বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ । BHDC Job

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় , স্থানীয় সরকার বিভাগ , ঢাকার ১০/০৬/২০২১ খ্রিঃ তারিখের ৪৬.০৮৩.০১১.০৩.০১.০০৩ (অংশ) .২০১১,৩১২ নং স্মারকমূলে প্রদত্ত ছাড়পত্র – এ বর্ণিত শর্ত মােতাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের ৩ য় ও ৪ র্থ শ্রেণীর নিম্নোক্ত শূন্য পদে লােক নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে চাকরি আবেদন আহবান করা যাচ্ছে ।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ ২০২১

চাকরির ধরন সরকারি চাকরি
জেলাউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নামবান্দরবান পার্বত্য জেলা পরিষদ
ওয়েবসাইটhttp://bhdc.gov.bd
পদ সংখ্যা০৬ টি
খালি পদ২১ জন
শিক্ষাগত যোগ্যতা৮ম/এইচএসসি
আবেদন শেষ তারিখ২১ অক্টোবর ২০২১
আবেদন ঠিকানাঅফিস চলাকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌছাতে হবে
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর 

Bandarban Hill District Council Job Circular 2021

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
খালি পদ : ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান।
বেতন স্কেল :  ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : ক্যাশিয়ার
খালি পদ : ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান।
বেতন স্কেল :  ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : হিসাব সহকারী
খালি পদ : ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমান।
বেতন স্কেল :  ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : নলকূপ মেকানিক
খালি পদ : ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ।
বেতন স্কেল :  ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম : অফিস সহায়ক
খালি পদ : ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল :  ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম : চৌকিদার
খালি পদ : ০৩ জন।
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণি পাশ।
বেতন স্কেল :  ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদন শেষ সময়ঃ ২১ অষ্টোবর ২০২১ তারিখে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

BHDC Job Circular 2021

শর্তবলী

১) অনলাইনে বা চেয়ারম্যান, বান্দরাবন পার্বত্য জেলা পরিষদ বরাবর স্ব-হস্তে লিখিত/পূরণকৃত সরকারি চাকরি আবেদনপত্র 

তারিখের বিকাল : ৫.০০ টার মধ্যে অফিস চলাকালীন সময়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌছাতে হবে। উক্ত তারিখ/সময়ের পরে অনলাইনে কিংবা সরাসরি, ডাকযােগে বা অন্যকোন উপায়ে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবেনা।

২) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইট : www.bhdc.gov.bd – তে প্রবেশ করে আভ্যন্তরীন ই-সেবায় “অনলাইন চাকরি

www.bhdc.gov.bd job circular 2021

বান্দরবান চাকরি

৩) আবেদনকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার অনুকূলে নির্ধারিত হবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমমতদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়ােগ বিধিমালা, ২০১৯- এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় নিয়ােগের অগ্রাধিকার দেয়া হবে।

৪) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী মেধা ক্রমানুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে (উপজেলাভিত্তিক)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদসমূহ পূরণ করা হবে। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক’ এর পদসমূহ পূরণ করা হবে।

৫) বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলার কোটায় বিবেচিত হবে।

BHDC Job Circular

৬) ২৫/০২/২০২১ খ্রি: তারিখে প্রার্থীর বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযাদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৭) অসত্য/ভুয়া তথ্য সংবলিত/ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্তকোন তথ্য বা কাগজপত্র নিয়ােগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়ােগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়ােগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৮) পােষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে অবশ্যই পোষ্য কোটার স্বপক্ষে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। এর ব্যত্যয় হলে তার প্রার্থীতা পোষ্য কোটায় বিবেচনা করা হবে না।

৯) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর ব্যাখ্যা অনুযায়ী “পােষ্য” অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন

বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর

সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্রমতে, তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন শুধুমাত্র তারাই পোষ্য কোটার প্রার্থী হিসেবে বিবেচিত হবে।

BHDC Job

১০) কোটার প্রার্থীগণ স্ব-স্ব আবেদনপত্রের খামের শিরোভাগে লাল কালিতে কোটার নাম, পুরুষ/মহিলা প্রার্থী এবং উপজেলার নাম লিখতে হবে।

১১) সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানসমূহে চাকুরিরত/কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্র দাখিল করতে হবে। অগ্রিম কপি গ্রহণযােগ্য নহে।

১২) আবেদনপত্রে স্পষ্টাক্ষরে- (ক) আবেদনকারীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) বর্তমান ঠিকানা, (ঙ) পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা,

(চ) শিক্ষাগত যােগ্যতা, (ছ) অভিজ্ঞতা (যদি থাকে), (জ) জন্ম তারিখ, (ঝ) বয়স (২৫/২/২০২১ তারিখে), (এ) ধর্ম, (ট) জাতীয়তা,

(ঠ) বৈবাহিক অবস্থা, ড) পুরুষ/মহিলা, ঢ) মোেবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।

১৩) স্ব-হস্তে লিখিত আবেদনকারীদেরকে আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনকারীদের মধ্যে যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনােনিত হবেন তাদেরকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি মৌখিক পরিক্ষার পূর্বে দাখিল করতে হবে।

ক) সদ্যতােলা পাসপাের্ট সাইজের ৪ কপি রঙিন ছবি।

খ) বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে বােমাং সার্কেল চীফ/জেলা প্রশাসক এর প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র।

গ) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্র/ সাময়িক সনদপত্র।

ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকতা সনদপত্র।

৬) জাতীয় পরিচয়পত্রের উভয় পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি এবং জন্ম নিবন্ধনের কপি।

চ) পােষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক (০১/০১/২০২১ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পােষ্য সনদপত্র।

ছ) সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের কোটার প্রার্থীদের প্রমাণের ক্ষেত্রে: –

১) মুক্তিযােদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযাদ্ধার প্রয়ােজনীয় কাগজপত্র এবং

২) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।

১৪) প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদু্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের এর নিচে নামসহ সীল থাকতে হবে।

১৫) নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগ কমিটির ১৮/০১/২০২১ খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত অনুসরণ করা হবে।

১৬) লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

১৭) আবেদনপত্রের সাথে নিম্ন্বাক্ষরকারী অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পােস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।

১৮) আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না। এছাড়া অনিবার্য কারণবশত: নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বান্দরবান জেলার নিয়োগ বিজ্ঞপ্তি

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.