পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৩ | PSB Exam Question Solution

পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৩ -(Palli Sanchay Bank PSB Exam Question Solution 2023): বাংলাদেশ পল্লী আকুমিক ব্যাংক বেশ কিছুদিন আগে বিভিন্ন পদে অনলাইনের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর, যারা অনলাইনে আবেদন করেছেন তাদের অবশ্যই আজ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে আপনি যদি প্রতিটি প্রশ্নের উত্তর দেখতে চান তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পর্বে আমরা পিএইচডি অফিস সহকারীর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি।

পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৩

পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২৩

বাংলা সমাধানঃ 

১. অর্থসহ বাক্য রচনা করুন। 

ক. ঢাকের কাঠি =  মোসাহেব বা তোষামুদে = সমাজে সুমনের মত ঢাকের কাঠির অভাব নেই। 

খ. ঝাঁকের কই = একই দলের লোক = স্বার্থ ফুরালে ঝাঁকের কই ঝাঁকেই ফিরে আসে এটাই সমাজের নীতি। 

গ. বিড়ালের আড়াই পা = বেহায়াপানা = হাজার বকলেও লাভ নেই, সুমনের হচ্ছে বিড়ালের আড়াই পা। 

ঘ. নিরানব্বই এর ধাক্কা = সঞ্চয়ের প্রবৃত্তি = বাপের এমনই নিরানব্বইয়ের ধাক্কা যে, একমাত্র ছেলের অসুখের পিছনেও একটি পয়সাও খরচ করলো না।

ঙ. শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ = এখন আমার শিরে সংক্রান্তি, ঐ বারোয়ারী ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় আমার নেই।

পল্লী সঞ্চয় ব্যাংক লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান

২। এক কথায় উত্তর লিখুন। 

ক. ‘পঞ্চভূত’ এর রচয়িতা কে? 

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর  

খ. কাজী নজরুল ইসলাম এর প্রথম কাব্যগ্রন্থের নাম কি?

উত্তরঃ অগ্নিবীণা 

গ. ‘কবর’ নাটকের রচয়িতা কে?

উত্তরঃ মুনীর চৌধুরী।

ঘ. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের রচয়িতা কে? 

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

ঙ. ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।” উক্তিটি কার? 

উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল কাব্যে’র ঈশ্বরী পাটনীর। 

৩। ‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ে ১০ টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন। 

স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ ডিসেম্বর ২০২২ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (BICC) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সর্বপ্রথম ‘স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব এবং বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ।’

তখন থেকেই দেশের সর্বস্তরের মানুষের কাছে “স্মার্ট বাংলাদেশ” একটি প্রত্যয়, একটি স্বপ্নে পরিণত হয়। ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। এগুলো হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার আর স্মার্ট সমাজ। স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে।

আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩০ সদস্য বিশিষ্ট “স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে। এ টাস্কফোর্সের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাকি ২৯ জন সদস্য।  স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি সাধিত হবে বলে আশা করা যাচ্ছে।

PSB Exam Question Solution 2023

৪। Write an application for the post of Supervisor in the ‘XYZ’ Company. 

To: Human Resource Manager

From: Sumon Hasan

Subject: Application for Supervisor Position in the ‘XYZ’ Company.

Dear Sir,

I am writing to apply for the Supervisor position with ‘XYZ’ Company. With over Five years of experience in customer service, management, and team leadership, I possess the skills and knowledge to effectively lead employees and ensure that company goals are achieved. Most recently, I served as a Supervisor at City Group, where I was responsible for managing a team of 20 customer service professionals.

In this role, I oversaw the day-to-day operations of the customer service department, ensuring that customer inquiries were addressed in a timely and efficient manner. My team consistently met and exceeded all customer service goals and I was praised by upper management for my leadership skills and ability to motivate and inspire my team. In addition to my management experience, I also have a strong background in customer service.

I am skilled in problem-solving, conflict resolution, and customer service techniques. I am also highly organized and a great communicator, which helps me to effectively manage multiple tasks and projects.

I am confident that my experience and skills make me an ideal candidate for the Supervisor position. I am eager to contribute to the success of ‘XYZ’ Company and I look forward to discussing how I can be an asset to your team.

