প্রগতি স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | (শূন্যপদ ১৭৫০টি)

প্রগতি স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Pragati School Job Circular 2023: বাংলাদেশ সরকারের শিক্ষা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত সর্ববৃহৎ আত্ননির্ভর বে-সরকারী স্থায়ীগণ শিক্ষা প্রকল্প (প্রগতি স্কুল-গণ শিক্ষা প্রকল্প)। যার সেবার আওতায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে গণ শিক্ষা কার্যক্রম। যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপে ২০০৬ সালে প্রগতি স্কুল (গণ শিক্ষা প্রকল্প) বিশ্বের ০৮তম শিক্ষা সেবা দান কারী প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামপ্রগতি স্কুল
ওয়েবসাইটhttp://pragotischool.bd/
পদ সংখ্যা০৭ টি
খালি পদ১৭৫০ জন
শিক্ষাগত যোগ্যতা৫ম/৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক
আবেদনের শেষ তারিখ২৫ সেপ্টেম্বর, ২০২৩
আবেদনের মাধ্যমই-মেইল

আরো দেখুন: সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

প্রগতি স্কুল নিয়োগ ২০২৩

আগ্রহী প্রার্থীগণ সদ্যতোলা-১কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনএবং মোবাইল নাম্বার উল্লেখ পূর্বক -১টি বায়োডাটা/(CV) নিম্নের ই-মেইলে পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ২৫/০৯/২০২৩ইং (মহিলাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিতিল করা হবে)। বিঃদ্রঃ প্রার্থী নির্বাচিত হলে শিশুকল্যাণ ট্রাষ্টে সাহায্য স্বরুপ ৪৫০/-টাকা জমা দিতে হবে। প্রার্থী নির্বাচিত হলে শিশুকল্যাণ ট্রাষ্টে সাহায্য স্বরুপ ৪৫০/-টাকা জমা দিতে হবে। যোগাযোগ: বরাবর, মহা-ব্যবস্থাপক প্রগতি স্কুল (গণ শিক্ষা প্রকল্প) হাউজ – ২২৪. বি শিল্পনগরী এলাকা তেজগাও, ঢাকা-১২১৫ ই-মেইল: E-mail: pragotischool.bd@gmail.com

প্রগতি স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Pragati School Job Circular 2023

সতর্কতাঃ প্রগতি স্কুলে আবেদন করার পর কোম্পানি/প্রতিষ্ঠান যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম/প্রতারণা করে তার জন্য আমাদের ওয়েবসাইট দায়ী থাকবে না। তাই যাচাই করে আবেদন করুন। অনলাইনে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকুন।

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.