মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ | DSHE Exam Question Solution 2022

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ DSHE Question Solution 2022 মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২ DSHE ডেমোনস্ট্রেটর পরীক্ষার প্রশ্ন সমাধান 2022 এখানে প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের শিক্ষাগত দল দ্বারা সমাধান করা হয়। DSHE পরীক্ষার প্রশ্ন ও সমাধান 2022 বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য সহায়ক।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান ২০২২

DSHE MCQ পরীক্ষার প্রশ্ন ও উত্তর 2022-এর সমস্ত তথ্য নীচে পাওয়া যাচ্ছে। এদিন কয়েকটি ক্যাটাগরির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার পর সব পরীক্ষার্থী প্রশ্নের সমাধান খুঁজবে। প্রার্থীদের উদ্দেশ্যে আমরা আপনাদের সাথে প্রশ্নের সমাধান শেয়ার করতে যাচ্ছি।

প্রতিষ্ঠানঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (dshe)
👉 পদের নামঃ অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
👉 পরীক্ষার তারিখঃ ১৩ মে ২০২২
👉 পরীক্ষার সময়ঃ বিকাল ৩.০০ – ৪.০০ টা

১। ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?

ক. আবু ইসহাক খ. সুনীল গঙ্গোপাধ্যায় 

গ.  প্রমথনাথ বিশী  ঘ.  প্রমথ চৌধুরী 

 উত্তরঃ প্রমথ চৌধুরী  

২। ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় কত সালে? 

ক. ১৮৬০ খ. ১৯৬৫  গ. ১৯৫৯ ঘ. ১৯৬১  

উত্তরঃ ১৯৬১

৩। ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ? 

ক. দেশি  খ. বিদেশি  গ. তদ্ভব  ঘ. অর্ধ-তৎসম

উত্তরঃ অর্ধ-তৎসম

৪। ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. অর্ণব খ. অর্ক গ. প্রসূন  ঘ. পল্লব

উত্তরঃ অর্ক

৫। ‘চন্দ্রাবতী’ কি? 

ক. নাটক   খ. কাব্য  গ. পদাবলি  ঘ. পালাগান 

উত্তরঃ খ. কাব্য 

 

 

DSHE Question Solution 

 

Post Name and Vacancy:

1. Demonstrator (Various Subject) – 514

2. Research Assistant – 21

3. Assistant Librarian Cum Cataloger – 69

4. Laboratory Assistant – 06

5. Stenographer Cum Computer Operator – 05

6. Steno Typist Cum Computer Operator – 04

7. Upper Division Assistant – 85

8. Office Assistant Cum Computer Operator – 513

9. Cashier/Store Keeper – 34

10. Account Assistant – 106

11. Cashier -85

12. Store Keeper – 50

13. Mechanic Cum Electrician – 33

14. Driver -11

15. Book Sorter – 46

16. Office Sohayak – 1932

17. Security Guard – 255

18. Gardener – 100

19. Cleaner – 163

Total Vacancy: 4032

পদের নাম: ক্যাশিয়ার/স্টোর কিপার

১। Would you please find out Bangladesh  – the map? উত্তর: on

২। সঠিক ইংরেজি বানান কোনটি? উত্তর: Lieutenant 

৩। The meaning of the word ‘obese’ is- উত্তর: very fat

৪। What does people put on their face to protect from COVID-19? উত্তরঃ Mask

৫। Which one is the correct sentence? উত্তরঃ He deals in rice. 

৬। ‘সে সাঁতার জানেনা’- এর ইংরেজি কি? উত্তরঃ He doesn’t know how to swim. 

৭। Which one is correct? উত্তরঃ Entrepreneur

৮। change the voice of ‘I don’t know him.  উত্তরঃ He is not known to me. 

৯। Following his illness. He was kept under close — for a week. উত্তরঃ monitoring 

১০। The construction of metro rail is going on- উত্তরঃ in full swing 

১১। Feminine gender of “Tiger” is? উত্তরঃ Tigress 

১২। In no time means -? উত্তরঃ very quickly 

১৩। What is the antonym of “Best”? উত্তরঃ Worst

১৪। What is the synonym of ‘annoyed’? উত্তরঃ angry

১৫। Pledge means? উত্তরঃ make a promise

১৬। ‘খাঞ্জাঞ্চি’ শব্দের ইংরেজি কী? উত্তরঃ Cashier 

১৭। The National Mausoleum is?  উত্তরঃ in Savar

১৮। What is the right spelling? উত্তরঃ crisis 

১৯। He died – cancer? উত্তরঃ of 

২০। Another war that Bangabandhu had to wage. Here the meaning of the underline word is- উত্তরঃ  pay

২১। মাধুর্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় হল – উত্তর: মধুর + য

২২। কোনটি সঠিক বানান? উত্তর: মুহূর্ত

২৩। চর্যাপদ কে সম্পাদনা করেন? উত্তর: হর প্রসাদ শাস্ত্রী

২৪। ‘অরণ্য’ শব্দের স্ত্রী লিঙ্গ কী? উত্তর: অরণ্যাণী

২৫। ‘অনুচিত’ কোন সমাস? উত্তর:  বহুব্রীহি

২৬। ‘অক্ষৌহিনী’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর:  অক্ষ + ঊহিণী

