বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ – BGDCL Job Circular 2021

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

BGDCL Job Circular 2021 :বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এ নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি জনবল নিয়ােগের লক্ষ্যে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে অনলাইন (Online) পদ্ধতিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।

Bakhrabad Gas Distribution Company Limited Job Circular 2021

পদের নাম: সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক(কারিগরি)
পদ সংখ্যা: ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় ৫ বৎসরের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং খ) শিক্ষা জীবনে ন্যূনতম একটি ১ম
বিভাগ/শ্রেণী জিপিএ/সিজিপিএ থাকতে হবে। গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে অথবা সমমানের না।
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ)
পদ সংখ্যা: ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে শ্রেণী/৪ বছর মেয়াদী সম্মানে ২য় শ্রেণী খ) শিক্ষা জীবনে ন্যূনতম একটি ১ম বিভাগ/শ্রেণী জিপিএ/সিজিপিএ থাকতে হবে গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় অথবা সমমানের না।
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব/রাজস্ব নিরীক্ষা)
পদ সংখ্যা: ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণী/সিএ (ন্যূনতম নলেজ লেভেল)/ আইসিএমএ (প্রফেশনাল বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মানে ২য় শ্রেণী খ) শিক্ষা জীবনে ন্যূনতম একটি ১ম বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে লেভেল-১)/এমবিএ/সংশ্লষ্ট গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে না।
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

Bakhrabad Gas Distribution Company Job Circular

পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ০৪ টি। 
শিক্ষাগত যোগ্যতা: ক) সরকার অনুমােদিত শিক্ষাপ্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং খ) শিক্ষা জীবনে ন্যূনতম একটি ১ম
বিভাগ/শ্রেণী জিপিএ/সিজিপিএ থাকতে হবে গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে অথবা সমমানের না।
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম: সহকারী কর্মকর্তা (কারিগরি)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) বিএসসি ডিগ্রী খ) শিক্ষা জীবনে নযূনতম একটি ১ম বিভাগ/শ্রেণী জিপিএ/সিজিপিএ থাকতে হবে গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে অথবা সমমানের না।
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

BGDCL Job Circular

পদের নাম: সহকারী কর্মকর্তা (সাধারণ)
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) স্নাতকোত্তর/৪ বছর মেয়াদী সম্মানে ২য়শ্রেণী সরকারী/স্বায়ত্তশাসিত প্রশাসনিক ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতাসমেত স্নাতক ডিগ্রী খ) শিক্ষা জীবনে ন্যূনতম একটি ১ম বিভাগ/শ্রেণী জিপিএ/সিজিপিএ থাকতে হবে গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে সরকারী/আধা- প্রতিষ্ঠান/সংস্থায় অথবা অথবা সমমানের না।
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি নিয়োগ

পদের নাম: সহকারী কর্তকর্তা (হিসাব/রাজস্ব)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: ক) বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর/সংশ্লষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী সম্মানে ২য় শ্রেণী সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান/সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের
অভিজ্ঞতাসমেত বি,কম খ) শিক্ষা জীবনে ন্যূনতম একটি ১ম বিভাগ/শ্রেণী জিপিএ/সিজিপিএ থাকতে হবে গ) কোন পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযােগ্য হবে না। 
বয়স: ৩০ বছর। 
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

আবেদন নিয়ম: bgdcl.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।

BGDCL Job 2021

আবেদন শুরু সময়: ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।
আবেদন শেষ সময়: ১৫ মার্চ ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Online Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

BGDCL Job Circular 2021

BGDCL Job Circular 2021

BGDCL Job Circular 2021

iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন ফরম Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

আবেদনের পদ্ধতি :
Online-এ আবেদন ফরম-এ প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

gas company job circular 2021

Online-এ আবেদন ফরম-এ পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদন ফরম Submit করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন ফরম এর একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

SMS প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদান :

Online-এ আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মােতাবেক ছবি ও স্বাক্ষর Upload করে আবেদন ফরম Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application preview দেখা যাবে।

BGDCL Job

নির্ভুলভাবে আবেদন ফরম Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s

copy 1AI 1 te Applicant’s copy Download 4 afa ferG E Applicant’s copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এ User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন

Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২(দুটি) SMS করে আবেদন ফি বাবদ ৮ ৬৭২.০০ (Teletalk-এর সার্ভিস চার্জসহ) অফেরৎযােগ্য অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, Online-এ আবেদন ফরম এর সকল অংশ পূরণ করে Submit করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদন ফরম কোন অবস্থাতেই গৃহীত হবে না।

প্রথম SMS : BGDCL<space>User ID লিখে send করতে হবে 16222 নম্বরে।

Example : BGDCL ABCDEF and send to 16222.

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Reply: Applicant’s Name, Post name, Tk. 672.00 (Including TBL Service Charge) will

be charged as Application fee. Your PIN is (8 digit number) e.g12345678.

দ্বিতীয় SMS : BGDCL<space>Yes< space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Example : BGDCL Yes 12345678 and Send to 16222.

Reply : Congratulations Applicant’s Name, payment completed successfully for BGDCLApplication for <Post name>User ID is (ABCDEF) and PIN (xxxxxXxx).

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bgdcl.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে। Online আবেদন ফরম-এ প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা

সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পূর্ণ করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।

SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ,

সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্যসন্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন Print করে নিবেন। প্রার্থী এই Admit Card-টি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।

গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নিয়োগ

শুধু Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

i. User ID I «a : BGDCL<space>Help< space>User<space> User ID & Send to16222.

Example : BGDCL HELP USER ABCDEF & send to 16222.

ii. PIN Number : BGDCL<space>Help<space>PIN<space> PIN No. & Send

bgdcl.teletalk.com.bd

to 16222.Example : BGDCL HELP PIN 12345678 & Send to 16222.

Online-এ আবেদন করতে কোন সমস্যা হলে Teletalk নম্বর থেকে ১২১ নম্বরে অথবাrecruitment@bgdcl.gov.bd -a C a ae

লিখিত ও মৌখিক পরীক্ষার নােটিশ প্রার্থীর মােবাইলে SMS-এর মাধ্যমে ও বিজিডিসিএল ওয়েবসাইট www.bgdcl.goy.bd এর মাধ্যমে জানানাে হবে।

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.