Economic Relations Division (ERD) Exam Question Solution 2021 | অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রশ্নের সম্পূর্ণ সমাধান Economic Relations Division Question Solution 2021 is running successfully. You all have already taken part in one of your most desired job exams of the Economic Relations Division. Hopefully, the ERD exam question was as your expectation. However, many of you are probably looking for the ERD exam question solution.
But the truth is that you may find out a lot of solutions to your ERD exam question. You all know that not all of them are reliable. Considering the fact, we have come up with the most reliable and correct ERD exam question solution in this article. So let us get started to match your answer with this.
After successfully complete ERD exam we collect the question paper. Then we share it in our website If you are looking for the Economic Relations Division Question Paper then you are in the right place. Here we upload ERD Question Paper 2021 as a JPEG image file. Click on the image and save it on your device.
চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। যে কোন চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান পেতে চাকরির পরীক্ষা প্রশ্ন আমাদের পাঠিয়ে দেন।আজকে অনুষ্ঠিত চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান।
- অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
- পদের নাম: অফিস সহায়ক
- পরীক্ষা অনুষ্ঠিত: ০৫ নভেম্বর ২০২১
১. সন্ধি বিচ্ছেদ করুন; উপর্যুপরি-উপরি-উপরি, ভক্তি-ভজ্ + তি পতঞ্জলি-পতৎ + অঞ্জলি, গবেষণা-গো + এষণা।
২. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন; সুবর্ণ (সু বর্ণ যার) বহুব্রীহি সমাস, তপোবন – (তপের নিমিত্ত বন) ৪র্থী তৎপুরুষ সমাস, যথারীতি
(রীতিকে অতিক্রম না করে) অব্যয়ীভাব সমাস।
৩. এক কথায় প্রকাশ করুন।
ক) একই সময়ে বর্তমান সমসাময়িক / সমকালীন
খ) ফুল হতে তৈরি ফুলেল
গ) অনেকের মধ্যে প্রধান= শ্রেষ্ঠ
৪. ইংরেজিতে অনুবাদ করুন:
আমি গত বছর সিঙ্গাপুর গিয়েছিলাম। কী সুন্দর দেশ! সেখানে সবাই আইন মেনে চলে। আমার বাবা-মা আমার সাথে ছিল। আগামী বছর আবারো হয়ত সেখানে যাব। উত্তর: I went to Singapore last year. What a beautiful country! Everyone there obeys the law. My parents were with me. Maybe go there again next year.
৫. নীচের verb গুলোর simple past form লিখুন।
Swim = Swam Dwell dwell Blow blown Cancel Cancelled Weep = weep
৬. ক-এর বেতন খ-এর বেতনের শতকরা ২৫ টাকা বেশি হলে, খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম? উত্তর: ২০%
9.3.20 = 6 হলে, * * * এর মান কত? উত্তর: 34
y²
৮. মান নির্ণয় করুন।
ক) ১×.01 ×,001 = কত? উত্তর:,০০০০০১
খ) X2 = 81 হলে, x = কত? উত্তর: 9
গ) ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখুন। উত্তর: = × ভূমি × উচ্চতা
ঘ) a3+b3 = কত? উত্তর: (a + b) (a2ab + b) 3 (a + b) 3 – 3ab (a + b)
৯. সংক্ষেপে উত্তর দিন:
১. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম সাল কত? উত্তর: ১৭ মার্চ ১৯২০
২. ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের কততম জাতীয় সংসদ নির্বাচন?উত্তর: ১১তম
৩. মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চীনের কোন প্রদেশে প্রথম দেখা যায়? উত্তর: হুবেই প্রদেশ
৪. করোনা টিকা উৎপাদনকারী ‘অক্সফোর্ড এ্যাস্ট্রোজেনেকা’ কোন দেশের প্রতিষ্ঠান? উত্তর: যুক্তরাজ্য
৫. ব্রিটিশ বিরোধী আন্দলনে প্রথম নারী শহীদের নাম লিখুন। উত্তর: প্রীতিলতা ওয়াদ্দেদারের
৬. বাংলাদেশের বর্তমান প্রশাসনিক কাঠামোয় ‘বিভাগ’ এর সংখ্যা কয়টি? উত্তর:৮ টি
৭. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রিট’ আবেদনের বিধান রয়েছে? উত্তর: ৪৪ নং অনুচ্ছেদ
৮. শালবন বিহার কোন জেলায় অবস্থিত? উত্তর: কুমিল্লা
৯. বাংলাদেশের জাতীয় খেলা কী? উত্তর: হাডুডু খেলা
১০. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশের নাম লিখুন। উত্তর: ভুটান