Parts Of Speech কত প্রকার ও কি কি?
primary-preparation
December 26, 2020
English, English Grammar
Parts Of Speech কত প্রকার ও কি কি?
Parts Of Speech:
বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবােধক শব্দকে Parts of Speech বলে।
Classification of Parts of Speech: The name of parts of Speech in English Grammar is ৪.
(ইংরেজি ব্যাকরণে Parts of Speech হচ্ছে ৮ প্রকার।)
৮ প্রকার Parts of Speech-এর সংক্ষিপ্ত পরিচিতি:

1. Noun: ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়।
যেমন: Karim, Dhaka, book ইত্যাদি।
2. Pronoun: Noun-এর পরিবর্তে ব্যবহৃত শব্দ বােঝায়।
যেমন: He, She, it ইত্যাদি।
3. Adjective: Noun বা Pronoun -এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝানাের জন্য ব্যবহৃত শ্দ।
যেমনঃ good, bad, Some, many ইত্যাদি ।
4. Adverb: word verb, adjective, adverb or sentence modify adverb বলে।
যেমন- She is very beautiful. He walks fast. এখানে very এবং fast zoE adverb.
5.Verb: যে word কোন কাজ করাকে বুঝায় তাকে verb বলে।
যেমন- eat, walk, read ইত্যাদি।
6. Preposition: word কোন noun বা pronoun এর পূর্বে বসে ঐ noun বা pronoun এর সাথে বাক্যের অন্যান্য শব্দের মাঝে সম্পর্ক তৈরি করে তাকে preposition বলে।
যেমন-at, in, on, with, by, between ইত্যাদি। 7.
7. Conjunction: যে word দুই word বা phrase বা clause কে মিল বা পার্থক্য দেখানাের জন্য সংযুক্ত করা হয় তাকে Conjunction বলে।
যেমন- and, or, but, nor, since ইত্যাদি ।
8. Interjection: যে word মনের আকস্মিক আবেগ প্রকাশ করে তাকে Interjection বলে।
যেমন- Alas! I am undone. Hurrah! we have won the game. এখানে Alas এবং Hurrah Interjection.
সংকলন-মোস্তাফিজার মোস্তাক