MDG ও SDG

MDG ও SDG

বিবরণঃ 

২০০০ সালে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে মিলেয়িাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে MDG গৃহীত হয়।

এটি ২০০১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর কার হয়েছিল।

MDG এর মেয়াদ ছিল ২০০১-২০১৫ সাল পর্যন্ত মােট ১৫ বছর এবং এর অভিষ্ট লক্ষ্য তথা গােল ছিল- ৮টি।

২০১৫ সালে MDG এর মেয়াদ যখন শেষের দিকে তখন জাতিসংঘ প্রণয়ন করে ১৫ বছর মেয়াদি এসডিজি (SDG) বা টেকসই উন্নয়ন অভীষ্ট’।

এটি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্যকর করা হয় এবং জাতিসংঘ ঘােষিত ‘এসডিজি (SDG) বা টেকসই উন্নয়ন অভীষ্ট হলাে- ১৭টি।

‘এসডিজি (SDG) এর লক্ষ্যমাত্রাতে সার্বিকভাবে গুরুত্ব পেয়েছে বিশ্বের সর্বত্র সার্বিক ও সার্বজনীন কল্যাণ নিশ্চিত করা ও দারিদ্র্য পুরােপুরি নির্মূল করার বিষয়টি।

এছাড়াও এতে ১৬৯টি সুনির্দিষ্ট উদ্দেশ্য ও ২৩০টি সূচক রয়েছে এসডিজি’তে।

এখানে লক্ষণীয় বিষয় হলাে- এমডিজি এর মেয়াদ ছিল ১৫ এবং এসডিজি এর মেয়াদও ১৫ বছর।

কিন্তু এমডিজি’-এর গােল বা অভীষ্ট লক্ষ্য ছিল ৮টি;

কিন্তু এসডিজি এর গােল বা অভীষ্ট লক্ষ্য হলাে- ১৭টি।

মিলেয়ািম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-

– ২০০০ সালে জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে।

MDG গৃহীত হয়

– ২০০০ সালে।

 MDG এর পূর্ণরূপ

– Millennium Development Goals.

MDG এর লক্ষ্যমাত্রা

– ৮টি

MDG এর সময়কাল:

২০০১-২০১৫ পর্যন্ত। মােট ১৫ বছর।

MDG অর্জনের সময়সীমা

– ২০১৫ সাল।

বাংলাদেশ এমডিজি ২০১০ পুরস্কার লাভ করে

– ৪ নং লক্ষ্য (শিশুমৃত্যু হার হ্রাস) অর্জনের জন্য।

MDG এর এর পরবর্তী পদক্ষেপ

– SDG (Sustainable Development Goals)

SDG গৃহীত হয়

– ২০১৫ সালে (নিউইয়র্কে; জাতিসংঘের সাধারণ পরিষদ কক্ষে)।

SDG কার্যকর হয়

– ২০১৬ সালের ১ জানুয়ারি।

SDG এর মেয়াকাল:

২০১৬-২০৩০ সাল পর্যন্ত। মােট ১৫ বছর।

SDG অর্জনের সময়সীমা

– ২০৩০ সাল।

SDG এর লক্ষ্যমাত্রা (গােল)/টেকসই উন্নয়ন অভীষ্ট

– ১৭টি

SDG এর টার্গেট বা সুনির্দিষ্ট উদ্দেশ্য

– ১৬৯টি

SDG এর সূচক

– ২৩০টি।

নোট মোস্তাফিজার মোস্তাক

Check Also

জাতিপুঞ্জ

জাতিপুঞ্জ জাতিপুঞ্জঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মান সরকার যুক্তরাষ্টের তৎকালীন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson) কে …