পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা; পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজ বলে জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এএনআই। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে ।

  • প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ওই দুই কর্মকর্তা নিখোঁজ। ভারত ইতোমধ্যে এ ব্যাপারে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করেছে।

একজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের নিখোঁজ হওয়া দুই কর্মকর্তা কিছু গুরুত্বপূর্ণ কাজে সোমবার সকালে বের হয়েছিল। তারা ফিরে না আসার পরই সেটা নয়া দিল্লি ও পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

  • ভারতীয় কর্মকর্তারা বলেছেন, নয়া দিল্লির ঘটনার পর থেকেই পাকিস্তান ভারতীয় হাই কমিশন কর্মকর্তাদের হয়রানি শুরু করে।

গত মাসে নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের দুই ভিসা সহকারী ও একজন ড্রাইভারকে ভারতের নিরাপত্তা বিষয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে ভারতীয় পুলিশ। তারপর ওই দুই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত।

  • এদিকে ভারতীয় গণমাধ্যম বলছে, সোমবারের নিখোঁজের ঘটনাটি তারই জেরে ঘটেছে বলে তারা মনে করে।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

Check Also

ভারতে কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড: নিহত ৫

ঢাকাঃ ভারতে একটি কোভিড হাসপাতালে আগুন লেগে ৫ রোগীর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। …