বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১। বুয়েট ভর্তি নোটিশ ২০২১ ভর্তি বিষয়ক ওয়েবসাইট ugadmission.buet.ac.bd এ প্রকাশ করা হয়েছে। আজকে আমরা বুয়েট ভর্তি সার্কুলারের আলোকে সকল বিষয় নিয়ে আলোচনা করব ।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। বুয়েটে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করা হয়। বাংলাদেশের প্রত্যেক ছাত্র-ছাত্রির স্বপ্ন থাকে বুয়েটে পড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া।

তবে , ইচ্ছা হলেই বুয়েটে ভর্তি হতে পারবেন না, এখানে ভর্তি হওয়ার জন্য কিছু শর্ত দেওয়া থাকে সে শর্ত অনুসারে এখানে ভর্তি নেওয়া হয়। আজ আমরা বুয়েটের ভর্তির কি কি বিষয় থাকে সেগুলো নিয়ে আলোচনা করব।

বুয়েট ভর্তি ২০২১

 টাইমটেবিল
আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২১ ( সকাল ১০ টা)

শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২১ ( বিকাল ৩ টা)

আবেদন ফী প্রদানের শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২১ ( বিকাল ৩ টা)

প্রাক নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ০৫ মে ২০২১

প্রাক নির্বাচনী পরীক্ষা: ৩১ মে ও ০১ জুন ২০২১

মূল ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ০৫ জুন ২০২১

ভর্তি পরীক্ষা: ১০ জুন ২০২১

ভর্তি পরীক্ষার ফলাফল: ০১ জুলাই ২০২১

আবেদনের লিংক:  ugadmission.buet.ac.bd

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি 2020-21

প্রাক নির্বাচনী পরীক্ষা

মাধ্যমিক পরীক্ষার গণিত , পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিষয়ের ফলাফলের ভিত্তিতে আবেদনকারীদের প্রথম ২৪০০০ জন প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করবে । এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে ।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি

৩১ মে ২০২১শিফট ১ক ও খ গ্রুপসকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ২ক ও খ গ্রুপবিকাল ৩ টা থেকে ৪ টা
০১ জুন ২০২১শিফট ৩ক ও খ গ্রুপসকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ৪ক ও খ গ্রুপবিকাল ৩ টা থেকে ৪ টা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

চুড়ান্ত ভর্তি পরীক্ষা

প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রথম ৬০০০ জন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন । মূল ভর্তি পরীক্ষায় কোন এমসিকিউ প্রশ্ন থাকবে না এবং সকল প্রশ্ন প্রচলিত লিখিত পদ্ধতিতে হবে ।

১০ জুন ২০২১মডিউল ‍Aক ও খ গ্রুপগণিত, পদার্থ ও রসায়নসকাল ১০ টা থেকে ১২ টা
মডিউল B খ গ্রুপমুক্তহস্ত অংকন এবং দৃষ্টিশক্তি ও ধীশক্তি যাচািইবিকাল ২ টা থেকে ৩.৩০ টা

ইউনিট পরিচিতি

গ্রুপবিভাগআবেদন ফি
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ১০০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন)
ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ১২০০/- টাকা (প্রাথমিক + চূড়ান্ত আবেদন)

বুয়েট ভর্তি পরীক্ষার যোগ্যতা ২০২১

নূন্যতম যোগ্যতা:

এসএসসি: আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/ কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।

এইচএসসি: প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/ মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন তিনটি বিষয়ে মােট ৩০০ নম্বরের মধ্যে ২৭০ পেয়ে উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় পাস অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে।

তবে আবেদনকারীদের ভিতর থেকে প্রথম ২৪০০০+ জন কে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া হবে।

বিভাগ ও আসন সংখ্যা

বিভাগের নামআসন সংখ্যা
রাসায়নিক প্রকৌশল বিভাগ৬০
ধাতব প্রকৌশল বিভাগ৫০
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ১৯৫
পানি সম্পদ প্রকৌশল বিভাগ৩০
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ১৮০
নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগ৫৫
শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগ৩০
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ১৯৫
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ১২০
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ৩০
স্থাপত্য বিভাগ৫৫
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৩০
মোট আসন সংখ্যা১২১৫

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

 

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি

আবেদন নিয়ম:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তির প্রয়ােজনীয় তথ্যাবলী  বিশ্ববিদ্যালয়ের ওয়ােবসাইট (www.buet.ac.bd) এ পাওয়া যাবে। ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মােতাবেক অনলাইনে আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে Submit করতে হবে।

Submit করা শেষে একটি Application Serial No. প্রদান করা হবে এবং পরবর্তীতে এই নম্বরের বিপরীতে শিওরক্যাশ  / রকেট / Bkash এর মাধ্যমে  মােবাইল দিয়ে SMS এর মাধ্যমে আবেদন ও ভর্তি পরীক্ষাবাদ প্রদেয় ফি জমা দিতে হবে।

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি pdf

Check Also

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – NU Honours 3rd Year Result 2024: অ্যাকাডেমিক কাউন্সিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.