বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -Bangladesh Land Port Authority (BPLA) Job Circular 2022: নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ০৩ টি পদে ৩৮ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন শেষ তারিখ ০৬ আগস্ট, ২০২২র্পযন্ত। সকল চাকরির খবর আপডেট পেতে ভিজিট করুন priojob.com।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | সকল জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ |
অফিসিয়াল ওয়েবসাইট | http://bsbk.gov.bd/ |
পদ সংখ্যা | ০৩ টি |
খালি পদ | ৩৮ জন |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম/স্নাতক |
আবেদন প্রক্রিয়া | http://bsbk.teletalk.com.bd |
আবেদনের শুরু তারিখ | ০৭ জুলাই, ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ০৬ আগস্ট, ২০২২ |
আবেদনের মাধ্যম | টেলিটক/অনলাইনে |
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২২
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ নৌপরিবহন মন্ত্রণালয়ের ০৮ নভেম্বর, ২০২১ তারিখের ১৮,০০,০০০০,০২৬,২৮,০০৪.১৮(অংশ-১)-৯৮ নং স্মারকে সরাসরি নিয়োগের ছাড়পত্র প্রাপ্তির প্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে নিম্নোক্ত ৩৮ (আটত্রিশ)টি শূন্য পদে সরাসরি লোক নিয়োগের নিমিত্ত প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://bsbk.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পদের নামঃ ওয়ারহাউজ/ ইয়ার্ড সুপারেনটেনডেন্ট
পদ সংখ্যাঃ ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নামঃ ক্যাশিয়ার
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নামঃ মেডিকেল এটেনডেন্ট
পদ সংখ্যাঃ ০১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/সমমানের ডিগ্রী।
বেতন স্কেলঃ ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
Bangladesh Land Port Authority Job Circular 2022
- আবেদন শুরু তারিখঃ ০৭ জুলাই, ২০২২
- আবেদন শেষ তারিখঃ ০৬ আগস্ট, ২০২২
- আবেদন প্রক্রিয়াঃ http://bsbk.teletalk.com.bd
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ
স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলীঃ
সকল পদের জন্য প্রার্থীর বয়স ০৭-০৪-২০২১ খ্রিঃ তারিখে সর্বোচ্চ বয়সসীমা ৩০ (ত্রিশ) বছর হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bsbk.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পুরণ করতে হবে।
স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ
আবেদনের সময়সীমা নিম্নরূপ: Online এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৭-৭-২০২২ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা। ii. Online আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ০6-08-2022 খ্রিঃ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা।সময়সীমার মধ্যে user ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
ছবি (Phota) স্বাক্ষর (Signature) সংক্রান্ত: ছবি (Photo) আপলোড: Online এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্য প্রস্থ) ৩০০×500 Pixel (JPG Format) এর কম বা বেশি নয় ( File size 100 KB এর বেশি গ্রহণযোগ্য নয়) এবং অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে। উল্লেখ্য, সাদা-কালো ছবি গ্রহণযোগ্য হবে না। Applicant’s copy-তে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। সানগ্লাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাক্ষর (Signature) আপলোড: Online এ আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে (দৈর্ঘ্য গ্রন্থ) ৩০oxo Pixel এর কম বা বেশি নয়। File size 60KB এর বেশি গ্রহণযোগ্য নয়) এরূপ মাপের স্বাক্ষর আপলোড করতে হবে। Applicant’s copy-তে স্বাক্ষর মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে। Home Page এর (Photo & Signature Validator) Menu তে ক্লিক করলে Photo এবং Signature সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদন করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। (ঘ) প্রার্থী Online এ পুরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন।