বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Air Force (BAF) Job circular 2024: বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন ৯১ BAFA কোর্স নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। বিমান সেনা নিয়োগ সার্কুলারে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে পড়ুন। আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না।

বিমান বাহিনী নিয়োগ ২০২৪

আবেদনের শুরু তারিখঃ ০১ মে, ২০২৪
আবেদনের শেষ তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

আবেদন পদ্ধতিঃ সরাসরি https://joinairforce.baf.mil.bd/apply ওয়েবসাইটে ‘Apply Now এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে Login ‘ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে।

বিমান বাহিনী অফিসার ক্যাডেট আবেদনের শারীরিক মান (ন্যূনতম)।

উপযুক্ততাপুরুষমহিলা
উচ্চতা :কমপক্ষে ৬৪ ইঞ্চিকমপক্ষে ৬২ ইঞ্চি
ওজন :বয়স ও উচ্চতানুযায়ীবয়স ও উচ্চতানুযায়ী
বুকের মাপস্বাভাবিক কমপক্ষে ৩২ ইঞ্চি,প্রসারণ ২ ইঞ্চিস্বাভাবিক ৭কমপক্ষে ২৮ ইঞ্চি,প্রসারণঃ ২ ইঞ্চি
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট আবেদনের শিক্ষাগত যোগ্যতাঃ

মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।
অথবা
GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.