কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -(Customs, Excise and VAT Training Academy CEVTA Job Circular 2022): কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এর অধীনে নিম্নেবর্ণিত মোট ১৬ (ষোল)টি শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের দাতা নামঃ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি
জেলা নামঃ উল্লেখিত জেলা পদে পাশে
ওয়েবসাইটঃ http://cevta.gov.bd
আবেদনের শেষ তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২২
আবেদনের মাধ্যমঃ ডাকযোগে
- পদ সংখ্যাঃ ১১ টি।
- খালি পদঃ ১৬ জন।
- শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম/এসএসসি/স্নাতক।
- আবেদন ফ্রিঃ ৫০/১০০ টাকা।