আদমশুমারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Census Job Circular 2023): কোন দেশের বা কোন নির্দিষ্ট অঞ্চলের মানুষ গণনাকেই মূলত আদমশুমারি/জনশুমারি বলা হয়। পৃথিবীর প্রায় সব দেশেই নিজস্ব জনশুমারির ব্যবস্থা রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও প্রতি দশ বছর অন্তর অন্তর জনশুমারি করা হয়। পূর্বে একে আদমশুমারী বলা হলে ২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন ২০১৩ পাস হওয়া আইন অনুসারে আদমশুমারিকে ‘জনশুমারি’ নামে অভিহিত করা হয়েছে।
বিষয়ঃ “আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এর তথ্যসংগ্রহের জন্য বিবিএস বহির্ভূত জনবলের প্যানেল গঠন সংক্রান্ত। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের আওতায় আর্থসামাজিক ও জনমিতিক
জরিপ ২০২৩ এর তথ্যসংগ্রহ কার্যক্রম আগামী ২১ মে ২০২৩ তারিখে শুরু হবে। সিটি কর্পোরেশন ব্যাতীত জেলার ক্ষেত্রে জেলা প্রতি প্রায় ৪৩ (তেতাল্লিশ) জন, সিটি কর্পোরেশনসহ জেলার (ঢাকা ব্যতীত) ক্ষেত্রে প্রতি জেলায় প্রায় ৬৪ (চৌষট্টি) জন এবং ঢাকা জেলার জন্য প্রায় ৮৬ (ছিয়াশি) জন তথ্যসংগ্রহকারী তথ্যসংগ্রহ কার্যক্রমে নিয়োজিত থাকবেন। তথ্যসংগ্রহকারীদের ক্ষেত্রে বিবিএসের নিজ জনবল অপ্রতুল হওয়ায় মাঠ পর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের জন্য বিবিএস বহির্ভূত জনবল সম্পৃক্ত করা প্রয়োজন। তথ্যসংগ্রহের জন্য।
আদমশুমারি নিয়োগ ২০২৩
অফিস আদেশ দ্রুততম সময়ে করার লক্ষ্যে উপজেলাভিত্তিক ৩/৪ জন ও অন্যান্য এলাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক তথ্যসংগ্রহকারীর একটি প্যানেল প্রস্তুত করে রাখা প্রয়োজন। এক্ষেত্রে, নিম্নোক্ত শর্ত পুরণকারী নাগরিককে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
ক) এনএইচডি (NHD) প্রকল্পের ডিইও হিসেবে কর্মরত ছিলেন।
HIES প্রকল্পের তথ্যসংগ্রহকারী হিসেবে সফলভাবে কাজ করেছেন।
MICS প্রকল্পের তথ্যসংগ্রহকারী হিসেবে সফলভাবে কাজ করেছেন
ঘ) জনশুমারিতে তথ্যসংগ্রহকারী/সুপারভাইজার হিসেবে সফলভাবে কাজ করেছেন। এমতাবস্থায়, প্রতি উপজেলায় (সিটি কর্পোরেশন ব্যতীত জেলার ক্ষেত্রে) তথ্যসংগ্রহের জন্য বিবিএস বহির্ভূত ৩/৪ জন ও
অন্যান্য এলাকার ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ জনবলের একটি প্যানেল তৈরি করে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
Census Job Circular 2023
বিতরণ: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
উপপরিচালক (সকল), জেলা পরিসংখ্যান কা অনুলিপি; (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) যুগ্মপরিচালক (সকল), বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়.. সচিবের একান্ত সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকা)।
(সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য)
স্টাফ অফিসার, মহাপরিচালকের কার্যালয়, বিবিএস, পরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকা। (মহাপরিচালক মহোদয়ের সদয়
স্টাফ অফিসার, উপমহাপরিচালকের কার্যালয়, বিবিএস, পরিসংখ্যান ভবন, আগারগাঁও, ঢাকা। (উপমহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য) অফিস কপি।
বিস্তারিত দেখুনঃ
আদমশুমারি কাকে বলে,আদমশুমারি কি,জনশুমারি ও গৃহগণনা ২০২৩,আদমশুমারি নিয়োগ,আদমশুমারি ২০২৩,আদমশুমারি 2023,আদমশুমারি নিয়োগ বিজ্ঞপ্তি,জনশুমারি সার্কুলার,আদমশুমারি কতবার হয়েছে,আদমশুমারি apps,আদমশুমারি apply,আদমশুমারি bangla to english,আদমশুমারি circular,আদমশুমারি english,আদমশুমারি english meaning,আদমশুমারি in english,আদমশুমারি job,জনশুমারি job circular,english of আদমশুমারি, ২০২৩ সালের আদমশুমারি pdf,আদমশুমারি translation,আদমশুমারি ফরম 2023,জনশুমারি নিয়োগ আবেদন ফরম
আরো দেখুনঃ