জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন | National University Corona Vaccine Registration 2021

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণরােধ ও স্বাস্থ্যবুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/ -এ প্রদত্ত ছক পুরণ করে আগামী ১২ই জুলাই ২০২১ তারিখের মধ্যে submit করার জন্য বলা হলাে।

National University Corona Vaccine Registration 2021

বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পুরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন

বিঃ প্রঃ-সূত্র নং-০১(১৬২)জাতীঃবিঃ/প্রশাঃ/৯২//১৩৯৬, তারিখ: ১৭ই মে ২০২১ অফিস আদেশ মােতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী www.nubd.info/college এ login করে College Profile-এ জরুরীভিত্তিতে অনলাইনে প্রেরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরােধ জানানাে হয়। এখন পর্যন্ত যেসব কলেজ উপর্যুক্ত তথ্য College Profile-এ submit করেনি তাদেরকে অনতিবিলম্বে submit করার জন্য বলা হলাে।

জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন

ধাপ: ১

প্রথমে এখানে ক্লিক করে “কোভিড-19 টিকা নিবন্ধনের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য ছক” পূরণ করুন।
ফরমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।

APPLY NOW

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন

ধাপ: ২ Next বাটনে ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে।

এই পেইজে আপনার জন্মতারিখ (dd-mm-yyyy) ফরম্যাটে লিখুন। যেমন: 31-12-1990

এরপর যথাক্রমে আপনার সচল ব্যাক্তিগত মোবাইল নাম্বার ও আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখুন।

Covid-19 vaccine taken? অপশনটির ক্ষেত্রে,করোনা টিকা না নিয়ে থাকলে ‘No’ সিলেক্ট করুনটিকা নিয়ে থাকলে ‘Yes’ সিলেক্ট করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ২০২১

Residential status? অপশনের ক্ষেত্রে, আপনি বর্তমানে হোস্টেল, মেস কিংবা বাসায়/বাড়িতে আছেন কি-না সে হিসেবে Hostel, Mess, Home যেকোনো একটি সিলেক্ট করুন।

সবশেষে আরেকবার পুরো তথ্যছক/ফরম পড়ে দেখুন এবং আপনার প্রদত্ত সব তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পর Submit বাটনে ক্লিক করুন।

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন

ধাপ: ৩

Submit বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রদর্শন করে একটি কনফার্মেশন পেইজ আসবে।

এর মানে হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফলভাবে করোনা টিকা রেজিস্ট্রেশনের আবেদন সম্পন্ন করেছেন।

প্রথমে আপনাকে formfillup.nu@gmail.com এখানে ইমেইল করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন

কোভিড- ১৯ করোনা ভাইরাসের টিকার জন্য পোর্টালে নিবন্ধন, পরবর্তী করনীয়, এসএমএস বার্তা প্রাপ্তি, টিকা কার্ড প্রাপ্তি , টিকা কেন্দ্র , টিকা গ্রহণের সময়, টিকার ডোজ, চূড়ান্ত সনদ প্রাপ্তি ইত্যাদি বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিচের অংশে পাওয়া যাবে।

কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক সচরাচর জিজ্ঞাসা

National University (NU) Corona Vaccine Registration
 
আপনি OTP পুনরায় পাঠাতে পারেন। ভুলবশত OTP প্রদানের স্ক্রিনটি বন্ধ করে দিলে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া করতে পারবেন।

www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ওয়েব পোর্টালে “সহায়িকা” দেখুন।

www.surokkha.gov.bd ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুণ। পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।

www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “নিবন্ধন স্ট্যাটাস” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধনের অবস্থা জানতে পারবেন।

National University Colleges Covid-19 Vaccine Registration

www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা কার্ড সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে পারবেন।

সফলভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।

কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে “টিকা সনদ সংগ্রহ” মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।

জাতীয় কোভিড-১৯ টিকাদান ও কর্ম পরিকল্পনা অনুসারে অগ্রাধিকার ভিত্তিক তালিকা অনুযায়ী সকলকে টিকা দেয়া হবে।

কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সেবাদান কেন্দ্রভিত্তিক, তাই উদ্দিষ্ট ব্যক্তিকে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে হবে।

রেজিস্ট্রেশনকৃত/লাইন লিস্টিং-এর অর্ন্তভুক্ত তালিকার উদ্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোভিড টিকা দেয়া যাবে না। ১৮ বছরের নীচে, গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা, অসুস্থ ও হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে অনুরোধ করতে হবে। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে টিকা দেয়া যাবে না।

গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না।

জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন
 
এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অননাইন রেজিস্ট্রেশনে অর্ন্তভুক্ত করে এই কোভিড-১৯ টিকার আওতায় আনা হবে। কোভিড-১৯ টিকা পর্যায়ক্রমে সকলকেই দেয়া হবে। তাই পরবর্তীতে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রসহ আসুন।

টিকাদানকর্মী তাঁকে কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে অনুরোধ করবেন

অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

গর্ভবতী মহিলাদের উপর কোভিড-১৯ টিকার প্রভাব নিশ্চিত না হওয়ায় গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না।

শুধু অগ্রাধিকারের তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।

সে যদি নির্দিষ্ট ঐ তারিখের টিকা প্রাপ্তির তালিকার অর্ন্তভুক্ত হন তবে টিকা দেয়া যাবে। টিকাদানকর্মী অবশ্যই অনলাইনে হালনাগাদ করবেন।

অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

সুস্থ হলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.