নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – SAILOR & MODC (NAVY) – Join Navy

নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২১ ব্যাচে নিয়োগ ২০২১

নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২১,বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি (নৌ) ভর্তি বি-২০২১ ব্যাচ (তরুণদের জীবন গঠনের এবং দেশ সেবার সুবর্ণ সুযোগ! আপনিও এ সুযোগ গ্রহণ করুন) শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। আমাদের আরো চাকরির খবর পড়ুন।

sailor & modc (NAVY) admission B-2021 batch

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সােসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম ‘এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

শাখার নাম: মেডিকেল
শিক্ষাগত যােগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ (ন্যূনতম)।

Join Navy

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সােসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম ‘এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

এমওডিসি নিয়োগ

শাখার নাম: মেডিকেল
শিক্ষাগত যােগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.৫০ (ন্যূনতম)।

নাবিক নিয়োগ

শাখার নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ)
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)।

শাখার নাম: কুক ও স্টুয়ার্ড
শিক্ষাগত যােগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ২.৫০ (ন্যূনতম)।

নৌবাহিনী নিয়োগ

শাখার নাম: টোপাস
শিক্ষাগত যােগ্যতা: ৮ম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা (নূন্যতম)

                        শাখা  উচ্চতা
সিম্যান১৬৭.৫ সেম্মিঃ (৫-৬”)
পেট্রোলম্যান১৭২.৫ সেমিঃ (৫’-৮”)
অন্যান্য শাখা (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস)১৬২.৫ সেপ্রমিঃ (৫-৪”)
এমওডিসি (নৌ)১৬৭.৫ সেপ্রমিঃ (৫’-৬”)

Navy Job

বুকের মাপ: ৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”) সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখের দৃষ্টি: ৬/৬।

নৌবাহিনী চাকরির ২০২১

অন্যান্য শর্তাবলী (সকল পদবীর জন্য)
ক। বাংলাদেশী পুরুষ নাগরিক
খ। সাঁতার জানা অত্যাবশ্যক গ। অবিবাহিত
বয়স: ০১ জুলাই ২০২১ তারিখে (১)
নাবিক: ১৭ থেকে ২০ বছর।
এমওডিসি (নৌ): ও ১৭ থেকে ২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযােগ্য নয়।

নৌবাহিনী নিয়োগ

আবেদন নিয়ম: Sailor পদে আবেদনকারী প্রার্থীগণকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home Page এ Apply Now Check Now এ ক্লিক করে প্রথমেই প্রার্থীকে ওয়েব সাইটে Sign Up/Sign In করে প্রাকৃযােগ্যতা যাচাইকরতঃ নাবিক ও এমওডিসি (নৌ) এর শাখা ভিত্তিক Job Description (দায়িত্ব ও কর্তব্য) জেনে Apply Now বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীকে ব্যাংকিং/মােবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

Join Bangladesh navy Circular 2021

এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card, American Express, Nexus ) এবং মােবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, নগদ, রকেট, -cash, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ) ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতিত ২০০/০০ (টাকা দুইশত) টাকার (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। পেমেন্ট Successfully Complete হওয়ার পর নির্দেশনা অনুসরণকরত সঠিক তথ্য দিয়ে Online আবেদন ফরমটি পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি সঠিক আছে কিনা পুনরায় যাচাই করে সকল তথ্য সঠিক থাকলে জমা দিন’ বাটনে ক্লিক করে ‘নাবিক-১’ ফরমটি ডাউনলােড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ ও সময় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে নির্দিষ্ট সময়ে অন্যান্য প্রয়ােজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে হবে। যদি কোন প্রার্থী উক্ত আবেদন পত্রটি ডাউনলোেড করতে ব্যর্থ হয় তবে ওয়েব সাইটে পুনরায় Sign In করে আবেদন পত্রটি ডাউনলােড ও প্রিন্ট করা যাবে।

নৌবাহিনী নিয়োগ ২০২১

আবেদন শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে।

Online Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২১

আবেদন শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে

Navy Job Circular 2021

নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

 

Check Also

Secretariat

Bangladesh Secretariat Job Circular 2024

Bangladesh Secretariat Job Circular 2024 Publication of Bangladesh Secretariat recruitment circular. Applications are being invited …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.