বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী শাখার ০৪-১১-২০২০ তারিখের ০৫.০০.০০০০,১৬৬.১১.০২৭.১৬-২০৭ নং স্মারকে প্রদত্ত ছাড়পত্রের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার, খুলনা এঁর কার্যালয়ে শূন্য পদে সরাসরি নিয়ােগের নিমিত্ত খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে ছকে বর্ণিত যোগ্যতার ভিত্তিতে শর্ত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে আবেদন আহবান করা যাচ্ছে।
Divisional Commissioner’s Office Job Circular 2021
পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুপ্রাক্ষরিক
পদ সংখ্যা: ০৮ টি।
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ হতে উচ্চ মাধ্যমিক।সার্টিফিকেট অববা সমমানের পরীক্ষায় উষ্ঠীর্ণ। এবং ওযার্ প্রসেসিং, স্প্রেসিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিং.-এ দক্ষতা এবং কম্পােজিং-এ ইংরেজিতে টাইপসিং এর গণতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ ও ২০ শব্দ।
বেতন: ৯,৩০০-২২৪৯০ টাকা।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন নিয়ম: www.khulnadiv.gov.bd এ-র মধ্যেমে পাওয়া যাবে।
আবেদন শেষ সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে আবেদন করতে হবে।
DC Office Job Circular 2021
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
Click here to See Job Newspaper Chakrir Dak
বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ, খুলনা
Divisional CommissionerOffice Job Circular 2021
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার ২৯-১২-২০১৪ তারিখের ০৫.১১০.০০০০.০০.০০.০৮৯.
১৪-০১ নম্বর স্মারকে প্রনীত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। উতক্ত আবেদন ফরম এ কার্যালয়ের সংস্থাপন শাখায় (বিনামূল্যে)এবং
বিভাগীয় কমিশনার, খুলনা এর ওয়েব সাইট www.khulnadiv.gov.bd প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও অবশ্যই খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদন ফরমে বর্ণিত নির্দেশনা অনুযায়ী প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে।
Divisional Commissioners Job Circular 2021
All Job News Papers
- Saptahik Chakrir Khobor – সাপ্তাহিক চাকরির খবর
- Prothom Alo Chakrir Bakri – প্রথম আলো চাকরি বাকরি
- Chakrir Dak – সাপ্তাহিক চাকরির ডাক
প্রার্থীকে চাকরির নির্ধারিত ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। আবেদনের সাথে দাখিলকৃত কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীগণ জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক চাকরির
নির্ধারিত আবেদন ফরমে সভাপতি, বিভাগীয় বাছাই কমিটি, খুলনা ও বিভাগীয় কমিশনার, খুলনা-কে সম্বােধন করে আগামী ১৭/০১/২০২১ খ্রি. তারিখ হতে ১৬/০২/২০২১ খরি. তারিখের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র বিভাগীয় কমিশনার, খুলনা এঁর কার্যালয়ে ডাকযােগে পৌঁছাতে হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বিভাগীয় কমিশনার কার্যালয় নিয়োগ
খামের উপর পদের নাম, নিজ জেলার নাম এবং নিজের নাম ঠিকানা এবং বিশেষ কোটা (প্রযোজ্য
ক্ষেত্রে) উল্লেখ করতে হবে। প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্রের সাথে নিজের নির্ভুল নাম ঠিকানা
সম্বলিত ১০/-(দশ)টাকার অব্যবহৃত ডাকটিকিট লাগানাে ০১(এক)টি (১০ইঞ্চি X৪.৫ ইঞ্চি) খাম
আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়সসীমা ১৬/০২/২০২১ খ্রি. তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে! তবে মুক্তিযােদ্ধার
সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযােগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযােগ্য হবে না।