দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Dushtha Shasthya Kendra DSK Job Circular 2022): দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) জাতীয় পর্যায়ে উন্নয়ন সংস্থা। ১৯৮৯ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করছে। DSK নিম্নলিখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহবান করছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) |
ওয়েবসাইট | |
পদ সংখ্যা | সফটওয়্যার ইঞ্জিনিয়ার |
খালি পদ | ০৯ টি |
শিক্ষাগত যোগ্যতা | এমবিএ |
আবেদনের শেষ তারিখ | ১৬ অষ্টোবর, ২০২২ |
আবেদন নিয়ম | dskhr@dskbangladesh.org |
আবেদনের মাধ্যম | ই-মেইলে |
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ ২০২২
- পদের নামঃ সফটওয়্যার ইঞ্জিনিয়ার
- পদ সংখ্যাঃ ০১টি
- কর্মীস্তরঃ ০৯
- কর্মস্থলঃ ঢাকা
- শিক্ষাগত যোগ্যতাঃ B.Sc. / M.Sc. in Computer Science MBA
- যোগ্যতা অভিজ্ঞতাঃ বেসরকারি/গবেষণা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পদে ৭-৮ বছর কাজের অভিজ্ঞতা হিসাবে বিবেচিত হবে থাকতে হবে
Dushtha Shasthya Kendra Job Circular 2022
আগ্রহী প্রার্থীদেরকে এক কপি ছবি, সনদপত্রের অনুলিপিসহ আগামী ১৬-১০-২০২২ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) বরাবরে আবেদনপত্র নিম্নঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ফোন/মোবাইল নম্বর লিখতে হবে। কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০ এর কম গ্রহণযোগ্য নয়।
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে। যোগ্য মহিলা ও অভ্যন্তরীণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আবেদন পাঠানোর ঠিকানাঃ বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭। ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: dskhr@dskbangladesh.org ই-মেইলে আবেদন প্রদানের ক্ষেত্রে পদের নাম সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
DSK Job Circular 2022
অন্যান্য যোগ্যতা ASP.Net C#, SQL Server JavaScript প্রোগামিং ভাষা ব্যবহার করে সফট্ওয়্যার সম্পর্কিত কাজে ৪/৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মোবাইল এপ্লিকেশনস (এন্ড্রোয়েড প্রোগামিং) অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধীকার দেয়া হবে।
সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন সর্বসাকুল্যে মাসিক ৪০,০০০/- টাকা। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি, উৎসব ভাতা, ভবিষ্য তহবিল (পিএফ), গ্র্যাচুয়িটি, ছুটি নগদায়ন, বৈশাখী ভাতা ও স্বাস্থ্যবিমা সুবিধা প্রযোজ্য হবে। বেতনের উপর প্রযোজ্য আয়কর উৎসে কর্তন করা হবে। বয়স সর্বোচ্চ ৩০-৩৫ বছর।