বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (Bangladesh Bank Job Circular 2022): বাংলাদেশ ব্যাংকে Chief Legal Affairs Officer (মূখ্য আইন কর্মকর্তা) পদে ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক একজন কর্মকর্তা নিয়োগের জন্য নিম্নেবর্ণিত শর্তাধীন বাংলাদেশি নাগিরকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| প্রতিষ্ঠানের দাতা নাম | বাংলাদেশ ব্যাংক |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://www.bb.org.bd/ |
| আবেদনের শেষ তারিখ | ০৪ অক্টোবর, ২০২২ |
| আবেদনের মাধ্যম | ই-মেইলে/ডাকযোগে |
বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২২
- শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে নূন্যতম স্নাতক ডিগ্রী।
- অভিজ্ঞতাঃ আইন বিষয়ক পেশায় কমপক্ষে ২৫ (পঁচিশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- মাসিক সম্মানীঃ আলোচনা সাপেক্ষ।
- চুক্তির মেয়াদঃ ০৩ (তিন) বছর। প্রয়োজনে উভয় পক্ষের আলোচনা ও সম্মতিক্রমে নবায়নযোগ্য।
আবেদনের পদ্ধতিঃ আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট ১, বাংলাদেশ ব্যাংক, প্রধান ভবন, ৬ষ্ঠ তলা, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে অথবা gm.hrd@bb.org.bd ই-মেইলে আগামী ০৪/১০/২০২২ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

