রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২১ঃ ভর্তি পরীক্ষা 2020-2021 ইউনিট A পরীক্ষা 5 অক্টোবর 2021 এ অনুষ্ঠিত হয়েছিল। গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 হিসাবে যথাক্রমে সকাল 9.30 থেকে বিকাল 3 টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি ক্লাস্টার সিস্টেমে পরীক্ষা নেয়, RU তাদের পরীক্ষা নেয় আগের বছরের মতো তাদের পরীক্ষাগুলি শারীরিকভাবে চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়। এজন্য অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান
RU ভর্তি পরীক্ষা 2020-2021 ইউনিট A পরীক্ষা 5 অক্টোবর 2021 এ অনুষ্ঠিত হয়েছিল। গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 হিসাবে যথাক্রমে সকাল 9.30 থেকে বিকাল 3 টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি ক্লাস্টার সিস্টেমে পরীক্ষা নেয়, RU তাদের পরীক্ষা নেয় আগের বছরের মতো তাদের পরীক্ষাগুলি শারীরিকভাবে চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়। এজন্য অনেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক।
বিশ্ববিদ্যালয়ের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)
ভর্তির নাম: স্নাতক ভর্তি পরীক্ষা
ভর্তির বছর: 2020-2021
ইউনিটের নাম: A (KA) ইউনিট
একটি ইউনিট ভর্তি পরীক্ষার তারিখ: 05 অক্টোবর 2021
রাজশাহী বিশ্ববিদ্যালয় নীচে থেকে একটি ইউনিট ভর্তি প্রশ্ন সমাধান 2021:
১. কবি সুকান্ত ভট্টাচার্য কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ গোপালগঞ্জ জেলা
২. ‘মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম’ কথাটি কে কোন রচনায় বলেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম তাঁর আমার পথ রচনায়
৩. নিচের কোনটি শুদ্ধ বানান?
উত্তরঃ স্বায়ত্তশাসন
৪. অনুযোগ শব্দের অর্থ কী?
উত্তরঃ নালিশ
৫. ‘স্বর্ণময় পত্র’ কোন ধরণের বিশেষণ?
উত্তরঃ উপদানবাচক বিশেষণ
৬. সমীভবন কি?
উত্তরঃ দুটো ব্যঞ্জনের এক রকম হওয়া
৭. বরেন্দ্র জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয় কত সালে?.
উত্তরঃ ১৯১০ সালে
৮. সাম্য শব্দের অর্থ কি?
উত্তরঃ সমতা
৯. বাংলা ভাষায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৩২টি
১০. ‘যেমন কর্ম তেমন ফল’ এখানে যেমন ও তেমন শব্দ দুটি কোন সর্বনাম?
উত্তরঃ সাপেক্ষ সর্বনাম
১১. দীপ্যমান এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তরঃ দীপ্ + শান্চ
১২. বড়দিদি থেকে আগত বড়দি শব্দে ঘটেছে কোন ধরণের ধ্বনি পরিবর্তন?
উত্তরঃ বর্ণচ্যুতি
১৩. ‘যজ্ঞ’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ যজ্ + ন
১৪. নিচের কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ সরীসৃপ
১৫. “তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি”- এটি কোন শ্রেণীর বাক্য?
উত্তরঃ যৌগিক
১৬. ইসলামী রেনেসাঁর কবি কাকে বলা হয়?
উত্তরঃ ফররুখ আহমদ
১৭. অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছের কোন খণ্ডে রয়েছে?
উত্তরঃ ৩য়
১৮. কুয়াশা শব্দের প্রতিশব্দ হচ্ছে?
উত্তরঃ কুহেলি
১৯. ইচ্ছা শব্দের বিশেষণ কোনটি? উত্তরঃ ঐচ্ছিক
২০. অর্ণব শব্দের অর্থ কি? উত্তরঃ সমুদ্র
২১. উড্ডীয়মান এর সন্ধি বিচ্ছেদ? উত্তরঃ উৎ + ডীয়মান
২২. করণ কারকে এ বিভক্তির উদাহরণ কোনটি? উত্তরঃ এই বলপেনে ভাল লেখা হয়
২৩. সমাসবদ্ধ দীর্ঘ শব্দটিকে বলা হয়? উত্তরঃ সমস্তপদ
২৪. রাজবন্দীর জবানবন্দী কে রচনা করেছেন? উত্তরঃ কাজী নজরুল ইসলাম
২৫. Which of the following is the synonym of ‘Reticent’?
উত্তরঃ Secretive
৪৯. বাংলা ভাষার ১ম সার্চ ইঞ্জিন (Search Engine) কোনটি?
উত্তরঃ পিপীলিকা
৫০. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি
৫১. বায়ূমণ্ডলের ২য় স্তরটির নাম কি?
উত্তরঃ স্ট্রাটোমণ্ডল
৫২. এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন?
উত্তরঃ কমে
৫৩. ৫ ও ৯৫ এর মধ্যে ৫ ও ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি?
উত্তরঃ ৬ টি
৫৪. বাংলামতি কি?
উত্তরঃ এক প্রকার ধান
৫৫. বাংলাদেশ ১ম কোন দেশের সাথে টেস্ট ম্যাচ খেলে?
উত্তরঃ ভরতের সাথে [২০০
৫৭. জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
উত্তরঃ পর্তুগাল
৫৮. জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
উত্তরঃ ৪৬তম
৫৯. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
উত্তরঃ পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়, বগুড়া)
৬০. লিরা কোন দেশের মুদ্রার নাম?
উত্তরঃ তুরস্ক
৬১. দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন কে?
উত্তরঃ ব্রেইল
৬২. সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? উত্তরঃ শেখ নিয়ামত আলী শাকের
৬৩. মৌজা কী?
উত্তরঃ গ্রাম
৬৪. ‘To be or not to be that is the question’ এই উক্তিটি শেক্সপিয়রের কোন নাটকে পাওয়া যায়?
উত্তরঃ হ্যামলেট [Hamlet]
৬৫. বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে?
উত্তরঃ ১৯৯৯ সালে
৬৬. টোকাই কার্টুন চরিত্রটি কোন শিল্পীর আঁকা?
উত্তরঃ শিল্পী রফিকুন নবী [রনবী]
৬৭. মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কি?
উত্তরঃ গাজী মিয়াঁ
৬৮. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?
উত্তরঃ ৭ এপ্রিল
RU A Unit Admission Question Solution 2021