সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর Junior Teacher পদের MCQ পরীক্ষার প্রশ্ন পত্র ও সমাধান – DMLC Exam Question Solution 2021

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পরীক্ষার প্রশ্ন সমাধান

পরীক্ষার তারিখঃ ০৬ মার্চ ২০২১

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর Junior Teacher পদের MCQ পরীক্ষার প্রশ্ন পত্র ও সমাধান

DMLC Exam Question Solution

বাংলা অংশের উত্তর

১। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? 

উত্তর:১৯০৭

২। ‘আপনা মাংসে হরিণা বৈরী’- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত? 

উত্তর: চর্যাপদ

৩।ধনপতি সওদাগর কোন নগরের অধিবাসী ছিলেন? 

উত্তর:উজানীনগর

৪। নদের চাঁদ  কোন পালাগানের চরিত্র?

 উত্তর:মহুয়া

৫।তাম্বুল শব্দের অর্থ কি? 

উত্তর: পান

৬। ”শিখা” পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ছিল? 

উত্তর:  মুসলিম সাহিত্য সমাজ

৭।’এ যে আমাদের চেনা লোক’- বাক্যে ‘চেনা’ কোন পদ।

উত্তর:  বিশেষণ

৮। শ্বশ্রূ শব্দের অর্থ কি?

 উত্তর:  শাশুড়ি

৯। কোনটি নিত্য সমাস- 

উত্তর: কালসাপ  

১০। বাবা বাড়ি নেই। এ বাক্যে ‘নেই’ কোন পদ? 

উত্তর: ক্রিয়া l

ইংরেজি অংশের উত্তর 

১১.Which is in masculine form?

 উত্তর: Drake

১২.Rahim is the third child of his family. Here “third’ is 

উত্তর: Ordinal

১৩.It costs relatively….. and you can save more. 

উত্তর: a little

১৪.It was…….expensive than I thought 

উত্তর: more

১৫.I had to run to the rickshaw 

উত্তর: keep up with

 ১৬.He said nothing ……long time 

উত্তর:

১৭.They…….to a concert tomorrow. 

উত্তর: are going

১৮.My aunt (to be) ill for nearly a weck. 

উত্তর: has been

১৯.If you lent me some money

 উত্তর: I would be grateful to you.

২০.The people in the room soup to greet him here in the room is 

উত্তর: adjective phrase

গণিত অংশের উত্তর 

২১. একটি বিন্দু  দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা গেলে দুটি বিন্দু  দিয়ে  কয়টি বৃত্ত আঁকা যাবে? 

উত্তর: অসংখ্য

২২. পনির ও তপনের আয়ের অনুপাত ৪:৩ ।তপন ও রবিনের আয়ের অনুপাত ৫:৪। পনিরের আয় ১২০ টাকা হলে রবিনের আয় কত? 

উত্তর: ৭২ টাকা

২৩.x4-x2+1 =0 x3+1/x3=? 

উত্তর: 0

২৪. 19, 33, 51, 73 …….. পরবর্তী সংখ্যাটি কত? 

উত্তর: ৯৯

২৫. ১ একরের ৫% সমান কত বর্গগজ ? 

উত্তর: ২৪২

২৬. কোন চতুর্ভুজের চারটি কোণের অনুপাত 1:2:2:3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত? 

উত্তর: ১৩৫°

২৭. দুটি সংখ্যার গুণফল 1536। সংখ্যা দুটির ল.সা.গু, 96 হলে, গ.সা.গু কত? 

উত্তর:১৬

২৮. দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৫১। তাদের পার্থক্যের এক চতুর্থাংশ সমান ১৩। বৃহত্তম সংখ্যাটি কত? 

উত্তর:৭৭

২৯. 0.1 x 0.01 x 0.001/0.2 x 0.02 x 0.002 এর মান কত? 

উত্তর:১/৮

৩০. একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে? 

উত্তর: ৬৭৫

 সাধারণ জ্ঞান অংশের উত্তর

৩১.গ্রিন হাউজ কি? 

উত্তর:কাঁচ নির্মিত সবুজ ঘর।

৩২.কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 

উত্তর:৫ জুন 

৩৩.SDG এর লক্ষ্যমাত্রা কয়টি?।

উত্তর: ১৭টি

৩৪.UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর: প‍্যারিসে

৩৫.যুক্তরাষ্ট্রের নির্বাচনে Electoral College ভ্যাটের সংখ্যা কতটি? 

উত্তর: ৫৩৮

৩৬.’বার ভূইয়া’ বলা হত কোন আমলের জমিদারদেরকে?

উত্তর: মোগল

৩৭.মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? 

উত্তর: ক্যাপ্টেন মনসুর আলী

৩৮.’আমার কিছু কথা’ গ্রন্থটির লেখক কে?

 উত্তর: শেখ মুজিবুর রহমান

৩৯.ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম কি? 

উত্তর: বিজয় কেতন

৪০.’মেছতা’ একজাতীয়?

 উত্তর: পাট।

DMLC Exam Question Solution 2021

 

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.