নগদ নিয়োগ বিজ্ঞপ্তি

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি | Nagad Job Circular 2021

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি Nagad Job Circular 2021: নগদ মোবাইল ব্যাংকিং চাকরি প্রত্যাশীদের জন্য জব সার্কুলার ২০২১ প্রকাশিত হয়েছে। ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং নগদ এ কাজ করার জন্য জরুরী ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের মধ্যে অস্থায়ী ভিত্তিতে কিছু সংখ্যক দক্ষ, উদ্যমী ও পরিশ্রমী লোক নিয়োগ দেয়া হবে। নগদ বাংলাদেশের একটি যুগান্তকারী ও নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস যা আপনাকে সবচেয়ে কম খরচে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন এর সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে।

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

প্রতিষ্ঠানের নামনগদ
চাকরির ধরনকোম্পনির চাকরি
পদ সংখ্যাবেশসংখ্যক জনবল নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা

এসএসসি/এইচএসসি/স্নাতক

বয়স১৮-৩০ বছর
অফিসিয়াল ওয়েবসাইট

www.nagad.com.bd

 আবেদন শেষ সময়অনির্দিষ্ট তারিখে

কাজের ধরন: সম্পূর্ণ ফিল্ড ওয়ার্ক ভিত্তিক কাজ। প্রতিদিন ফিল্ডে গিয়ে কাস্টমারের সাথে কথা বলে টার্গেট অনুযায়ী নগদের একাউন্ট খোলা ও একাউন্ট এষ্টিভ করে দেয়া।
যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাশ, এইচএসসি কিংবা স্নাতক অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা আবেদন করলে অগ্রাধিকার পাবে।

Nagad Job Circular 2021

  • ৩৫০ একাউন্ট এর অধিক হলে ১৪৭০০ ও বোনাস ৩,৩০০ টাকাসহ ১৮,০০০ টাকা
  • ৪০০ একাউন্ট এর অধিক হলে ১৬,৮০০ ও বোনাস ৪,২০০ টাকাসহ ২১,০০০ টাকা
  • ৫০০ একাউন্ট এর অধিক হলে ২১,০০০ ও বোনাস ৬,০০০ টাকাসহ ২৭,০০০ টাকা
  • ৬০০ একাউন্ট এর অধিক হলে ২৫,২০০ ও বোনাস ৮,৮০০ টাকাসহ ৩৪,০০০ টাকা

প্রার্থীর অবশ্যই অপরিচিত মানুষের সাথে কথা বলার দক্ষতা থাকতে হবে। প্রার্থীর অবশ্যই স্মার্টফোন থাকতে হবে এবং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সম্পর্কে ধারণা থাকতে হবে। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।

  • কোম্পানীঃ মােবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ( নগদ ) ।
  • পদবীঃ ব্রান্ড প্রােমােটর / ব্রান্ড এক্সিকিউটিভ।
  • করণীয় কাজঃ গ্রাহকের নগদ একাউন্ট খুলে দেয়া ও একাউন্ট এক্টিভ করে দেয়া।
  • কাজের ধরনঃ সম্পূর্ণ ফিল্ড ওয়ার্ক ভিত্তিক কাজ। প্রতিদিন ফিল্ডে গিয়ে কাস্টমারের সাথে কথা বলে টার্গেট অনুযায়ী নগদের একাউন্ট খােলা ও একাউন্ট এক্টিভ করে দেয়া। যােগ্যতাঃ কমপক্ষে এস , এস , সি পাশ। এইচ , এস , সি কিংবা স্নাতক অধ্যয়নরত ছাত্র – ছাত্রীরা আবেদন করলে অগ্রাধিকার পাবে।
  • কর্মঘন্টাঃ ৫-৬ ঘন্টা।
  • কর্মস্থলঃ প্রার্থীর নিজ এলাকা।
  • পেমেন্টঃ প্রতিটি সফল ও এক্টিভেটেড একাউন্টের একাউন্ট প্রতি ৪২ টাকা।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

নগদ নিয়োগ বিজ্ঞপ্তি

 

Nagad Job Circular

  1. এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
  2. ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি
  3. ডাচ বাংলা ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.