অনির্বাণ গণশিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Anirban Public Education Project Job Circular 2023): অনির্বাণ গণশিক্ষা প্রকল্প জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়নমূলক সংস্থা যা, ২০০০ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বাংলাদেশ সরকারের “শিক্ষা অধিদপ্তর” কর্তৃক অনুমতি সাপেক্ষে, দাতা সংস্থা “শিশু কল্যাণ ট্রাষ্ট – হাউজ ৩৭, রোড: ১২, দোহা, কাতার” ও অনির্বাণ গণশিক্ষা প্রকল্প হাউজ ৪০২, রোড ৪/এ, কালশী মিরপুর, ঢাকা এর যৌথ উদ্যোগে অনির্বাণ গণশিক্ষা প্রকল্প কার্যক্রমটি দুস্থ, গরিব, এতিম, পথশিশু ও বয়স্কদের মাঝে শিক্ষার আলো পৌছে দিচ্ছে। অনির্বাণ গণশিক্ষা প্রকল্পে ২০ বছর স্থায়ীভাবে মানবতার কল্যাণে কাজ করার নিমিত্তে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
প্রতিষ্ঠানের দাতা নাম | অনির্বাণ গণশিক্ষা প্রকল্প |
পদ সংখ্যা | ০৪ টি |
খালি পদ | ১৭৩৬ জন |
আবেদনের শেষ তারিখ | ২৮ অক্টোবর, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ই-মেইল |
অনির্বাণ গণশিক্ষা প্রকল্প নিয়োগ ২০২৩
সতর্কতাঃ চাকরিতে আবেদন করার পর কোম্পানি/প্রতিষ্ঠান যদি আপনার সাথে কোনো আর্থিক লেনদেন অথবা অনিয়ম/প্রতারণা করে তার জন্য আমাদের ওয়েবসাইট দায়ী থাকবে না। তাই যাচাই করে আবেদন করুন। অনলাইনে টাকা-পয়সা লেনদেন থেকে বিরত থাকুন। ফোন করে কেউ চাকরি হয়েছে বলে টাকা চাইলে, টাকা দিবেন না।