যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ যমুনা গ্রুপে আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। দেশের বৃহত্তম ও স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটো মোবাইলস্ লিমিটেড” এর উৎপাদিত পণ্য সামগ্রী (রেফ্রিজারেটর, টেলিভিশন, এসি, মোটর সাইকেল, ওয়াশিং মেশিন, ফ্যান, গ্যাস স্টোভ, রাইস কুকার, ব্লেন্ডার, আয়রন ও অন্যান্য স্মল হোম অ্যাপ্লায়েন্স) বিক্রয় ও বিপণনের জন্য নিম্নবর্ণিত পদে দক্ষ, অভিজ্ঞ ও কর্মঠ জনবল নিয়োগ দেয়া হবে।
যমুনা গ্রুপে নিয়োগ ২০২১
চাকরির ধরন | কোম্পানি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের নাম | যমুনা গ্রুপে |
ওয়েবসাইট | jamunagroup.com.bd |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক |
পদ সংখ্যা | ০২ টি |
খালি পদ | ৬০০ জন |
আবেদন শেষ তারিখ | ২২ নভেম্বর ২০২১ |
আবেদন মাধ্যম | সরাসরি |
আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
Jamuna Group Job Circular 2021
পদের নাম : ম্যানেজার (শোরুম/প্লাজা)
খালি পদ : ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাস।
অভিজ্ঞতা: ০৪-০৫ বছর।
বয়স : সর্বোচ্চ ৩৫ বছর।
পদের নাম : সেলস্ অফিসার
খালি পদ : ৫০০ জন।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম স্নাতক পাস।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থলঃ ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা, এবং ময়মনসিংহ বিভাগ এর বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে।
আবেদনকারীগণ বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মনমানসিকতা থাকতে হবে। যোগ্যতাসম্পন্ন প্রার্থীগণ চাকুরীর আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ০২ (দুই) কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ছবি, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র, জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের পর হতে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে যে কোন দিন (সকাল ০৯টা হতে বিকাল ০৫টা) নিম্নোক্ত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা হলো।
সরাসরি সাক্ষাতের ঠিকানাঃ মহা-ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কর্পোরেট অফিস, লেভেল-৮, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা।
যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি
অফিসিয়াল জব সার্কুলার চিত্র দেখুন:
যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
ওয়ান ব্যাংকে লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি
Applications are invited for filling up some positions of Jamuna spinning Mills Ltd. an enterprise of Jamuna Group, Shafipur and Hobiganj.
যমুনা গ্রুপে নিয়োগ
General Manager (Admin & HR) Jamuna Group, Jamuna Future Park Ka-244 Progati Sarani, Kuril, Baridhara, Dhaka.
Position | Req. | Qualification | Exp. |
DGM (Production) | 5 | B.Sc./Diploma in Textile Engineering | 10 Years |
Jamuna Job
Eligible candidates are requested to apply with resume along with two recent passport size photographs, copies of academic and experience certificates within 10 (Ten) days on publication of the advertisement.