ/মহিলা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রার্থীদের আগামী ১৫.০৫.২০২২ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত জমা দেয়ার জন্য আহ্বান করা যাচ্ছে।
পদের নামঃ এরিয়া ম্যানেজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ সর্বসাকুল্যে ৪৩,০০০ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
পদের নামঃ ব্রাঞ্চ ম্যানেজার (পুরুষ)
পদ সংখ্যাঃ ৫০ টি
বেতনঃ সর্বসাকুল্যে ৩৪,৩৯৫ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী। ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
পদের নামঃ এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ১০ টি
বেতনঃ সর্বসাকুল্যে ২৩,৩৩৩ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী।
পদের নামঃ কমিউনিটি ম্যানেজার-A (মাঠকর্মী) (পুরুষ/ মহিলা)
পদ সংখ্যাঃ ২০০টি
বেতনঃ সর্বসাকুল্যে ২২,৮৬৫ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী।
পদের নামঃ কমিউনিটি ম্যানেজার-B (মাঠকর্মী) (পুরুষ/ মহিলা)
পদ সংখ্যাঃ ২৫০টি
বেতনঃ সর্বসাকুল্যে ২২,৩১৪ টাকা
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী। দুই বছরের অভিজ্ঞতা।
আবেদন পদ্ধতিঃ প্রার্থীকে স্বহস্তে লিখে ডাকযোগে/সরাসরি আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি/ জন্ম নিবন্ধন এর ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র সেবা সংস্থার নিকটস্থ যে কোন শাখায় জমা দেয়া যাবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ
SEBA Job Circular 2022
আবেদন পত্র প্রেরণ এর ঠিকানাঃ
বরাবর পরিচালক প্রশাসন (মানবসম্পদ বিভাগ) সেবা সংস্থা, প্রধান কার্যালয় সেবা টাওয়ার, বিশ্বাস বেতকা, টাঙ্গাইল।
অন্যান্য শর্তাবলীঃ
- নিজস্ব মোটরসাইকেল ও বৈধ লাইসেন্স থাকতে হবে।
- ১ নং পদের জন্য ২০,০০০ টাকা, ২ নং পদের জন্য ১৫,০০০ টাকা এবং ৩-৫ নং পদের জন্য ১০,০০০ টাকা, জামানত রাখতে হবে (চাকরি শেষে ফেরত যোগ্য)।
- সকল পদের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল জানা বাধ্যতামূলক।
শর্তাবলীঃ (১) প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্বের সনদ ও অভিজ্ঞতার সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। (২) শিক্ষানবিশকাল ছয় মাস সন্তোষজনকভাবে উত্তীর্ণ স্টাফদের চাকুরী স্থায়ীকরণসহ বছরে ৩টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল ও অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল,
দুরত্ব ভাতা, ৰাণিজ্যিক ভাতা, মোটরসাইকেল ও বাই-সাইকেল মেরামত, ট্রাভেলিং ও ডেইলী এলাউন্স, ছুটির সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট ও ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে। (৩) ১, ২ ও ৩ নং পদের ক্ষেত্রে নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। (৪) ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে অনভিজ্ঞদের ১ মাস প্রশিক্ষণকাল ধরা হবে। (৫) ১ নং পদের ক্ষেত্রে ২০,০০০/- টাকা, ২ নং পদের ক্ষেত্রে ১৫,০০০/- টাকা এবং ৩, ৪ ও ৫ নং পদের ক্ষেত্রে ১০,০০০/ টাকা জামানত বাধ্যতামূলক, যা চাকুরী শেষে ফেরতযোগ্য।
(৬) দরখাস্তে ২টি সচল মোবাইল নম্বর দিতে হবে। (৭) সকল পদের ক্ষেত্রে ২জন প্রকৃত জামিনদাতাসহ প্রার্থীকে ৩০০/-টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। (৮) সাক্ষাৎকারের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। (৯) সকল পদের ক্ষেত্রে Microsoft Office Program, Internet Browsing, Email জানা আবশ্যক। উল্লেখ্য, আবেদনপত্রের সাথে করোনার টিকা সনদের ফটোকপি যুক্ত করতে বলা হলো।