Breaking News

শওকত ওসমান

শওকত ওসমান

📒উপন্যাস:
জননী (তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ),
➡️ক্রীতদাসের হাসি (এটি একটি প্রতীকাশ্রয়ী উপন্যাস; এটি কোনাে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়। এই উপন্যাসটির জন্য তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন),
➡️বনি আদম,
➡️রাজা উপখ্যান,
➡️চৌরসন্ধি।

📒মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস:
➡️জাহান্নাম হইতে বিদায়,
➡️দুই সৈনিক,
➡️নেকড়ে অরণ্য,
➡️জলাঙ্গী।

📒নাটক:
➡️আমলার মামলা,
➡️তস্কর ও লস্কর’,
➡️পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা।

📒গল্প:
➡️জন্ম যদি তব বঙ্গে (মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থ),
➡️ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (এই গল্পগ্রন্থের জন্য ফিলিপস পুরস্কার লাভ করেন)

📒প্রবন্ধ: সংস্কৃতির চড়াই উত্রাই।

📒কিছু প্রশ্ন

➡️প্র : শওকত ওসমান কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উ : ১৯১৭ সালের ২রা জানুয়ারি; হুগলি

➡️প্র : শওকত ওসমানের প্রকৃত নাম কি?
উ : শেখ আজিজুর রহমান।

➡️প্র : তিনি মূলত কি হিসেবে পরিচিত?
উ : কথাসাহিত্যিক।

➡️প্র : তাঁর কোন রচনাটি ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়?
উ: উপন্যাস বনি আদম’।

➡️প্র : গ্রন্থাকারে প্রকাশিত তাঁর প্রথম পুস্তক কোনটি?
উ: জননী (১৯৬১)।

➡️প্র : তাঁর প্রকাশিত প্রধান গ্রন্থের নাম কি?

📒প্রবন্ধ :
সংস্কৃতির চড়াই উৎরাই (১৯৮৫),
মুসলিম মানসের রূপান্তর (১৯৮৬)।

📒উপন্যাস :
ক্রীতদাসের হাসি (১৯৬২).
সমাগম (১৯৬৭),
চৌরসন্ধি (১৯৬৮),
রাজা উপাখ্যান (১৯৭০),
জাহান্নাম হইতে বিদায় (১৯৭১),
দুই সৈনিক (১৯৭৩),
নেকড়ে অরণ্য (১৯৭৩),
পতঙ্গ পিঞ্জুর (১৯৮৩),
রাজসাক্ষী (১৯৮৫),
জলাংগী (১৯৮৬),
পুরাতন খজুর (১৯৮৭)।

📒গল্প:
পিজরাপােল (১৩৫৮),
পুনা আপা ও অন্যান্য গল্প (১৩৫৯),
প্রস্তর ফলক (১৯৬৪),
উভশৃঙ্গ (১৩৭৫),
শ্রেষ্ঠ গল্প (১৯৭৪),
জন্ম যদি তব বঙ্গে (১৯৭৫),
ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী (১৯৯০) ইত্যাদি।

📒নাটক :
আমলার মামলা (১৯৪৯),
তস্কর ও লস্কর (১৯৫৩),
বাগদাদের কবি (১৩৫৯),
পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০)।

📒শিশুতােষ :
ওটেন সাহেবের বাংলাে। (১৯৪৪),
তারা দুই জন (১৯৪৪),
ক্ষুদে সােশালিস্ট (১৯৭৩)।

➡️প্র : তিনি কি কি পুরস্কার লাভ করেন?
উ : বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২).
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬),
একুশে পদক (১৯৮৩),
ফিলিপস পুরস্কার (১৯৯১)।

➡️প্র : কোন গ্রন্থের জন্য তিনি ফিলিপস পুরস্কার লাভ করেন?
উ: ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থের জন্য।

➡️প্র : শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস কোনটি? এর ধরন কি?
উ : ক্রীতদাসের হাসি । প্রতীকাশ্রয়ী উপন্যাস।

➡️প্র : জননী ও ক্রীতদাসের হাসির ইংরেজি অনুবাদ কোথা থেকে প্রকাশিত হয়?
উ : ওসমান জামালকৃত জননী (ইংরেজিতে ও একই নাম রাখা হয়েছে) অক্সফোর্ড (১৯৯৩) ও কবীর চৌধুরীকৃত এ স্লেভ লাফস (১৯৭৬) দিল্লি থেকে প্রকাশিত হয়।

➡️প্র : তিন কত সালে মৃত্যুবরণ করেন?
উ : ১৯৯৮ সালে।
➡️সংকলন-মোস্তাফিজার মোস্তাক

Check Also

বিগত বছরগুলোতে আসা Correct Spelling

বিগত বছরগুলোতে আসা Correct Spelling 1) Mellifluous – সুমধুর/সুললিত [ BDBL – 2012 ] 2) …