Thank you for your time and consideration. I have attached my resume and look forward to hearing from you.

Sincerely,

Sumon Hasan

৫। ইংরেজিতে অনুবাদ করুন। 

ক. রহিম ফুটবল খেলে। 

উত্তরঃ Rahim plays football. 

খ. এখন সময় দশা বাজতে দশ মিনিট বাকি। 

উত্তরঃ It is ten minutes to ten o’clock now. 

গ. দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। 

উত্তরঃ It has been raining cats and dogs for two hours. 

ঘ. পল্লী সঞ্চয় ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক। 

উত্তরঃ Palli Sanchay Bank is a specialized bank. 

ঙ. পানি ১০০ ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রায় ফোটে। 

উত্তরঃ Water boils at 1000 centigrade. 

৬। Fill in the blanks. 

ক. The Principal made an enquiry ___ the case.

উ.  into 

খ. I can give you no assurance __ help.

উ.  of 

গ. ___ do you spell your surname?

উ.  how 

ঘ. The noun form of the word ‘Fortunate’ is –

উ.  fortune 

ঙ. May Allah help you ! It is an ___ sentence.

উ.  Optative 

৭। ৮০,০০০ টাকা ১০% সরল সুদে এক বছরে ১২ কিস্তিতে সুদ ও আসল পরিশোধ করলে প্রতি কিস্তিতে কত টাকা পরিশোধ করতে হবে?

উত্তরঃ ৭৩৩৩.৩৩ টাকা ( প্রায়) 

৮। একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চার দৈর্ঘ্য ৩.৫০ মিটার, প্রস্থ ১.৫০ মিটার হলে চৌবাচ্চাটির গভীরতা কত?

উত্তরঃ ১.৫২ মি. (প্রায়) 

৯। ৮০০ টাকায় একটি শার্ট কিনে ১০০০ টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে?

উত্তরঃ ২৫%

১০।  a + b = 13, a – b= 3 হলে a2 + b2 এর মান কত? 

উত্তরঃ 89

১১। সংক্ষেপে উত্তর দাও। 

ক. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?

উ. ১০ জানুয়ারি। 

খ. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম লিখুন।

উ. ক্যাপ্টেন এম. মনসুর আলী। 

গ. আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারি- গানটির রচয়িতা কে?

উ. আব্দুর রউফ তালুকদার 

ঘ. বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এর নাম লিখুন।

উ. আব্দুর রউফ তালুকদার। 

ঙ. দুটি ইন্টারনেট ব্রাউজার এর নাম লিখুন।

উ. Firefox, Chrome . 

চ. SWIFT এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উ. লা হুল্পে, বেলজিয়াম। 

ছ. সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে?

উ. বিকিরণ পদ্ধতিতে। 

জ. কম্পিউটারের তিনটি ইনপুট ডিভাইসের নাম লিখুন।

উ. মাউস,কী-বোর্ড, স্ক্যানার। 

ঝ. একটি পূর্ণাঙ্গ E-mail ID লিখুন। 

উত্তরঃ kamrulsan101@gmail.com 

ঞ. বাংলাদেশের ছয় লেন বিশিষ্ট সেতু কোনটি?

উ. মধুমতি সেতু (কালনা), গোপালগঞ্জ। 

Palli Sanchay Bank Exam Question Solution 2023

আমরা জানি আজ অফিস সহকারীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার মোট ১২টি কেন্দ্রে একযোগে পিএসবি অফিস সহকারী চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে এক লাখ ৮৫ হাজার ৮৩৭ জন পরীক্ষার্থী অংশ নেন। যার বিপরীতে শূন্য পদ ছিল মাত্র ৪৯২টি।

পরীক্ষার পর সবার কাছ থেকে প্রশ্নপত্র নেওয়া হয়েছে যার কারণে তারা প্রশ্নের উত্তর তুলনা করতে পারছে না। তাই আমরা কেউ কেউ অফিস সহকারী প্রশ্নপত্র কবে প্রকাশ করব তা জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমরা আমাদের ঘোষণা ঘোষণা করছি এবং PSB অফিস সহকারী MCQ প্রশ্ন ও উত্তর PDF ফাইল ফরম্যাটে প্রকাশ করছি।

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.