২৭। মরণ পথের প্রতীক্ষা করছে যে, এর এক কথায় প্রকাশ- উত্তর: 

২৮। ‘এক ঘুম ঘুমিয়েছি’ কিসের উদাহরণ? উত্তর: সমধাতুজ কর্ম

২৯। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উপহার দিয়েছিলেন? উত্তর: সঞ্চিয়তা

৩০। ‘উনুন’ শব্দটি কোথা’ থেকে এসেছে? উত্তর: তৎসম

৩১। ‘রেখাচিত্র’ কোন ধরনের রচনা? উত্তর: আত্মজীবনী মূলক

৩২। ‘নাড়াবুনে’ বাগধারার সঠিক অর্থ কোনটি?  উত্তর: মূর্খ

৩৩। ‘ধ’ কোন ধ্বনির অন্তর্ভুক্ত? উত্তর: ঘোষ ধ্বনি 

৩৪। ‘কন্যা’ শব্দের অপিনিহিত কোনটি? উত্তর: কইন্যা

৩৫। ‘উদাম’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- উত্তর: উৎ + যম

৩৬। সকলকে মরতে হবে, বাক্যে সকলকে কোন কারকে কোন বিভক্তি- উত্তর: কর্তায় ২য়া

৩৭। কোন শব্দটি ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ নয়? উত্তর: অর্ক

৩৮। তুমি কী খাবে? – বাক্যে ‘কী’ ব্যবহৃত হয়েছে- উত্তর: প্রশ্নবোধক হিসেবে 

৩৯। বাংলা সাহিত্যে যুগ সন্ধির কবি বলা হয় কাকে? উত্তর: ঈশ্বরচন্দ্র গুপ্ত

৪০। জাতীয় কবি নজরুল ইসলামের মুত্যু দিবস কবে? উত্তর: ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ

৪১। নিচের কোন পূর্ণ সংখ্যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২,৩ ও ৪ অবশিষ্ট থাকবে? উত্তর: ৫৮

৪২। ২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? উত্তর: ২৫%

৪৩। x³ – x² + 1 = 0, হলে x³+1x³ = ? উত্তর: 0

৪৪। দুইটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে সংখ্যা দুইটির গ.সা.গু কত? উত্তর: ৪

৪৫। নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর? উত্তর: 611

৪৬। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং ভূমি ১৮ মিটার হলে উচ্চতা কোনটি? উত্তর: ২৪ মিটার

৪৭। একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? উত্তর: ৬০ ডিগ্রি 

৪৮। দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে? উত্তর:  ২৪ দিনে

৪৯। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? উত্তর: ২৫৩

৫০। ১৭ সে.মি, ১৫ সে.মি এবং ৮ সে.মি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে- উত্তর: সমকোণী 

৫১। একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০০ হলে চতুর্থ কোণটি কত? উত্তর: ৮০

৫২। a2–c2-2ab+b2 এর সঠিক উৎপাদক কোনটি? উত্তর: (a – b – c) (a – b + c)

৫৩। x-y=2 এবং xy=24 হলে,x এর মান কত? উত্তর: 6

৫৪। ০.৪ ০.০২ ০.০৮ = কত> উত্তর: ০.০০০৬৪

৫৫। log3(19) এর মান কত? উত্তর: – 2

৫৬। ইনকা সভ্যতার বিকাশ ঘটে কোন অঞ্চলে? উত্তর: পেরু

৫৭। জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি? উত্তর: জাপান

৫৮। এসডিজি এর লক্ষ্যমাত্র কয়টি? উত্তর: ১৭

৫৯। ২০২১ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ বিজয়ী দেশ কোনটি? উত্তর: অস্ট্রেলিয়া

৬০। কপ-২৬ সম্মেলন ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর: স্কটল্যান্ড

৬১। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? উত্তর: ১৩৬তম

৬২। “সিটি অব লাভ এন্ড লাইটস” কোথায়? উত্তর:  প্যারিস

৬৩। বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধিক্ষেত্র কোথায়? উত্তর: নানিয়ারচর

৬৪। ‘বাংলার নৌকা বাইচ’ উৎসবের সূচনা করেছিলেন কে? উত্তর: 

৬৫। ১ জিবি = কত?উত্তর: ১০২৪ এমবি

৬৬। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বছর কোনটি? উত্তর: ২০২১

৬৭। কোভিড-১৯ এ কোয়ারেন্টাইন সময়কাল কত দিন? উত্তর: ১৪ দিন

৬৮। বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমিত রোগী প্রথম কোন তারিখে সনাক্ত হয়? উত্তর: ৮ মার্চ, ২০২০

৬৯। পদ্মা সেতুর স্প্যান কতটি? উত্তর: ৪১

৭০। পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল কোথায়? উত্তর: ভৈরব

DSHE Cashier/Store Keeper Exam Question 2021 from below:

 

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.