Article কাকে বলে? কত প্রকার ও কি কি?
Article:
Article বা পদাশ্রিত নির্দেশক সাধারণ Noun এর পূর্বে বসে এবং কিছু ক্ষেত্রে Adjective বা Adverb এর পূর্বে বসে। A, An, The হচ্ছে Article. Part of speech হিসাবে এগুলো Adjective এ অন্তর্ভুক্ত।
Article দুই প্রকার। যথাঃ
1. Definite Article – The
2. Indefinite Article – a, an.
1. Definite Article:
Noun কে নির্দিষ্ট করে বুঝালে Definite Article ‘ The ‘ ব্যবহৃত হয়।
Example :
The doctor came here.
The girl is beautiful.
2. Indefinite Article:
আর Noun কে অনির্দিষ্ট করে বুঝালে Indefinite Article a, an ব্যবহৃত হয়।
সাধারণত শব্দের এর শুরুতে consonant থাকলে তাদের পূর্বে a বসে আর শব্দের শুরুতে vowel থাকলে তাদের পূর্বে an বসে।
Example :
He is a teacher.
My father is an engineer.
Article এর ব্যবহারঃ
a, an এর ব্যবহার
Rule – 1ঃ শব্দের শুরুতে যদি U থাকে এবং U এর উচ্চারণ যদি ‘ইউ ‘ হয় তাহলে vowel হওয়া স্বত্বেও শব্দের পূর্বে an এর পরিবর্তে a বসে।
Example:
Tasin is an unfortunate boy.
The basket has an egg.
Rule – 2ঃ সাধারণত O দ্বারা গঠিত শব্দের পূর্বে an বসে কিন্তু O এর উচ্চারণ যদি ‘ ওয়া ‘ হয় তাহলে an এর পরিবর্তে a বসে।
Example:
A one-dollar note.
Rule- 3ঃ কোন শব্দের প্রথম অক্ষর h হলে এবং এর উচ্চারণ ‘ হ ‘ না হয়ে ‘ ও ‘ হয় তাহলে শব্দটির পূর্বে an বসে।
Example:
She is an honest girl.
An hour ago.
Rule- 4ঃ Abbreviated word বা শব্দ সংক্ষেপ শব্দের উচ্চারণ যদি consonant হয় তাহলে a বসে আর vowel হলে an বসে।
>>নিম্নে যেসকল শব্দ সংক্ষেপ শেষে an বসে।
an M.A
an M.P
an M.B.B.S
an S.P
an L.L.B
an F.C.P.S
an F.R.C.S
>>নিম্নের যেসকল শব্দ সংক্ষেপ শেষ a বসে।
a D.C
a B.A
a Bsc
a P. hd
Example:
My father is an M.B.B.S doctor in Zila hospital.
He is a Bsc Teacher.
Rule- 5ঃ প্রথমবার উল্লেখিত ব্যক্তি বা বস্তু পূর্বে a, an বসে।
Example:
I saw a car at my house.
Rule- 6ঃ সংখ্যাবাচক one এর পরিবর্তে a/an বসে।
Example:
One year – a year
One orange – an orange
Rule- 7ঃ Couple, dozen, hundred, thousand, million, score ইত্যাদি সংখ্যাবাচক শব্দের পূর্বে a বসে।
Example:
A thousand people protest government rule.
I have a/one thousand tk.
Rule- 8ঃ Each এবং per অর্থে a/an বসে।
Example:
He earns one thousand tk per/each day.
Rule- 9ঃ Abstract noun যখন Common noun হিসাবে ব্যবহৃত হয়। তখন তার পূর্বে a/an বসে।
Example:
Daina was a beauty.
Rule- 10ঃ Superlative sentence এ যখন most বলতে খুব বেশি বুঝায় তখন the এর পরিবর্তে a বসে।
Example:
He is a most wonderful girl.
The car is a most expensive car.
Rule- 11ঃ এক জাতি বা একই জাতীয় সকলকে বুঝাতে singular noun এর পূর্বে a/an বসে।
Example:
A rose is red.
A child needs milk.
Rule- 12ঃ Few, little, great, lot of, good deal এগুলো পূর্বে পরে a/an বসে।
Example:
He has a few books about psychological.
Kazi Nazrul Islam was a great writer.
Rule- 13ঃ Half পূর্ণ সংখ্যা পরে বসলে এর পূর্বে a বসে।
Example:
They want one and a half share.
Rule- 14ঃ Price, ratio, speed ইত্যাদি প্রকাশে a/an ব্যবহার করা হয়।
Example:
The driver drives the bus 70 kilometres an hour.
Rule- 15ঃ Headache, cough, cold, temper, raze, hurry, interest ইত্যাদি পূর্বে গঠন গত ভাবে a/ an বসে।
Example:
It was an interesting movie.
He had a headache.
Rule- 16ঃ একাধিক Adjective একই ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ প্রকাশ করলে প্রথম Adjective এর সাথে a/an ব্যবহৃত হয়।
Example:
He had a red and blue car.
Neha buys a pink and yellow color Shari.
>>যদি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে উভয় Adjective সাথে Article a/an বসবে।
Rule- 17ঃ Adjective এর পূর্বে so অথবা too থাকলে তখন Adjective পরে a/an বসে।
Example:
A bus is so useful a vehicle in high road.
