প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি – Prothom Alo Job Circular 2021

প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি,দীর্ঘ ২২ বছরের বেশি পথচলায় প্রথম আলো আজ বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম প্রতিষ্ঠান। প্রিন্ট ও অনলাইন মিলিয়ে আমাদের দৈনিক পাঠকসংখ্যা সর্বাধিক। সামাজিক যােগাযােগমাধ্যম ফেসবুকে ১৫ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে দৈনিক সংবাদ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০টি সংবাদমাধ্যমের একটি প্রথম আলাে।

Prothom Alo Job Circular 2021

একই সঙ্গে prothomalo.com বিশ্বের ১ নম্বর বাংলা ওয়েবসাইট।প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলােয় রয়েছে আধুনিক ও গতিশীল কাজের সংস্কৃতি। সুসাংবাদিকতা, জনমুখিতা, বদলের সহযােগী,সৃজনশীলতা ও সংহতিএই ৫টি মূল্যবােধচর্চা আমাদের মূল চালিকা শক্তি। সেই পরিক্রমায় সুসাংবাদিকতার চর্চায় আপনাকেও আমন্ত্রণ। এই আমন্ত্রণে সাড়া দিতে নিচের বিষয়গুলাে অনুসরণ করে আবেদন করুন।

প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি

প্রয়ােজনীয় যােগ্যতা/দক্ষতা
প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনা বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর প্রতিষ্ঠিত অনলাইন/প্রিন্ট পত্রিকায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা বাংলায় লেখার পাশাপাশি অনুবাদে পারদর্শিতা আধুনিক সাংবাদিকতার জন্য প্রয়ােজনীয় প্রযুক্তিগত যোগ্যতা

প্রথম আলো নিয়োগ

পেশাগত বৃত্তান্ত পাঠানাের নিয়ম
আপনার বৃত্তান্ত পাঠিয়ে দিন hr@prothomalo.com এই
ই-মেইলে। বৃত্তাতন্তের কোনাে হার্ড কপি গ্রহণযোগ্য হবে না।
রিপাের্টার অথবা সহসম্পাদককোন পদে আবেদন করছেন,তা ই-মেইল সাবজেক্টে উল্লেখ থাকতে হবে।

আবেদন শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২১।

Online Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

প্রথম আলো নিয়োগ বিজ্ঞপ্তি

 

Prothom Alo Job Circular

Check Also

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ –BRAC NGO Job Circular 2024: ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.