বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আবেদনঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (GD) এবং টেকনিক্যাল ট্রেড (TT) এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি (BNCC) এর সদস্য, সেনা সদস্যদের সন্তান (SS) এবং টিটিটিআই (TTTI) সমূহ হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০/- টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/-) কর্তন করা হবে।
২। যোগ্যতাঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ
ক। সাধারণ ট্রেড (GD) – পুরুষ ও মহিলা।
(১) বয়স। ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর এর কম এবং ২০ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
(২) শিক্ষাগত যোগ্যতা। এসএসসি/সমমান (মাদ্রাসা / কারিগরি/ উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
খ। টেকনিক্যাল ট্রেড (TT) – পুরুষ ও মহিলা।
(১) বয়স । বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ০১ (এক) বছর শিথিল যোগ্য। Bangladesh Army Sainik Job Circular 2025
(২) শিক্ষাগত/কারিগরি যোগ্যতা।
ক। এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।
খ। এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লিখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য। বিজ্ঞান বিভাগ/ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
। শারীরিক মানঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এ
পুরুষ প্রার্থীদের জন্য
ক। উচ্চতাঃ ১.৬৫ মিটার (৫ফুট ৫ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতিত। বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ফুট ৪ ইঞ্চি)
খ। ওজনঃ ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)
গ। বুকঃ স্বাভাবিক – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
প্রসারণ – ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)
মহিলা প্রার্থীদের জন্য
ক। উচ্চতাঃ ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতিত। বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৫২ মিটার (৫ফুট ০ ইঞ্চি)
খ। ওজনঃ ৪৭.০০ কেজি (১০৪ পাউন্ড)
গ। বুকঃ স্বাভাবিক – ০.৭১ মিটার (২৮ ইঞ্চি)
প্রসারণ – ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)
ঘ। স্বাস্থ্য পরীক্ষাঃ স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য।
ঙ। সাঁতারঃ সাঁতার জানা অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।
চ। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।