বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি – BFDC Job Circular 2021

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

BFDC Job Circular: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি, নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়ােগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যােগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী ও প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।

Bangladesh Fisheries Development Corporation Job Circular 2021

পদের নাম: বাজারজাতকরণ অফিসার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বাণিজ্য ও পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: ষ্টোর অফিসার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, বাণিজ্য ও পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

পদের নাম: প্রশাসনিক অফিসার
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

BFDC Job Circular

পদের নাম: ফিস প্রসেসিং টেকনিশিয়ান
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: কেমিষ্ট্রি বা বায়ােকেমিষ্ট্রি বা প্রাণীবিদ্যা বা মৎস্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: সহকারী বাজারজাতকরণ অফিসার
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

পদের নাম: হিসাবরক্ষক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ

পদের নাম: সহকারী অডিটর
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রী তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বয়স:
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: ফিস প্রসেসিং সহকারী
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: কেমিষ্টি, প্রাণীবিদ্যা বা মৎস্য বিজ্ঞানে স্নাতক ডিগ্রী, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

Fisheries Job Circular

পদের নাম: ড্রাইভার (ফেরীবােট)
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশসহ লঞ্চ বা স্পীড বােট বা ফেরী বােট চালানাের বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে ৫ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: কালেকশন ও ডেলিভারী সহকারী
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে ২ বৎসরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: বাজেট সহকারী
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সাটিফিকে, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া
হইবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: বিল সহকারী
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: সহকারী নিরাপত্তা পরিদর্শক
পদ সংখ্যা: ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা: সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়েক বা সমমানের প্রাক্তন সদস্য।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

মৎস্য নিয়োগ

পদের নাম: অপারেটর
পদ সংখ্যা: ০৫ টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেটসহ ১ (এক) বৎসর মেয়াদি ট্রেড কোর্স সার্টিফিকেট, তবে সংশ্লিষ্ট কাজে ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা শিথিল করা হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরি (নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক)
পদ সংখ্যা: ১০ টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ এবং ইংরেজীতে ৩০ শব্দের গতি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক (এম.এল.এস.এস.)
পদ সংখ্যা: ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: গার্ড
পদ সংখ্যা: ২১ টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন নিয়ম: bfdc.teletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু সময়: ০১ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।
আবেদন শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Online Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

BFDC Job Circular

BFDC Job Circular

BFDC Job Circular 2021

২। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পুরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে:
(ক) ১১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ/২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ তারিখে ১৩ নং ক্রমিকের পদ ব্যতীত অন্যান্য পদের সাধারণ প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর এবং মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র কন্যার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। ১৩ নং ক্রমিকের সহকারী নিরাপত্তা পরিদর্শক পদের প্রার্থীর বয়সসীমা ১৮-৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।

(খ) শুধুমাত্র সরকারি, আধা সরকারি ও আয়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অনলাইন আবেদন পত্র পুরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন দিতে হবে এবং প্রার্থীকে মৌথিক পরীক্ষার সময় অবশ্াই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

(গ) অনলাইনে আবেদল ব্যতীত মুল্রিহস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযােগে বা অনা কোন উপায়ে প্রেরণ করা হলে তা প্রহণযােগ্য হবে না। অসম্পূর্ণ ভুল তথ্য সংবলিত আবেদনপত্র কোনাে কারণ দর্শানাে ব্যকতিরেকে বাতিল করা হবে। (s) প্রা্থীদের লিখিত, মৌখিক ও ব্যবহারিক (প্রযােক্্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন প্রকার টিএ/ডিএ
প্রদান করা হবে না।

(চ) পরীক্ষা সহক্রান্ত তথ্যাদি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ওয়েবসাইটে (www.bfdc.gov.bd) পাওয়া যাবে।
(ছ) পরীক্ষার সময় মােবাইল ফোন বা অন্য কোন ইলেকটরনিক ডিডাইস বহন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে।
(জ) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনাে তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ বা ভুয়া প্রমাণলিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রাথীর প্রার্থীতা যে কোন পর্যায়ে বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যখাযথ আইনানুগ বাবস্থা গ্রহণ করা হবে। ভুল তথা/জাল কাগজপত্র প্রদর্শন করে কোন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরিপ্রাপ্ত হলে তার প্রার্থীতা বাতিলসহ চাকরি হতে যে কোন পর্যায়ে অব্যাহতি প্রদান/অপসারণ/বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ বাবস্থা গহণ করা হবে।

৩। মৌথিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। (ক) প্রার্থীর সকল শিক্ষাগত যােগাতা ও অভিজ্ঞতা সনদপত্র (প্রযােজ্য ক্ষেত্রে);
(খ) প্রার্থী যে ইউনিয়নপৌরসভতা এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র;
(গ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্;
(ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদপত্র;

(s) মুক্তিযােদ্ধার পুত্র-কন্যা/পুত্র কন্যার পুত্র কন্যা হিসেবে চাকুরী প্রার্থীকে মুক্তিযােদ্ধা পিতামাতা/দাদা/দাদী/নানা/নানীর মুক্তিযােদ্ধা সনদপত্র (যাে যথাযখভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আাক্ষরিত ও প্রতিয়াক্ষরিত)। মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধার পুত্র-কন্যার পুত্র/কন্যার কেত্রে এ সনদপত্রের সাথে আবেদনকারী যে

