দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ দিশা এনজিও আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে। দিশা স্বেচ্ছাসেবী আর্থ – সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা বাংলাদেশের বিভিন্ন জেলা সমূহের প্রত্যস্ত গ্রামাঞ্চলে পিকেএসএফ – এর সহযোগী সংস্থা হিসেবে এবং বিভিন্ন ব্যাংকের আর্থিক সহযোগিতায় সঞ্চয় ও ঋণ কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এছাড়াও ইডকল – এর সহযোগী সংস্থা হিসেবে সৌর বিদ্যুৎ , বায়োগ্যাস ও উন্নত চুলা কর্মসূচী পরিচালনা করছে। সংস্থার নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
দিশা এনজিও নিয়োগ ২০২২
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা | সকল জেলা |
প্রতিষ্ঠানের নাম | দিশা এনজিও |
ওয়েবসাইট | https://www.disabd.org |
শিক্ষাগত যোগ্যতা | মাষ্টার ডিগ্রি/স্নাতক |
খালি পদ | ৯০০ জন |
আবেদন শেষ তারিখ | ২০ ফেব্রুয়ারি, ২০২১ |
আবেদন মাধ্যম | ই-মেইল/ডাকযোগে |
আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
দিশা এনজিও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এআরএ সনদ নং-০১৬০৮-০০৪৮০-০০০২৪) গত ২৬ বছর যাবৎ দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের ১৯টি জেলায় ১০২ টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রখণ” এর পাশাপাশি কমিউনিটি লাইব্রেরী ও জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ‘আলোঘর কার্যক্রম, কৃষি ও পরিবেশ উন্নয়নে নার্সারি কার্যক্রম,
যুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য ও এ পেশায় নিয়োজিত কৃষক/ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে ডেইরি এন্ড লাইভস্টক ডেভেলাপমেন্ট কার্যক্রম, দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন মূলক শিক্ষা কার্যক্রম (টেকনিক্যাল ট্রেনিং), নিজস্ব কর্মীদের এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রশিক্ষণের জন্য আবাসনসহ উন্নতমানের প্রশিক্ষণ কেন্দ্র, কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য কর্মসুচী ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে।
DISA NGO Job Circular 2022
বর্তমানে পিকেএসএফ ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় পরিচালিত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের যে কোন অঞ্চলে গ্রামীণ জনগোষ্ঠির সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের উলোখিত পদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে সমিতি গঠনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্টির মধ্যে ঋণ বিতরন, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
সংস্থার কর্মীদের জন্য পিএফ, পিএফ এর বিপরীতে ঋণের সুবিধা, স্বায়ীকরন ৫ বছর পূর্ণ হলে। গ্রাচ্যুইটি, বছরে ২০ দিন যাবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমা সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহভতো, মোবাইল বিল, জ্ববেতনে ৬ (ছয়) মাস মাতৃত্বকালীন ছুটি, পিতৃত্বকালীন ছুটি, বছরে ১২ দিন স্ববেতনে নৈমিত্তিক ছুটি, বছরে ১৫ দিন স্ববেতনে মেডিকেল ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান (যেমন, কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ধরনের প্রণোদনা)।
- Job Source
- Bdjobs.com Online Job Posting.
- Read Before Apply
- Photograph must be enclosed with the resume.
- Apply Procedure
আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয় পত্র (NID) এর ফটোকপি, সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি ও মোবাইল নাম্বারসহ দরখাল আগামী ২০.০২.২০২২ তারিখের মধ্যে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) দিশা, ২/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা-১২১৬ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
শর্তাবলীঃ
নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাই-সাইকেল/মোটর সাইকেল ব্যবহার করতে হবে।
যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ভাষা দিতে হবে। ৩। যোগদানের সময় নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা প্রদান করতে হবে। বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.disabd.org তে দেখা যেতে পারে।
Application Deadline: 20 Feb 2022
আবেদন করতে আপনার সিভি পাঠিয়ে দিন – hr@disabd.org এই ঠিকানায়
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
DISA Job Circular 2022
৬ (ছয়) মাস শিক্ষানবিশকাল শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোভুক্ত হওয়ার পর বছরে ২ টি উৎসব ভাতা , বৈশাখী ভাতা , বার্ষিক ইনক্রিমেন্ট , কর্মী কল্যাণ তহবিল সুবিধা, কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স প্রাপ্য হবেন । এছাড়াও যোগদানকালীন সময় থেকে যাতায়াত ভাতা, মোবাইল বিল, জ্বালানী বিল উৎসাহ ভাতা, পারফরমেন্স বোনাস, আবাসনসহ সংস্থার অন্যান্য সুবিধাসমূহ প্রাপ্য হবেন ।
সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে । চাকুরীতে যোগদানকালে ১,২, ৩ নং পদের জন্য ১২,০০০ /-টাকা এবং ৪,৫ ,৬ নং পদের জন্য ১০,০০০ /- টাকা ( ফেরতযোগ্য ) জামানত প্রদান করতে হবে। এছাড়াও এস.এস.সি পাশের মূল সনদপত্র অফিসে জমা প্রদান করতে হবে (প্রয়োজনে সাময়িক হস্তান্তরযোগ্য)।
দিশা এনজিও নিয়োগ
আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন – বৃত্তান্তসহ আবেদনপত্র , শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি , জাতীয় পরিচয় পত্রের অনুলিপি , নাগরিকত্ব সনদপত্র , সদ্য তোলা ৪ ( চার ) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি , সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র ( যদি থাকে ) , মোবাইল নম্বর উল্লেখপূর্বক ২০/০২/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে সহকারী পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, দিশা টাওয়ার, উপজেলা মোড়, কুষ্টিয়া – ঝিনাইদহ মহাসড়ক, কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হ’ল। খামের উপর পদের নাম উল্লেখ করুন।