এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ – ৪র্থ সপ্তাহ

এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ – ৪র্থ সপ্তাহ বিষয়: ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সূত্র: ১. এনসিটিবি এর স্মারক নং শি:শা: ২২২/৯৪/৯৭৮; তারিখ- ৭ জুন ২০২১ ২. মাউশি অধিদপ্তরের স্মারক নম্বর ৩৭.০২.০০০০,১০৫.০৬.০০১.২১.৩৯০, ১৩ জুন, ২০২১ এর বিজ্ঞপ্তি। উপর্যুক্ত বিষয় ও সুত্রের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে, 

চলমান কোভিড১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে।

HSC Accounting Assignment 2021 4th Week

এরই ধারাবাহিকতায় গ্রীড অনুযায়ী ৪র্থ সপ্তাহের জন্য বাংলা, পদার্থবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৯ জুলাই, ২০২১খ্রি. সােমবার থেকে শুরু হবে।

এ পরিপ্রেক্ষিতে কোভিড১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মাধ্যমে তাদের অর্জিত শিখনফল নির্ণয় করা হবে। পুনর্কিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সপ্তাহ ভিত্তিক শিক্ষার্থী মূল্যায়ন বিবেনায় নিয়ে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রণয়ন করা হয়েছে।

এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২

যুক্তির উপাদান হিসেবে পদের ব্যক্তার্থ ও জাত্যর্থের তুলনামূলক বিশ্লেষণপূর্বক একটি বাস্তব উদাহরণ দাও।

তৃতীয় অধ্যায়:
যুক্তির উপাদান

শিখনফল :
১. যুক্তির উপাদানসমূহ বর্ণনা করতে পারবে।

২. পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে।

৩. পদ ও শব্দের পার্থক্য বর্ণনা করতে পারবে।

৫, পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ ব্যাখ্যা করতে পারবে।

৬. ব্যক্তার্থ জাত্যর্থের তুলনা পদের করতে পারবে।

  • পদ ও শব্দ
  • পদ ও বাক্য
  • ব্যক্তার্থ ও জাত্যর্থ
  • ব্যক্তার্থ ও জাত্যর্থের
  • হ্রাস বৃদ্ধির নিয়ম
  • এ্রাস বৃদ্ধির নিয়মের
    ব্যাখ্যা
  • একটি বাস্তব উদাহরণ
    যাচাই

খুব তারাতাড়ি উত্তর দেয়া হবে। 

HSC Logic 1st Paper Assignment Answer 2021 4th Week

 

Check Also

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ – class 6 Science assignment 2022 5th week

ষষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ class 6 Science assignment 2022 5th week ৬ষ্ঠ …