সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি সপ্তম শ্রেণির ১২তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা, ও হোম সাইন্স এর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমরা এই পোষ্টটি অনুসরণ করে কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট এর উত্তর পাবে ।কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট এর নিচে কর্ম ও জীবনমুখী শিক্ষা, ও হোম সাইন্স এর লিঙ্ক দেয়া থাকবে ।
এছাড়াও তোমরা আমাদের সাইটে সপ্তম শ্রেনির সকল এ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর পাবে। পোস্টটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধু বা প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন।
প্রথম অধ্যায়ঃ কর্ম ও মানবিকতা
- পাঠ ১ : কায়িক শ্রমের গুরুত্ব
- পাঠ ২ : কঠোর কায়িক শ্রমের নিদর্শন
- পাঠ ৩ ও ৪ : কায়িক শ্রমের গল্প
- পাঠ ৫ ও ৬ : মেধা শ্রমের গুরুত্ব
- পাঠ ৭ ও ৮ : মেধা শ্রমের অনুশীলন
- পাঠ ৯ : মেধাশ্রমের গল্প
- পাঠ ১০ : আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা
- পাঠ ১১ ও ১২ : চল আত্মমর্যাদাবান হই
- পাঠ ১৩ : কাজর সূলতা ও আত্মবিশ্বাস
- পাঠ ১৪-১৬ : এসাে আত্মবিশ্বাসী হই
- পাঠ ১৮-২০ : কাজের ক্ষেত্রে সৃজনশীলতা
- পাঠ ১৭ : সৃজনশীলতা কেন প্রয়োজন
তুমি আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলতে পারে তার একটি কর্ম পরিকল্পনা প্রণয়ন কর।
উত্তরঃ