বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | DOT Job Circular

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Department of Textiles DOT Job Circular 2023: ১৮৩ জনকে বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ। বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত সরাসরি পূরণযোগ্য স্থায়ী ও অস্থায়ী শূণ্য পদের বিপরীতে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নলিখিত শর্তে আগ্রহী স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ (http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে) দরখাস্ত আহবান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা পদে পাশে
প্রতিষ্ঠানের দাতা নামবস্ত্র অধিদপ্তর
অফিসিয়াল ওয়েবসাইটhttp://dot.gov.bd/
পদ সংখ্যা০৪ টি
খালি পদ১৮৩ জন
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
আবেদন প্রক্রিয়াhttp://dotr.teletalk.com.bd/
আবেদনের শুরু তারিখ১৪ মে, ২০২৩
আবেদনের শেষ তারিখ১৪ জুন, ২০২৩
আবেদনের মাধ্যমটেলিটক/অনলাইনে

আরো দেখুনঃ চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

বস্ত্র অধিদপ্তর নিয়োগ ২০২৩

পদের নামঃ টেইলার মাস্টার
পদ সংখ্যাঃ ৬ টি।
যোগ্যতাঃ ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল পাস।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ৫৬ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল পাস।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নামঃ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ২৬ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট টেক্সটাইল পাস।
বেতন স্কেলঃ ৮,৮০০-২২,৩১০ টাকা।

পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৯৫ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০ টাকা।

Department of Textiles Job Circular 2023

  • আবেদনের শুরু তারিখঃ ১৪ মে, ২০২৩
  • আবেদনের শেষ তারিখঃ ১৪ জুন, ২০২৩
আবেদনের প্রক্রিয়াঃ সকল অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dotr.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বস্ত্র অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

শর্ত ও নিয়মাবলীঃ

অন-লাইনে জাবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ আবেদন http://dotr.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 14/05/2023 খ্রিঃ, সকাল ১০ টা। ii. Online-এ আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ 14/06/2023 খ্রিঃ, বিকাল ৪ টা।

উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে ৭২ ঘন্টার মধ্যে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS প্রেরণ করে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। Online-এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৮০ x প্রস্থ ৩০০ pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০0 pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB ও ছবির সাইজ সর্বোচ্চ 100KB হতে হবে।

Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।

DOT Job Circular 2023

SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং Signature Upload করে আবেদনপত্র Submit করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User Id ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicatant’s Copy পাবেন।

উক্ত Applicatant’s Copy প্রার্থী Print অথবা Download করে সংরক্ষণ করবেন। Applicatant’s Copy তে একটি User Id নম্বর দেয়া থাকবে এবং এই User Id ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে দুটি SMS করে সফলভাবে দাখিলকৃত আবেদনকারীগণকে আবেদনের ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ক্রমিক নম্বর- ১ হতে ২ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ২০০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ (অফেরযোগ্য) সর্বমোট ২২৩/- (দুইশহ তেইশ টাকা)।

এবং ক্রমিক নম্বর- ৩ হতে ৪ এ বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ (অফেরযোগ্য) সর্বমোট ১১২/- (একশত বারো টাকা) জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online-এ আবেদনপত্র কোন অবস্থায় গৃহীত হবে না।

বস্ত্র অধিদপ্তর নিয়োগ

  1. চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
  2. সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.