Rule- 18ঃ Many, What, Half, Rather, But, How, Quiet, এবং Such এর পর Singular common noun ব্যবহৃত হলে তার পূর্বে a/an বসে।
Example:
It is rather a beautiful task.
Rule- 19ঃ তুলনা বুঝাতে দুইটি Noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে প্রথম Noun টি পর্বে a/an বসবে।
Example:
He is a writer and teacher.
>>যদি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝায় তাহলে উভয় Noun সাথে Article a/an বসবে।
Rule – 20ঃ কারো সৃষ্টি বা তৈরি কোন কিছুর নামের আগে Article a/an ব্যবহৃত হয়।
Example:
He is reading a Nazrul poetry book.
the এর ব্যবহার
Rule-1ঃ নিদিষ্ট করে এক বা একাধিক বস্তুকে বুঝাতে Article এ the ব্যবহৃত হয়।
Example:
The man goes to Dhaka.
The girl is beautiful.
Rule-2ঃ Nationality প্রকাশে the ব্যবহৃত হয়।
Example:
The Bangladeshi people have patriotism.
Rule- 3ঃ সমগ্র জাতিকে বুঝাতে singular noun এর পূর্বে the বসে।
Example:
The poor are happy.
The rich are not always happy.
The dog is a beneficial animal.
Rule-4ঃ পর্বতশ্রেণী, মহাকাব্য, দ্বীপপুজ্ঞ, ঝতু, বিখ্যাত অট্টালিকা, র্ধমগ্রন্থ, সংবাদপত্র, ট্রেন, বিমান, জাহাজ, সাগর, মহাসাগর, নদী নামের পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
The Taj Mahal is a famous place.
The winter morning is beautiful.
The Bay of Bangla is the world largest sea beach.
Rule- 5ঃ সূর্য, তারা, আকাশ, চন্দ্র, দিক, ঐতিহাসিক ঘটনা, তারিখ ইত্যাদি আগে the বসে।
Example:
The 16th of December is Victory day.
The sun is bright in the sunshine day.
Rule- 6ঃ Superlative শব্দের পূর্ব the বসে।
Example:
Bangladesh is the most famous country in South Asia.
India is the biggest country in South Asia.
Rule- 7ঃ Mumps, measles, gout ইত্যাদি রোগের নামের পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
The measles is not a dangerous disease.
Rule- 8ঃ যেসকল Noun প্রকৃতিতে একটি মাত্র বিরাজ করে।সে-সকল Noun এর আগে the ব্যবহৃত হয়।
Example:
The moon is always fascinated by all.
The mars are saliva planet
Rule- 9ঃ Material আর Abstract noun নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
The book of library is a store of knowledge.
The gold of South Africa is pure.
Rule- 10ঃ Numerical word পূর্বে the ব্যবহৃত হয়।
Example:
I am the second boy in the class.
Rule- 11ঃ Road এর পূর্বে the বসে কিন্তু street আর Avenue পূর্বে কোন Article বসে না।।
Example:
I am waiting for you on the Chittagong road.
He brought the picture from Bangabandhu Avenue.
Rule- 12ঃ দেশের শব্দ সংক্ষেপ এর আগে the বসে।
Example:
The UK (United Kingdom)
Omission of articles (যেখানে Article বসে না।)
Rule- 1ঃ Material Noun ও Proper Noun নিদিষ্ট করে না বুঝালে তাদের পূর্বে Article বসে না।
Example:
Chittagong is a big city in Bangladesh.
Gold is an expensive metal.
Rule- 2ঃ Abstract noun এর পূর্বে Article ব্যবহার হয় না।
Example:
Kindness is a merciful thing.
Rule- 3ঃ যদি সমগ্র জাতি বুঝাতে plural noun এর ব্যবহার হয় তাহলে এর পূর্বে Article হয় না।
Example:
Dogs is a beneficial animal.
Rule-4ঃ Noun কোন পদবি দ্বারা বিবেচিত হলে তার পূর্ব Article বসে না।
Example:
Princess Diana was a beautiful lady.
Rule- 5ঃ সাধারণত কিছু রোগের পূর্বে Article ব্যবহার হলেও মূলত রোগের পূর্বে Article এর ব্যবহার হবে না। Fever, Cholera, Aids.
Example:
He has suffered from fever.
Rule- 6ঃ পর্বতমালা ও দীপপুঞ্জ আগে the বসলেও একটি মাত্র পর্বত, দ্বীপ ও হ্রদের নামে the বসে না।
Example:
Hakaluki Haor is bounded by the Kushiara river.
Rule- 7ঃ Select, elect, nominate, make, choose, appoint, crown এসকল verb এর complement এর পূর্বে Article বসে না।
Example:
Md. Hossain was selected, captain.
Rule- 8ঃ কোন ভাষার নামের পূর্বে Article বসে না।
Example:
He spoke in English language.
Rule- 9ঃ লেখকের নাম দ্বারা বই বুঝালে তার আগে Article বসে না।
Example:
I have read Al Mahmud’s Sonali Kabin.
Rule- 10ঃ খেলার নামের পূর্বে Article বসে না।
Example:
He is playing football.
I like to play cricket.
Rule – 11ঃ খবার সংক্রান্ত নাম পূর্বে Article বসে না।
Example:
Launch is ready.
Rule – 12ঃ মাসের এবং দিনের নামের আগে Article বসে না।
Example:
Friday is a hoilday.