আজকের বাজার দর | ২৫ এপ্রিল ২০২৩

আজকের বাজার দর নিয়েই আমাদের আলোচনা। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আজকাল সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি জিনিস যেন আগন হাত দিলে পুড়ে যাবে এমন অবস্থা তৈরি হয়েছে। নিত্য প্রয়োজনীয় দব্যের মূল্য বেড়েই চলেছে।

পিয়াজের দাম, তেলের দাম, মাছ, মাংস, শাক-সবজি যাই বলেন সব কিছুই আজ অভাবনীয় দাম বেড়ে গেছে।

পিয়াজের দাম

আজকের বাজার দর বা পিয়াজের দাম শুনলে মাথা গুরে যায় এমন অবস্থা। বর্তমান সময়ে পিয়াজ হচ্ছে সোনার হরিণ যে ধরতে পারে সেইতো রাজা। পিয়াজের ঝাঝের তরে আজকাল মানুষ বলছে পিয়াজ ছাড়াও রান্না হয়। এমনো অনেক আছে যে কিনা পিয়াজ ছাড়া রান্না করে খাচ্ছে।

সয়াবিন তেলের দাম

সয়াবিন তেলের আজকের বাজার দর বা তেলের দাম হটাৎ করেই এতো বেড়ে গেলো যেটা কেউ কখনো কল্পনাও করেনি। সয়াবিন তেল বাজার দর এখন আলাদিনের চেরাগ।

যার কাছে আছে সে তো অনেক বড় পর্যায়ের মানুষ। যদি দেশে এখনো তেমন সংকট নেই তেলের কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে করে সয়াবিন তেল স্টোক করে রেখে সয়াবিনের দাম বাড়িয়ে দিয়েছে।

ইন্ডিয়ায় তেলের দাম বা বাজার দর কত

ইন্ডিয়ায় তেলের দাম বা বাজার দর অনেক আগে থেকেই আমাদের বাংলাদেশের তুলনায় অনেক বেশি ছিলো। ইন্ডিয়ায় তেলের জন্য অনেক আন্দোলন সংগ্রামও হয়েছে।

কিন্তু এই আন্দোলনে তেমন কোন ফল পাওয়া যায় নি। কারণ আন্তর্জাতিক ভাবেই পুরো বিশ্ব একটা খারাপ সময় পার করছে।

টিসিবি বাজার দর তালিকা

বাজার দর আপডেট: ২৫ এপ্রিল, ২০২৩

চালের আজকের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
চাল-সরু (নাজির/মিনিকেট)60-75
চাল-মাঝারী (পাইজাম/লতা)48-56
চাল মোটা (স্বর্ণা/চায়না/ইরি)46-50

আটা/ময়দার প্রতিদিনের বাজার মূল্য

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
আদা সাদা (খোলা)55-58
আটা (প্যাকেট)62-65
ময়দা (খোলা)58-62
ময়দা (প্যাকেট)70-75

ভোজ্য তেলের প্রতিদিনের বাজার দর

পণ্যের নামমূল্য (টাকা)
সয়াবিন তেল (লুজ) প্রতি লিটার168-175
সয়াবিন তেল (বোতল) ১ লিটার180-185
সয়াবিন তেল (বোতল) ২ লিটার370-375
সয়াবিন তেল (বোতল) ৫ লিটার870-890
পাম অয়েল (লুজ) প্রতি লিটার125-135
পাম অয়েল সুপার – প্রতি লিটার0-0

ডালের আজকের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
ডাল-বড় দানা (তুরস্ক/কানাডা)95-100
ডাল-মাঝারী দানা (তুরস্ক/কানাডা)110-115
ডাল (দেশী)130-140
ডাল (নেপালী)135-150
মুগ ডাল (মানভেদে)110-135
এ্যাংকর ডাল60-75
ছোলা (মানভেদে)80-90

মসলার বাজার দর আজকের

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
পেঁয়াজ (দেশী)35-40
পেঁয়াজ (আমদানী)40-45
রসুন (দেশী)70-100
রসুন (আমদানী) মানভেদে120-140
শুকনা মরিচ (দেশী)390-440
শুকনা মরিচ (আমদানী)420-460
আদা (দেশি)220-240
হলুদ (দেশি)220-290
আদা (আমদানী)130-260
হলুদ (আমদানী)190-230
জিরা600-700
দারুচিনি410-520
লবঙ্গ1400-1500
এলাচ1600-2600
ধনে130-160
তেজপাতা150-200

মাছ ও গোশতের প্রতিদিনের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
রুই250-500
ইলিশ600-1600
গরু720-750
খাসী950-1100
মুরগী (ব্রয়লার)190-210
মুরগী (দেশী)550-670

গুড়া দুধের আজকের বাজার দর (প্যাকেট জাত)

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
ডানো820-850
ডিপ্লোমা (নিউজিল্যান্ড)800-840
ফ্রেশ780-820
মার্কস790-810

বিবিধ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
চিনি109-115
খেজুর (সাধারণ মান)160-450
লবণ (প্যাঃ আয়োডিনযুক্ত)38-42
ডিম (ফার্ম)42-45
লেখার কাগজ (সাদা) প্রতি দিস্তা30-35
এস.এস রড (৬০গ্রেড) প্রতি মে:টন95000-101500
এস.এস রড (৪০গ্রেড) প্রতি মে:টন90000-95000

সবজির প্রতিদিনের বাজার দর

পণ্যের নামপ্রতি কেজি মূল্য (টাকা)
লম্বা বেগুন35-60
শসা40-70
আলু25-30
কাঁচা মরিচ60-120

মিরপুর-০১ কাঁচাবাজার, নিউমার্কেট, আজমপুর বাজার, উত্তরা, মোহাম্মদপুর টাউনহল বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আজকের বাজার দর

আজকের বাজার দর নিয়ে আলোচনার আগে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি গুলো একটা লিষ্ট বিস্তারিত আলোচনা সহ নিচে দেওয়া হলো। আটা বলেন আর ময়দা বলেন দুটিই আমাদের অতি প্রয়োজনীয় খাদ্য দ্রব্য। যা আমাদের দেশ সহ বিশ্বের প্রায় সব দেশে ব্যবহার করা হয়। আলু হচ্ছে আমাদের কমন একটি সবজি, যা আমারা প্রায় সব তরকারিতে ব্যাবহার করতে পারি এই আলোর আজকের বাজার দর আকাশ ছোঁয়া।

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.