সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
DMLC Job Circular 2021 :প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর এর এমইও অফিসসমূহের রাজস্ব খাতভুক্ত ১০ম গ্রেডের নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।
Department of Military Lands and Cantonment Job Circular 2021
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি :
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ড হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৯০ টাকা।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ :
পদের নাম: সাব ডিভিশনাল অফিসার (এসডিও)
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ড হতে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৯০ টাকা।
Dmlc নিয়োগ বিজ্ঞপ্তি :
আবেদন নিয়ম: প্রার্থীগণ dmlc.teletalk.com.bd এর মধ্যেমে আবেদন করতে পারবেন।
Dmlc নিয়োগ :
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
DMLC Job Circular 2021
বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলী
প্রার্থীর বয়স ২২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীর বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহণযােগ্য নয়। বীর মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা
ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর।
অনলাইনে আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলীঃ
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে
আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://dmlc.teletalk.com.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:-
i.Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৪ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ সকাল-১০.০০টা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ বিকাল-০৫.০০টা।
উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে যে কোন টেলিটক প্রি-পেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙ্গিন ছবি (৩০০x৩০০) pixel ও স্বাক্ষর (৩০০x৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online-এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পুর্বেই
পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্প্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতাে ছবি এবং
স্বাক্ষর upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র
Submit করা সম্পন্ন প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী
Download পূর্বক রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার
করে প্রার্থী নিম্নােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০०/- + সার্ভিস
চার্জ বাবদ ৬০/- = মােট ৫৬০/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য, ‘Online-এ আবেদনপত্রের
সকল অংশ পুরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
প্রথম SMS: DMLC<Space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DMLC ABCDEF
Applicant’s Name, Tk-560/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type
DMLC<Space>Yes<Space>PIN and send to 16222.
Reply:
দ্বিতীয় SMS: DMLC<Space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: DMLC YES 12345678
Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for DMLC Application for <post
name> User ID is (ABCDEF) and password (xxxxxx).
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dmlc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য
প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে
বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়
এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ব্যবহারিক (প্রযােজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
শুধুমাত্র Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নেবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং password
পুনরুদ্ধার করতে পারবেন।
i. User ID itepcet DMLC<Space>Help<Space>User<Space>User ID Send to 16222.
Example: DMLC HELP USER ABCDEF & Send to 16222
ii. PIN Number ai a: DMLC<Space>Help<Space> PIN<Space>PIN No & Send to 16222.
Example: DMLC HELP PIN 12345678 & Send to 16222
১নং হতে ৪নং ক্রমিকের ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০/-, ৫নং হতে ৮নং ক্রমিকের ক্ষেত্রে বেতনস্কল ১২,৫০০-৩০,২৩০/- টাকা প্রদেয় হবে।
২নং হতে ৮নং ক্রমিকের ক্ষেত্রে আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক)টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.৫ এর নীচে গ্রহণযোেগ্য নয়। নিয়ােগপ্রাপ্ত শিক্ষকগণ পেনশন সুবিধা প্রাপ্য হবেন না তবে, ‘কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড’-এর সুবিধা প্রাপ্য হবেন।
৩নং ও ৪নং ক্রমিকের ক্ষেত্রে NTRCA কর্তৃক নিবন্ধনকৃত বৈধ সনদধারীগণ সহকারী শিক্ষক পদে আবেদন করবেন। ১নং, ৫নং হতে ৮নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে এ শর্ত প্রযােজ্য নয়। প্রদর্শক, সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদে প্রার্থীদের প্রিলিমিনারি (প্রয়ােজনে), লিখিত, মৌখিক ও পাঠদান/ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে।
মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে মূল সনদসমূহ প্রদর্শন করতে হবে। নিয়ােগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন দৈনিক/ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। এছাড়া আবেদনকারী মুক্তিযােদ্ধার/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা
হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। নিয়ােগের ক্ষেত্রে প্রযােজ্য কোটাসহ সরকারের প্রচলিত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে।
উক্ত চাকুরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বাের্ড পরিচালিত প্রতিষ্ঠানসমূহে বদলিযােগ্য হবে। নিয়ােগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির সংশােধন/বাতিল/শূন্যপদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা করার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।