কমিউনিটি বেইজড হেলথ কেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | CBHC job

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২- Community Based Health Care (CBHC) Job Circular 2022: নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ৫ টি পদে ৮০৮ জনকে নিয়োগ প্রকাশ করেছে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (CBHC)। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন শেষ তারিখ ০৯ মে, ২০২২ পর্যন্ত। আরো সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন priojob.com

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামকমিউনিটি বেইজড হেলথ কেয়ার (CBHC)
অফিসিয়াল ওয়েবসাইটhttp://communityclinic.gov.bd/
পদ সংখ্যা০৫ টি
খালি পদ৮০৮ জন
শিক্ষাগত যোগ্যতা৮ম/স্নাতক
আবেদন প্রক্রিয়াhttp://cbhc.teletalk.com.bd
আবেদনের শুরু তারিখ১০ এপ্রিল, ২০২২
আবেদনের শেষ তারিখ০৯ মে, ২০২২
আবেদনের মাধ্যমটেলিটক/অনলাইনে

আরো দেখুন: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার নিয়োগ ২০২২

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৪র্থ এইচপিএনএসপি অন্তর্ভুক্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১, বাজেট শাখা-৪ এর স্মারক নং০৭.১০৪.০১৪.২৭১১.১৬.২০১৭-২৪১, তারিখ: ১০.১২.২০২০ খ্রিস্টাব্দ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রকল্প বাস্তবায়ন-২ অধিশাখার স্মারক নং-৪৫.০০.০০০০.১৭৬.১১.০১২.২১-৩৮০, তারিখঃ ০৮.১১.২০২১ খ্রিস্টাব্দ মােতাবেক সাকুল্যে বেতন (কনসােলিডেটেড-পে) ভিত্তিক সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের মেয়াদকালীন সময় পর্যন্ত নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য উল্লেখিত সুবিধা ও শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। উক্ত পদের বিপরীতে আবেদনের জন্য ন্যনতম শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য বিবরণ নিম্নে উল্লেখ করা হল।

পদের নামঃ অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
খালি পদঃ ০২ জন।
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ স্নাতক পাশ। কম্পিউটার পরিচালনায় এমএস অফিস প্রােগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ বেতন গ্রেড- ১৪

পদের নামঃ কমিউনিটি হেলথ কেয়ার প্রােভাইডার (সিএইচসিপি)
খালি পদঃ ৭৯৭ জন।
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় দক্ষতা সম্পন্ন (এম এস অফিস ও ইন্টারনেট)।
বেতন স্কেলঃ বেতন গ্রেড- ১৪

পদের নামঃ স্টোর কীপার
খালি পদঃ ০১ জন।
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ । কম্পিউটার পরিচালনায় এমএস অফিস প্রােগ্রামসহ ডাটা এন্ট্রি অপারেটর এবং ইন্টারনেটে কাজ করার অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ বেতন গ্রেড- ১৬

পদের নামঃ গাড়ী চালক
খালি পদঃ ০৫ জন।
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ অষ্টম শ্রেনী পাশ । বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী ও ভারী যানবাহন চালনায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেলঃ বেতন গ্রেড- ১৬

পদের নামঃ অফিস সহায়ক (এমএলএসএস)
খালি পদঃ ০৩ জন।
শিক্ষাগত যােগ্যতা/অভিজ্ঞতাঃ অষ্টম শ্রেনী পাশ । দক্ষ ও সু-স্বাস্থ্য অধিকারী হতে হবে।
বেতন স্কেলঃ বেতন গ্রেড- ২০

Community Based Health Care Job Circular 2022

  • আবেদনের শুরু তারিখঃ ১০ এপ্রিল, ২০২২ 
  • আবেদনের শেষ তারিখঃ ০৯ মে, ২০২২ 
  • আবেদন নিয়মঃ http://cbhc.teletalk.com.bd

Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

CBHC job circular 2022

আবেদনের শর্ত ও নিয়মাবলীরঃ

অবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ক্রমিক নং-র ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে সকল বদন করতে পারবেন এবং ক্রমিক নং- ০২ এর ক্ষেত্রে শূন্য পদের বিপরীতে ইউনিয়নস্থ সংখিত সাবেক ওয়ার্ড বা এক ইউনিয়নের স্বপ্নী বাসিদা হতে হবে।

সিটি কর্পোরেশন অথবা পৌর এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট খানেক ওয়াত ও মহিলা প্রার্থীদের অধিকার দেয়া হবে। শূন্য পদের তালিকা কমিউনিটি বেইজড ছোলৰ কোয়ার (সিবিএইচনি) এর ওয়েব সাইট www.communityclinic.gov.bd এবং জেলা সিভিল সার্জন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

কমিউনিটি বেইজড হেলথ কেয়ার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রাণীর বয়স ২০/০৪. ২০২২ খ্রিঃ অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে ধীর মুক্তিযো/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবাদীদের গোত্রে সরকারি বিধি অনুযায়ী ৩২ বছর পর্যন্ত শিলিদেখে। ওহীদ মুক্তিযোদ্ধাদের পুনার পুকন্যাদের নারী) (হাস মুক্তিযো/শহীদ পুত্রকরার জীব ৩০ বছর।

বয়স প্রমাণের ক্ষেত্রে নেয়। সরকারী, আধা সরকারী/ অমবশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হে পরীক্ষার সময়, তারিখ ও স্থান পরবর্তীতে অন-লাইনে সংগৃহীত প্রবেশপত্র এর মাধ্যমে জানানো হবে।

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.