বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Bangladesh Bank Job Circular 2022): বাংলাদেশ ব্যাংকে Chief Legal Affairs Officer (মূখ্য আইন কর্মকর্তা) পদে ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক একজন কর্মকর্তা নিয়োগের জন্য নিম্নেবর্ণিত শর্তাধীন বাংলাদেশি নাগিরকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের দাতা নাম | বাংলাদেশ ব্যাংক |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.bb.org.bd/ |
আবেদনের শেষ তারিখ | ০৪ অক্টোবর, ২০২২ |
আবেদনের মাধ্যম | ই-মেইলে/ডাকযোগে |
বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২২
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী।
- অভিজ্ঞতাঃ আইন বিষয়ক পেশায় কমপক্ষে ২৫ (পঁচিশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক সম্মানীঃ আলোচনা সাপেক্ষ।
- চুক্তির মেয়াদঃ ০৩ (তিন) বছর। প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।
আবেদনের পদ্ধতিঃ আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ১, বাংলাদেশ ব্যাংক, প্রধান ভবন, ৬ষ্ঠ তলা, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd ই-মেইলে আগামী ০৪/১০/২০২২ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।