পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ | PGCB Job

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১- PGCB Job Circular 2021: পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ করেছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিমিটেড দেশব্যাপী জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালন, সংরক্ষণ ও উন্নয়ন কাজে নিয়োজিত। পিজিসিবিতে নিয়োগযোগ্য শূণ্য পদের বিপরীতে নিম্নোক্ত পদসমূহ পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

চাকরির ধরনসরকারি চাকরি
জেলাসকল জেলা
প্রতিষ্ঠানের দাতা নামপাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)
ওয়েবসাইটhttp://www.pgcb.gov.bd
পদ সংখ্যা০৬ টি 
খালি পদ২৫০ জন
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/এইচএসসি/স্নাতক
বয়সসীমা১৮-৩০ বছর
আবেদন প্রক্রিয়া

pgcb.teletalk.com.bd

আবেদন শুরু তারিখ০৬ ডিসেম্বর, ২০২১
আবেদন শেষ তারিখ২৬ ডিসেম্বর, ২০২১
আবেদনের মাধ্যমঅনলাইনে

আরো দেখুনঃ চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

পাওয়ার গ্রীড কোম্পানী অব নিয়োগ

Power Grid Company Bangladesh LTD Job Circular 2021

পদের নাম : জুনিয়র হিসাব সহকারী
খালি পদ : ০৯ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (হিসাব/অর্থ) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী (বাণিজ্য)। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০ মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ২৩,০০০ টাকা।
 
পদের নাম : জুনিয়র ব্যক্তিগত সচিব
খালি পদ : ১৫ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (যে কোন বিষয়) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০/মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ২৩,০০০ টাকা।
 
পদের নাম : জুনিয়র ভাণ্ডার রক্ষক
খালি পদ : ০৩ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (যে কোন বিষয়) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০/মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ২৩,০০০ টাকা।
 
পদের নাম : জুনিয়র নিরাপত্তা পরিদর্শক
খালি পদ : ১৫ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) ইউজিসি অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে (যে কোন বিষয়) কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতক (অনার্স)/সমমান ডিগ্রী। (খ) কম্পিউটার শিক্ষায় দক্ষতাসহ কমপক্ষে বাংলায় ৩০/মিনিট এবং ইংরেজীতে ৪০/মিনিট টাইপিং দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল : ২৩,০০০ টাকা।
 
পদের নাম : কারিগরী সহায়ক
খালি পদ : ২০০ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) কারিগরী শিক্ষাবোর্ড হতে জেনারেল ইলেকট্রনিক্স/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যাল মেইনটেনেন্সে ওয়ার্কস/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/প্লাম্বিং ও পাইপ ফিটিংস এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি (কারিগরী) উত্তীর্ণ। অথবা এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কারিগরী শিক্ষাবাের্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ কম্পিউটার প্লাম্বিং বিষয়ে ০১ বছর মেয়াদী বেসিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। খ) প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল : ১৪,৫০০ টাকা।
 
পদের নাম : অফিস সহায়ক
খালি পদ : ০৮ জন।
শিক্ষাগত ও অন্যান্য যােগ্যতা : (ক) কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি/দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল : ১৪,৫০০ টাকা। 

পিজিসিবি নিয়োগ ২০২১

  • আবেদন শুরু তারিখঃ ০৬ ডিসেম্বর, ২০২১
  • আবেদন শেষ তারিখঃ ২৬ ডিসেম্বর, ২০২১
  • আবেদন প্রক্রিয়াঃ pgcb.teletalk.com.bd

Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

PGCB Job Circular 2021

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Educational eligibility for all category

Any third Division/Class or equivalent at any stage of the academic career shall not be acceptable. Candidates passed in the grading system must possess at least a CGPAGPA 3 an a scale of 5.0 or a CGPAGPA 25 on a scale of 4.0 and passed in the conventional system

class/division) must possess at least 2nd class/division. Any degree obtained ffom outside Bangladesh will be eligible with the approval of the concem authonty of Bangladesh.

Other qualifications: Candidates have the ablity to demonstrate strong participatory leadership and have strong communication skill in Bengali & English (written & oral) inc experience using computer.

পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড নিয়োগ

Age Limit: Maximum age limit will be 30 years on 07/02/2021 (in case of Freedom fighter son/daughterlgrand sonlgrand daughter the age limit will be 32 years) and for the

পিজিসিবি নিয়োগ

PGCB departmental candidates age will be relaxed up to 40 years Salary packages: For all postions Basic Salary, House Rent, Medical, Conveyanca and other allowances wl be provided as per PGCB pay scale 2016. In addition to th

above, company pays two festival bonuses and Bengali new year allowance (20% obasic) in a year and provides contributory provident fund, group insurance, leave

encashment, annual increment, gratuity etc. benefit as per senvice rule of PGCB.Income tax is payable by the employee. Terms and Conditions for application:

PGCB Job Circular

01. Interested candidates have to apply through the Online application form’ wherein a scanned colour photograph and signature of the candidate have to be inserted in due place. The online application will be available in htp:/lpgcb.teletalk.com.bd o

Power Grid Company of Bangladesh Job Circular

www.pgcb.gov.bd during application period from 07.02.2021 to 07.03.2021 (Up to 11.59 PM). Please read the following instructions carefully before applying online and givefeedback confirming OK as per our requisition.

02. Those who have recently appeared in the educational examination of above mentioned qualification and did not get their certificate need not to apply for the postion.

পিজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি

03. The applicant has to pay Tk. 1000/- (One thousand) each through SMS from any Teletalk mobile connection following necessary instructions mentioned in www.pgcb.gov.bd or httpp://pgcb.teletalk.com.bd.

04. Candidates employed in govt., semi govt., autonomous organization or company owned by government have to submit a hard copy of online application through proper channel to

General Manger (P&A), Power Grid Company of Bangladesh Ltd, PGCB Bhaban Aftabnagar, Badda, Dhaka-1212.

PGCB Job Circular 2021 pdf

05. The authority of PGCB reserves the right to cancel/withholdaccept or rejects any application/take any other decision for this appointment and no explanation for such action

will be provided to the applicant D6.lf any fake declaration is found at any leel of screening, the authority reserves the righ to cancel the candidature of an applicant

07.As per company’s service rule appointment shall be regularized by satisfactory a) performance evaluation report b) police veification report c) satisfactory result in departmental foundatiotaining course.

08.A panel of the successful candidates for future appointments will be prepare through the selection proOcess and it will remain valid for 01 (one) year from the date of first appointment.

 

Check Also

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -Department of Youth Development (DYD) Job Circular 2024: নিয়োগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.