মুক্তিযােদ্ধা/শহীদ মুক্তিযােন্ধার পুত্র-কন্যার পুত্র-কন এর স্বপক্ষে প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারময়ন/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউসিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র;

মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ ২০২১

(চ) এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল প্রা্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(ছ) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে জেলা প্রশাসক/জেলা আনসার এডজুটেন্ট কর্তৃক প্রদত্ত সনদপত্র;
(জ) ক্ষুদ্র নু-গােষ্ঠী কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যকৃত সনদপত্র; (4) Online-a “Au I CAR (Applicant’s Copy):
(এ) ্রমিক ৯নং পদের প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতার সনদপত্র;
(ট) ক্রমিক ১৫নং পদের প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র; (3) Departmental Candidate

৪। নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত যে কোনাে বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছুড়ান্ত বলে গণ্য হবে।

৫। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ৯, ১৪ ও ১৫ নং ক্রমিকভুক্ত ড্রাইভার (ফেরীবােট), অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক) পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রা্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

৬। সরকারের সর্বশেষ বিধি/আদেশ/প্রজ্ঞাপন মােতাবেক কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নিয়ােগ প্রদান করা হবে।

মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি

৭। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি করার অধিকার সংরক্ষণ এবং কোন কারণ দর্শানাে বাতিরেকে এ নিয়ােগ প্রক্রিয়া সম্পূর্ণ/আংশিক বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।

৮। উপরে উল্লেখ করা হয়নি, এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধি-বিধান প্রযােজয হবে।

৯। অনলাইনে আবেদনপত্র পূরুণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবনী

ক, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পুরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:

(1) Online-এ আবেদনপত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০৯ ফেবক্রুয়ারি ২০২১ খ্রি:, সকাল ১০:০০ ঘটিকা।

( ii) Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২৯ খ্রি, বিকাল ৫:০০ ঘটিকা।

(iv) উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Onine-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্র) মন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ জমা দিতে পারবেন। উক্ত ৭২ (বাহাত্তর) মন্টার মধ্যে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ প্রদানে বাযর্থ হলে প্রার্থীর আবেদনপত্র বাতিল
বলে গণ্য হবে।

খ. Online-এ আবেদনপত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈ্ঘা ৩০০ x প্রস্থ ৩০০ pixe) ও যাক্ষর (দৈ্ঘয ৩০০ x প্রস্থু ৮০ pixe0 সকান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও সবাক্ষরের সাইজ সর্বোাচ্চ ৪0KB হতে হবে।

গ, Online আবেদনপত্রে পুরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Sutmit করার পূর্বেই পুরণকৃত সকল তথার সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online-এ পুরণকৃত আবেনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপ পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়ােঞ্জনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময় ০১ (এক) কপি জমা দিবেন।

উ. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পুরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload ee e Submit RH fiSiCA R Application Preview OT gerSca ICMA Submit na

প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicants copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী Download পূর্বক রঙিন প্রিন্ট করে

সংরক্ষণ করবেন। Applicant’s copy তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর বাবহার করে প্রার্থী নিমােক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নছরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে ১ হতে ৬ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০০ (পাঁচশত) টাকা ও

Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬০/- (ষাট) টাকাসহ সর্বমােট ৫৬০/- (পাচশত যাট) টাকা এবং ৭ হতে ১৭ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ৪০০/- (চারশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৪৮/- (আটচল্লিশ) টাকাসহ সর্বমােট ৪৪৮- (চারশত আটচল্লিশ) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর)

ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online-এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।

SMS: BFDC <space> User ID f Send cs 4 16222 NCI

SMS: BFDC <space> YES <space> PIN fte send ats e 16222 HCAI

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bfdc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে)

যথাসময়ে জানানাে হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মােবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যােগাযােগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপস্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাক্চনীয়।

ছ. SMS-এ প্রেরিত User ID এবং Password বাবহার করে পরবর্তীতে রােল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার স্থান/কেন্দ্রের নাম

ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙ্গিন Print করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশাই প্রদর্শন করবেন।

জ, শুধু টেলিটক প্রি-পেইড মােবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেন।

O User ID BFDC <space> Help <space> User <space> User ID & Send to 16222.

Example: BFDC Help User ABCDEF & Send to 16222

() PIN Number a H BFDC <space> Help <space> PIN <space> PIN No & Send to 16222

Example: BFDC Help PIN ABCDEF & Send to 16222

ঝ. অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজ দায়িত্বে সম্পন্ন করবেন। এক্ষেত্রে কোন কম্পিউটার দোকানদার হতে উক্ত কাজ সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না।

এ. Online-এ আবেদন করতে কোনাে সমস্যা হলে যে কোন টেলিটক মােবাইল নম্বর থেকে ১২১ এ কল করুন। এছাড়াও vas.query@teletalik.com.bd বা email@bfdc.gov.bd ই-মেইলে যােগাযােগ করা যাবে।

Check Also

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ –BRAC NGO Job Circular 2024: ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.