প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১-Provita Group Job Circular 2021: প্রভিটা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। প্রভিটা গ্রুপ এর আওতাভুক্ত কর্পোরেট অফিস এবং প্রভিটা ফিড লিমিটেড, চট্টগ্রাম প্রতিষ্ঠান সমূহের জন্য অভিজ্ঞ, সৎ, কর্মঠ এবং নিষ্ঠাবান প্রার্থীর নিকট হতে নিম্নোক্ত পদ সমূহের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রার্থীকে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত প্রভিটা গ্রুপ এর আওতাধীন প্রতিষ্ঠান্সমূহে চাকরি করার মন-মানসিকতা থাকতে হবে।
প্রভিটা গ্রুপ নিয়োগ ২০২১
প্রতিষ্ঠানের নাম | প্রভিটা গ্রুপ |
চাকরির ধরন | বেসরকারি চাকরি |
জেলা | সকল জেলা |
পদ সংখ্যা | ০৯ টি |
খালি পদ | ৯৩ জন |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণি/এইচএসসি |
আবেদন শেষ তারিখ | ৩০ নভেম্বর, ২০২১ |
আবেদন ঠিকানা | মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, প্রভিটা গ্রুপ, কর্পোরেট অফিস- ১১৯৪, রওশন মঞ্জিল (২য় তলা), আসাদগঞ্জ, চট্টগ্রাম- ৪০০০ |
আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর
Provita Group Job Circular 2021
পদের নাম : ব্যবস্থাপক (লিগ্যাল এবং স্টেট), সুপারভাইজার (ব্রিডার ফার্ম/ পোল্ট্রি হ্যাচারী), পিলেট অপারেটর, মিক্সারম্যান, নিরাপত্তা প্রহরী, মেকানিক (ট্রান্সপোর্ট), ইলেকট্রিশিয়ান, মালি/গার্ডেনার, দক্ষ শ্রমিক
খালি পদ : ৯৩ জন।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম/এইচএসসি
আবেদন ঠিকানাঃ
আবেদনপত্রে নাম, পিতা/মাতার নাম, ঠিকানা (বর্তমান/স্থায়ী), জন্ম তারিখ উল্লেখপূর্বক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা, ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩কপি রঙ্গিন ছবি সহকারে আবেদনপত্র আগামী ৩০/১১/২০২১ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরনের জন্য অনুরোধ করা হইল। খামের উপর আবেদনকারীর মোবাইল নম্বর ও প্রার্থীত পদের নাম অবশ্যই উল্লেখ করিতে হবে। (আবেদনপত্র ফটোকপি গ্রহনযোগ্য নহে)।
- আবেদন শুরু হয়েছে
- আবেদন নিয়মঃ মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, প্রভিটা গ্রুপ, কর্পোরেট অফিস- ১১৯৪, রওশন মঞ্জিল (২য় তলা), আসাদগঞ্জ, চট্টগ্রাম- ৪০০০
- আবেদন শেষ তারিখঃ ৩০ নভেম্বর ২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ
প্রভিটা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি