সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি | Combined 6 Bank Assistant Programmer Job Circular 2021

সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Combined 6 Bank Job Circular: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিম্ন বর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।আমাদের আরো চাকরির খবর পড়ুন।

Combined 6 Bank Assistant Programmer Job Circular 2021

পদের নাম: সহকারী প্রােগ্রামার (২০১৯ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ৭৬টি {সােনালী ব্যাংক লিঃ (১৭টি), জনতা ব্যাংক লিঃ (১৫টি), রূপালী ব্যাংক লিঃ(২৯টি), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন(০৮টি), প্রবাসী কল্যাণ ব্যাংক(৫টি) ও পল্লী সঞ্চয় ব্যাংক(০২টি)}।

Combined 4 Bank jobs 2021

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০… … -৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: (ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ইনফরমেশন টেকনােলজি

Combined 6 Bank job

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইজ্ঞিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী থাকতে হবে।

(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূধ্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।

(গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
(ঘ) স্বীকৃত/নিবন্ধিত কোনাে প্রফেশনাল কম্পিউটার সােসাইটির সদস্য/সহযােগী সদস্য হতে হবে।
(ঙ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের
প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে।

এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-

জিপিএ ৩.০০ বা তদূধ্বপ্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কমদ্বিতীয় বিভাগ

অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-

          অর্জিত সিজিপিএসমতুল্য শ্রেণি /   বিভাগ
৪.০০ পয়েন্ট স্কেলে/ ৫.০০ পয়েন্ট স্কেলে 
৩.০০ বা তদূধ্ব/৩.৭৫ বা তদূধ্বপ্রথম বিভাগ/শ্রেণি
২.২৫ বা তদূধ্ব কিন্তু ৩.০০ এর কম/২.৮১৩ বা তদূধ্ব কিন্তু ৩.৭৫ এর কমদ্বিতীয় বিভাগ/শ্রেণি

বয়স: ক) মুক্তিযযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোাচ্চ ৩০ বছর। খ) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন নিয়ম: Online Application Form: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০২১ তারিখ ১১:৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

All Job News Papers

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

Combined 6 BankJob Circular

Combined 6 BankJob Circular

Combined 6 BankJob Circular 2021

পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি

 

Check Also

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ –BRAC NGO Job Circular 2024: ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.